Sunday, March 9, 2014

রবি এফএনএফ ও প্রিয় নম্বর

রবি গ্রাহকগণ ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি (এফএনএফ) সেবাটি ব্যবহার করে নির্বাচিত কিছু নম্বরে স্বল্প খরচে কথা বলতে পারেন; আর প্রিয় (পার্টনার)নম্বরে থাকবে আরো বেশি সুবিধা। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার এফএনএফ ও প্রিয় নম্বর নির্বাচণ করে চমৎকার মূল্যছাড় ও সুযোগ-সুবিধা পেতে পারেন।
 

আপনি যেভাবে এফএনএফ ও প্রিয় নম্বর নির্ধারণ করবেন:

১. *১৪০# ডায়াল করে এফএনএফ ও প্রিয় নম্বর নির্বাচণ করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
২. ৮টি এফএনএফ নম্বর চালু করার জন্য নিচের নির্দেশনা অনুযায়ী ম্যাসেজ লিখে ৮৩৬৩ নম্বরে পাঠিয়ে দিন।
যা করতে চান    এসএমএস ফরম্যাটউদাহরণ
এফএনএফ নম্বর যোগ করুন A লিখে এফএনএফ নম্বর লিখুন A ০১৮X X X X X X X X  ০১৭ X X X X X X X X  ০১৯ X X X X X X X X
প্রিয় নম্বর যোগ করুন P লিখে প্রিয় পার্টনার নম্বর লিখুন P ০১৮X X X X X X X X 
এফএনএফ এবং প্রিয় নম্বর মুছেফেলুন D লিখে নম্বর লিখুন D ০১৮ X X X X X X X X
এফএনএফ এবং প্রিয় নম্বর জানুন F F
সমগ্র প্রক্রিয়া সম্বন্ধে জানুন H H

দ্রষ্টব্য:

- একটি এসএমএস ক’রে সর্বোচ্চ ৩টি এফএনএফ নম্বর যোগ করা যাবে।
- একটি এসএমএস ক’রে কেবল ১টি প্রিয় নম্বর যোগ করা যাবে।
- একটি এসএমএস ক’রে এফএনএফ ও প্রিয় নম্বর তালিকা থেকে কেবল ১টি নম্বর মুছে ফেলা যাবে।
- ১৫ দিন পর যেকোন এফএনএফ এবং প্রিয় নম্বর পরিবর্তন করা যাবে।
- এসএমএস চার্জ প্রযোজ্য হবে।
 

No comments: