Monday, March 10, 2014

রবি দামাল সামাল ২২


দামাল সামাল প্যাকেজে ১৩টি সুপার এফএনএফ নম্বরে কথা বলুন ৪.১৭পয়সা/১০সে. ও ১০পয়সা/১০সে. রেটে।

 
Damal Samal (Bangla) revised 2 white
২টি রবি 'প্রিয়' নাম্বার : কথা বলুন ৪.১৭ পয়সা/১০ সেকেন্ড রেট-এ।
১১টি অন্যান্য অপারেটর-এর সুপার এফএনএফ নাম্বার : কথা বলুন ১০ পয়সা/১০ সেকেন্ড রেট-এ।

 

১৩টি সুপার এফএনএফ কলরেট

দামাল সামাল প্যাকেজে মাইগ্রেট করার পর ২২ টাকা রিচার্জ অফার
- ২টি রবি সুপার এফএনএফ ও ১১টি অন্য অপারেটরে সুপার এফএনএফ নম্বর
- ২টি রবি সুপার এফএনএফ নম্বরে ৪.১৭পয়সা/১০সে. ২৪ ঘণ্টা
- ১১টি অন্য অপারেটর সুপার এফএনএফ নম্বরে ১০ পয়সা/১০ সে. ২৪ ঘণ্টা
- রবি সুপার এফএনএফ ও অন্য অপারেটর সুপার এফএনএফ টারিফের মেয়াদ থাকবে রিচার্জের দিন থেকে ১১ দিন পর্যন্ত

সাধারণ কল রেট ও নম্বরঃ 

- যেকোনো লোকাল নম্বরে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৫ পয়সা/ ১০ সেকেন্ড
- যেকোনো লোকাল নম্বরে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ২৫পয়সা/ ১০ সেকেন্ড
- যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা ২৫পয়সা/এসএমএস
- ৫০ পয়সা/এমবি ইন্টারনেট (মাইগ্রেসনের পর ৭২ ঘণ্টার মধ্যে চালু হবে)
- “রবি সবজান্তা” অফারে ফ্রী ইন্টারনেট সার্চ (মাইগ্রেসনের পর ৪৮ ঘণ্টার মধ্যে চালু হবে)। সার্চের জন্য *২১২৬৮# ডায়াল করুন।

No comments: