
জিপি সবসময় তার গ্রাহকদের আনন্দিত রাখার চেষ্টা করে আসছে। এই বিষয়টি মাথায় রেখে, গ্রামীণফোন ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়ে এসেছে একটি সুযোগ।
এই সুবিধা পেতে হলে যেকোন জিপি গ্রাহককে শুধুমাত্র বাংলাদেশ টিমের খেলা চলাকালে ২০ টাকার বেশি কথা বলতে হবে এবং টার্গেট পূরণ সাপেক্ষে গ্রাহকগণ মুশফিক ও নাসিরের মোট রানের সমপরিমাণ বোনাস পাবেন।
প্রযোজ্য – শুধুমাত্র এশিয়া কাপের বাংলাদেশ ম্যাচের জন্যরেজিস্ট্রেশন প্রক্রিয়া - রেজিস্ট্রেশন করতে *999*1# ডায়াল করতে হবে
যাদের জন্য প্রযোজ্য – সকল প্রিপেইড গ্রাহকদের (বিপিও, এমপ্লোয়ি এবং ERS ব্যতীত) জন্য প্রযোজ্য
বোনাসের মেয়াদ - বোনাসের মেয়াদ ১ দিন এবং শুধুমাত্র জিপি-জিপি এর ক্ষেত্রে প্রযোজ্য
বোনাস টকটাইমের ব্যালেন্স এবং মেয়াদ চেক - ডায়াল করুন *566*9#
ইন্টারনেট ব্যালেন্স চেক - ডায়াল করুন *566*10#
এসএমএস-এর ব্যালেন্স এবং মেয়াদ চেক - ডায়াল করুন *566*2#.
অন্যান্য শর্তাবলী -
- এই অফারে জিপি গ্রাহকগণকে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচ চলাকালে যেকোনো লোকাল নম্বরে কমপক্ষে ২০ টাকার কথা বলতে হবে এবং টার্গেট পূরণ সাপেক্ষে গ্রাহকগণ মুশফিক ও নাসিরের মোট রানের সমপরিমাণ বোনাস পাবেন
- যে সকল গ্রাহক ২০ টাকার টার্গেট পূরণ করবেন, তাদের প্রত্যেকে ২০ MB ডাটা পাবেন, রান যতই হোক না কেনো
- প্রতিটি সফল প্রচেষ্টার পর ৭২ ঘণ্টার মধ্যে বোনাস টকটাইম, এসএমএস এবং ইন্টারনেট এমবি প্রদান করা হবে
- ইন্টারন্যাশনাল কল, IVR কল ( যেমনঃ 121, 4000,প্রভৃতি), সুপার এফএনএফ, পে ফর মি, ভয়েস এসএমএস, ভয়েস ইমেইল, মাই জোন এবং বোনাস/টকটাইম, বান্ডল অফারের সুবিধা, অথবা অন্য কোনো চলতি ক্যাম্পেইনের সুবিধা টার্গেট টকটাইমের সাথে অন্তর্ভুক্ত হবেনা
- প্রথম ৩০ রানের জন্য গ্রাহকগণ জিপি-জিপি ৩০ টাকার টকটাইম পাবেন
- ৩০ রানের প্রতিটি অতিরিক্ত রানের জন্য গ্রাহকগণ ১টি এসএমএস পাবেন
- বোনাস টক টাইম সর্বোচ্চ ৩০ টাকার সমপরিমাণ হবে, রান যতই হোক না কেনো
- সকল প্রিপেইড গ্রাহকগণ টার্গেটের আওতায় থাকবেন (বিপিও, এমপ্লোয়ি এবং ERS ব্যতীত)
- বোনাসের মেয়াদ ১ দিন এবং শুধুমাত্র জিপি-জিপি’র ক্ষেত্রে প্রযোজ্য
- টকটাইম বোনাস জিপি-জিপি নম্বরে সকাল ৯টা থেকে ৫টার মধ্যে
- টকটাইম বোনাস ৬০ পয়সা/ মিনিট কল অথবা কম কল রেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়
No comments:
Post a Comment