Wednesday, March 12, 2014

য়ারটেল নিয়ে এলো এক অভাবনীয় ক্যাম্পেইন

এয়ারটেল নিয়ে এলো এক অভাবনীয় ক্যাম্পেইন, যেখানে আপানি পাচ্ছেন প্রতি ১ টাকা অন-নেট ব্যবহারে ১ টাকা ক্যাশব্যাক।

বৈশিষ্ট্য
১. গ্রাহকরা Start<স্পেস>B লিখে 42222 এ এসএমএস করে (ফ্রি) এই ক্যাম্পেইনে রেজিস্টার করতে পারবেন
২. গ্রাহকরা ২৬ টাকা রিচার্জ করেও এই ক্যাম্পেইনে রেজিস্টার করতে পারবেন।
৩. এই ক্যাম্পেইন এ রেজিস্টারকৃত গ্রাহকরা প্রধান অ্যাকাউন্ট থেকে ১ টাকা (ভ্যাট ব্যাতিত) অন-নেট ভয়েস ব্যবহার করলে তাৎক্ষনিক ১ টাকা অন-নেট ভয়েস বোনাস পাবেন।
৪. ৩০ পয়সা এর চেয়ে বেশি রেটের  অন-নেট ভয়েস ব্যবহার, বোনাসের জন্য প্রযোজ্য হবে।
৫. গ্রাহকরা দিনে ৫ টাকা পর্যন্ত বোনাস পাবে।
৬. বোনাস চেক করার কোড: * 778 * 30 # বিনামূল্যে
৭. বোনাসের মেয়াদ ১ দিন
৮. বোনাস টক-টাইম ৩৬ পয়সা/মি এর বেশি রেটের ভয়েস কলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে
৯. রেজিস্টার্ড গ্রাহকরা ক্যাম্পেইন এর মেয়াদ পর্যন্ত কোন দৈনিক ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন না
১০. গ্রাহকরা  Stop<স্পেস>B লিখে 41111 এসএমএস করে (ফ্রি) এই ক্যাম্পেইনটি  আনসাবস্ক্রাইব  করতে পারবেন ।

No comments: