Addict son kills’ 90-yr-old father for money
Shocking indeed! A nonagenarian man was
hacked to death allegedly by his son, said to be an addict, as he
refused to give money at Gubindo Das Lane under Bangshal police station
in Old Dhaka on Tuesday, UNB reported.
The victim was identified as Md Rezaul Islam, 90, a resident of 8/1 Gubindo Das Lane.
Quoting locals, police said victim’s drug addicted son Mamun, 40, used to demand money from him for buying drugs.
‘As other days, Mamun demanded money from his father this noon, too. Refused, Mamun locked into an altercation with his father,’ said inspector (Investigation) Hasan of Bangshal police station.
At one stage, Mamun hacked his father indiscriminately with a sharp weapon and fled the scene, leaving Rezaul dead on the spot, inspector Hasan said.
He suspected that it might be a planned killing as Mamun sent his family, including his wife and children, out of their home to somewhere else before the murder.
The body was sent to Mitford Hospital for autopsy.
The victim was identified as Md Rezaul Islam, 90, a resident of 8/1 Gubindo Das Lane.
Quoting locals, police said victim’s drug addicted son Mamun, 40, used to demand money from him for buying drugs.
‘As other days, Mamun demanded money from his father this noon, too. Refused, Mamun locked into an altercation with his father,’ said inspector (Investigation) Hasan of Bangshal police station.
At one stage, Mamun hacked his father indiscriminately with a sharp weapon and fled the scene, leaving Rezaul dead on the spot, inspector Hasan said.
He suspected that it might be a planned killing as Mamun sent his family, including his wife and children, out of their home to somewhere else before the murder.
The body was sent to Mitford Hospital for autopsy.
uropean parliament concerned over rigging in UZ polls
The visiting European Union parliament
delegation on Tuesday voiced concern over the allegations of ballot
stuffing and widespread violence in the ongoing upazila council
elections.
The four-member delegation led by Jean Lambert during a meeting with election commissioner Abdul Mobarak also urged the commission to investigate into the allegations and take actions against the offenders.
Mobarak is now in charge of the office of the chief election commissioner in the absence of Kazi Rakibuddin Ahmad.
‘We have discussed issues raised around the local government elections in terms of the number of allegations relating to violence and ballot rigging,’ Lambert told reporters after the meeting.
She said, ‘We have the commitment that the EC will look into the allegations and the allegations will be fully investigated.’
The delegation leader said, ‘This is very important for us as the European Parliament is supporting the EC through its various projects so that people of Bangladesh can feel that their votes are valid.’
A woman in tears holding the ID card of a loved one who died in the Rana Plaza disaster last year. Families of the victims of Rana Plaza and Tazreen Fashions disasters yesterday formed a human chain in front of the Jatiya Press Club demanding foreign buyers force the two garment factories to pay compensation to the victims. The four-member delegation led by Jean Lambert during a meeting with election commissioner Abdul Mobarak also urged the commission to investigate into the allegations and take actions against the offenders.
Mobarak is now in charge of the office of the chief election commissioner in the absence of Kazi Rakibuddin Ahmad.
‘We have discussed issues raised around the local government elections in terms of the number of allegations relating to violence and ballot rigging,’ Lambert told reporters after the meeting.
She said, ‘We have the commitment that the EC will look into the allegations and the allegations will be fully investigated.’
The delegation leader said, ‘This is very important for us as the European Parliament is supporting the EC through its various projects so that people of Bangladesh can feel that their votes are valid.’
ঘন্টায় ৯শ’ রুটি!

মাগুরা জেলার ছোট্ট একটি উপজেলার সবার কাছে পরিচিত একজন ব্যক্তির কাছে এটি আর কোনো সমস্যাই না। মাত্র এক ঘন্টায় ৯শ’ গোল রুটি নিমিষেই তৈরি করার একটি কাঠের যন্ত্র আবিষ্কার করেন এই ব্যক্তিটি। এবং সেই রুটিগুলো সত্যিই পরিস্কার মেঘমুক্ত আকাশে পূর্ণ চাঁদের মত গোলাকার হয়।
চল্লিশ বছর বয়সী হুমায়ুন কবির এই যন্ত্রটি তৈরি করেছেন, যিনি ঢাকার শেখ বোরহানুদ্দীন কলেজ থেকে স্নাতক পাশ করেন। তার একমাত্র মেয়ে লাইবাহ হওয়ার পরে তিনি রুটি তৈরিকারক হিসেবে পরিচিতি লাভ করেন।
যন্ত্রটি ভাঁজ করা যায় এমন দুইটি কাঠের তক্তা দিয়ে তৈরি, একটিতে লিভার এবং আরেকটিতে প্লাস্টিকের চাদর বিছানো থাকে।
তথ্য প্রযুক্তিতে স্বশিক্ষিত পেশাদার কবির বলেন, আপনি মাত্র ২ সেকেন্ডে একটি রুটি তৈরি করে ফেলবেন। তক্তার মাঝে শুধু মাখানো ময়দার তালটি রাখবেন, লিভারটিকে চাপ দেবেন এবং দেখবেন খুব সুন্দর একটি আকৃতির রুটি তৈরি হয়ে গেছে।
তিনি বলেন, যন্ত্রটির ভেতরে রুটি কাটার পর অবশিষ্ট ময়দার ছাঁচটি ধরার জন্য একটি প্লাস্টিকের প্লেট যুক্ত থাকে।
শালিখা উপজেলার বুনাগাটি গ্রামের নিজ বাসস্থানে বাণিজ্যিকভাবে এই রুটি তৈরির জন্য তিনি একটি কারখানা স্থাপন করেছেন।
কবির বলেন, এটি শুধু মানুষের সময়ই বাঁচায় না এর ফলে দেশের বেকারদের একটি কর্মসংস্থান করে দেবে বলে আশা করা যায়।
তিনি বলেন, অনেক ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ভিন্ন কোনো কিছু তৈরি করা। যদিও তিনি সাধারণ বিভাগে পড়াশোনা করেন তারপরও বিজ্ঞানের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন।
কবির যখন লক্ষ্য করলেন যে বিশেষ করে মহিলাদের জন্য একই সাথে অনেকগুলো রুটি বানানো বেশ কষ্টসাধ্য তখনই তিনি এমন একটি যন্ত্র বানানোর সিদ্ধান্ত নিলেন।
কবির বলেন, ২০১১ সালে তিন মাসের মাঝে প্রথমে একটি মডেল হিসেবে আবিষ্কার করি। শেষ পর্যন্ত এটি লাইবাহ রুটি তৈরির যন্ত্র হিসেবে পরিচিতি লাভ করে।
সুখবর হলো খুবই সাশ্রয়ী মূল্যে এখন যন্ত্রটি পাওয়া যাচ্ছে। কবির বর্তমানে তিন ধরনের রুটি তৈরির যন্ত্র উৎপাদন করছেন এবং সেগুলো মাত্র ২৮৫০ টাকা, ৫০০০টাকা এবং ৬০০০ টাকায় বিক্রি করেন।
গমের রুটি, সবজির রুটি, ভারতের মাখন রুটি, পনিরের রুটি, ডিমের পরোটা, গোবি পরোটা, লুচি এবং ফুচকাসহ বিভিন্ন ধরনের রুটি এতে তৈরি করা যায়।
কবিরের কারখানাতে বর্তমানে ১৩ জন কর্মী রয়েছেন যারা মাসে ৩০ টি যন্ত্র তৈরি করেন যা বাড়তি চাহদার পরিপূরক নয়।
বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ দেশের বাইরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদিআরব, মালোয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত এবং ভুটানের অনেক অংশ থেকেই তার এই রুটি তৈরির যন্ত্রের অর্ডার পাওয়া যাচ্ছে বলে কবির জানান।
কবির তার আবিষ্কারের এত চাহিদা সত্ত্বেও তহবিল সংকটের কারণে বেশি উৎপাদন করতে পারছেন না।
তিনি বলেন, আমি যদি কিছু আর্থিক সহযোগিতা পেতাম তবে আমার বিশ্বাস ব্যবসাটাকে অনেকখানি এগিয়ে নিতে পারতাম।
No comments:
Post a Comment