Monday, March 24, 2014

অব্যবহৃত বাংলালায়ন মডেমের মালিকানা পরিবর্তন

অব্যবহৃত বাংলালায়ন মডেমের মালিকানা পরিবর্তন করা এখন একদম সহজ! আপনার কাছে বাংলালায়নের অব্যবহৃত মডেম থাকলে, সেটি নিয়ে সশরীরে চলে আসুন নিকটস্থ বাংলালায়ন ডিলার পয়েন্টে। আর বিনামূল্যে মালিকানা পরিবর্তন করে নিন আপনার কিংবা আপনার মনোনীতের নামে।
বাংলালায়নের নিজস্ব কাস্টমার কেয়ার সেন্টারের পাশাপাশি আপনার কাছের ডিলার পয়েন্টে থেকেও মালিকানা পরিবর্তন করতে পারবেন। এ জন্য সঙ্গে আনবেন দুই কপি ছবি ও আইডি কার্ডের ফটোকপি।

No comments: