
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফিচারটি সবসময় সবচেয়ে সাশ্রয়ী রেটে হয়,
যেন আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাছে থাকতে পারেন সবসময়।
F&F-এর নিয়ম
প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা F&F-এর জন্য নিচের নিয়মে অ্যাক্টিভেশন করুন:
শুধুমাত্র জিপি প্রিপেইড, ডিজুস, এক্সপ্লোর, বিজনেস সলিউশনস প্রিপেইড ও
পোস্টপেইড, একতা প্রিপেইড ও পোস্টপেইড নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য
|
সার্ভিস |
এসএমএস-এর নিয়ম |
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি [প্রিপেইড ও পোস্টপেইড] |
অ্যাক্টিভেশন |
নতুন নম্বর <স্পেস> নতুন নম্বর <স্পেস> নতুন নম্বর
যেমন: 017XXXXXXXX 017YYYYYYYY 017ZZZZZZZZ |
পরিবর্তন |
পুরনো নম্বর <স্পেস> নতুন নম্বর
যেমন: 017XXXXXXXX 017NNNNNNNN |
চেক করার জন্য |
FF |
নতুন নম্বর যোগ করার জন্য |
নতুন নম্বর <স্পেস> নতুন নম্বর
যেমন: 017NNNNNNNN 017ZZZZZZZZ |
সহায়তার জন্য |
Help |
চার্জ |
মেসেজ চার্জ এসএমএস প্রতি ২ টাকা |
সুপার F&F চালু ও পরিবর্তন করার নিয়ম:
সার্ভিস |
এসএমএস-এর নিয়ম |
চালুকরণ |
SF<স্পেস>মোবাইল নম্বর |
পরিবর্তন |
SFC<স্পেস>পুরনো নম্বর<স্পেস>নতুন নম্বর |
- সুপার F&F শুধুমাত্র বন্ধু, আমন্ত্রণ ও এক্সপ্লোর প্যাকেজের জন্য প্রযোজ্য
- সুপার F&F চালু করার ১৫ দিন পর পরিবর্তন করা যাবে
প্রযোজ্য সকল প্যাকেজের জন্য F&F পোর্ট হচ্ছে 2888
মনে রাখবেন যে বেছে নেয়া F&F নম্বরগুলো ১৫ দিন পর আবারো পরিবর্তন করা যায়।
No comments:
Post a Comment