Thursday, March 20, 2014

ওয়াই-ফাই সেবা দিচ্ছে এয়ারটেল

গ্রাহকদের জন্য এবার ওয়াইফাই সেবা চালু করেছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ। যেসব এলাকা এয়ারটেলের ওয়াইফাইর আওতায় রয়েছে সেগুলো হলো গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ধানমণ্ডি, বেইলী রোড, ফার্মগেট, লালমাটিয়া, মোহাম্মদপুর ও বাড্ডা। এয়ারটেল এই সেবার আওতায় সাতটি ওয়াইফাই প্যাকেজে ৫১২ কেবিপিএস থেকে ১ এমবিপিএসের বিভিন্ন ভলিউম প্যাক চালু করেছে।
এ ছাড়া গ্রাহকরা এক দিন থেকে ৩০ দিন মেয়াদের প্যাকও বেছে নিতে পারবেন। ওয়াইফাই প্যাক গ্রহণ করতে গ্রাহকদের রেজি...স্ট্রেশন করতে হবে এবং এসএমএস করতে হবে ১৬৩১১ শর্টকোডে। এরপর গ্রাহকরা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এয়ারটেল গ্রাহকদের এরপর ব্যবহার্য ডিভাইসটি থেকে নির্বাচন করতে হবে এয়ারটেল ওয়াইফাই এসএসআইডি।

No comments: