
আপনার অনুভূতি প্রকাশের স্বাধীনতা এখন সীমাহীন! ১৯ টাকা রিচার্জ করলেই আপনার বন্ধু কিংবা পরিবারের যে কাউকে পাঠাতে পারবেন আনলিমিটেড এসএমএস। এসএমএস এমন একটি প্রয়োজনীয় সেবা, যা আপনার বন্ধু কিংবা পরিবারের সাথে নিজের অনুভূতিগুলো ভাগাভাগি করে নিতে সাহায্য করে। গ্রামীণফোন তার গ্রাহকগণের সেবায় সবসময়ই কাছে থাকে। এই প্রচেষ্টাও গ্রাহকগণের প্রতি সেই অঙ্গীকারের অংশ।
অফার সম্পর্কিত তথ্য-
প্রতিবার ১৯ টাকা রিচার্জ করলেই গ্রাহক পাবেন ২০০০টি এসএমএস।- সব নেটওয়ার্কে (জিপি থেকে সব অপারেটরে)।
- এসএমএস-এর মেয়াদকালঃ পরদিন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
- এসএমএস ব্যালান্স চেক করতে ডায়াল *566*18#
- গ্রাহক যতবার খুশী ততবার রিচার্জ করতে পারবেন।
- গ্রাহকগণ যেকোনো কারণে তাদের অ্যাকটিভ প্রাইস প্ল্যান অনুযায়ী রিচার্জ ব্যালান্স ব্যবহার করতে পারবেন।
- একই দিন রাত ১১:৫৯ মিনিটের আগে রিচার্জ করতে হবে।
- এই ফ্রি অফার পেতে হলে নির্বাচিত গ্রাহককে ঠিক ১৯ টাকা রিচার্জ করতে হবে।
- ফ্রি এসএমএস-এর মেয়াদকাল শেষ হবার পর, রেগুলার এসএমএস ফি প্রযোজ্য।
- এই অফারের ক্ষেত্রে শুধুমাত্র অন নেট এবং অফ নেট এসএমএস প্রযোজ্য।
- সকল প্রিপেইড-এর ক্ষেত্রে এই অফার প্রযোজ্য (জিপিপিপি, ভিপি, বিপিও, ইন্টারন্যাশনাল সিম এবং পিওআরটি এসএমএস ব্যতীত)।
No comments:
Post a Comment