
গ্রামীণফোন সম্মানিত স্টার গ্রাহকদের জন্য হলিউডের বিখ্যাত সিনেমা “রোবোকপ ২০১৪” দেখার সুযোগ করে দিয়েছে। যমুনা ফিউচার পার্কের “ব্লকবাস্টার সিনেমায়” “টিকেট কিনলে একটি টিকেট ফ্রী” মডালিটিতে টিকেট কিনতে পারবেন। সঙ্গে আরও থাকছে এক প্যাকেট ফ্রী পপকর্ণ।
- অফারটি শুধুমাত্র গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য প্রযোজ্য (বিপিও,গ্রামীণফোন/গ্রামীণফোন আইটি কর্মকর্তা, পল্লী ফোন এবং ইএরএস সংযোগধারী ব্যাতীত)।
- প্রথম সপ্তাহ (ফেব্রুয়ারী ২৮ থেকে মার্চ ৬, ২০১৪) রোবোকপ সিনেমাটি শুধুমাত্র স্টার গ্রাহকরা উপভোগ করতে পারবেন।
- ফ্রী টিকেট পাওয়ার জন্য ক্যাশ কাউন্টার এর সামনে নির্দিষ্ট এসএমএস (এসএমএস চার্জ প্রযোজ্য) পাঠাতে হবে। সফলভাবে এসএমএস প্রক্রিয়া সম্পন্ন হবার পর কাউন্টার থেকে টিকেট প্রদান করা হবে।
- স্টার গ্রাহকগণ যেকোনো সংখ্যক টিকেট ক্রয়ের জন্য একটি টিকেট ফ্রী পাবেন।
- ফ্রী টিকেটের পাশাপাশি এসএমএস করে পপকর্ণ কর্নার থেকে গ্রহন করতে পারবেন এক প্যাকেট ফ্রী পপকর্ণ।
- আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকেট প্রদান করা হবে।
- স্টার স্ট্যাটাস চেক করতে ডায়াল করতে হবে *১১১*৯*১# অথবা STAR লিখে এসএমএস পাঠাতে হবে 9000 এ (এসএমএস চার্জ প্রযোজ্য)।
No comments:
Post a Comment