Saturday, March 8, 2014

৫০টি এস.এম.এস ফ্রি!

 


গ্রামীণফোন তার সকল গ্রাহকদের জন্য নিয়ে এল এক দারুণ অফার! এখন থেকে জিপি এ্যাপ এবং ই-কেয়ারের মাধ্যমে শুধুমাত্র সহজে সার্ভিস চালু করাই নয়, সাথে থাকছে ৫০ টি ফ্রি এসএমএস পাবারও সুযোগ। তিন দিন মেয়াদের এই ফ্রি এসএমএস এর অফারটি শুরু হবে ৪ই মার্চ থেকে এবং চলবে ৮ই মার্চ’ ১৪ পর্যন্ত। তাই সময়ক্ষেপন না করে উপভোগ করুন দারুণ এই অফারটি।
ই-কেয়ার ব্যবহারকারী গ্রাহকণগ ৮ইমার্চের মধ্যে ই-কেয়ারে https://webserv.grameenphone.com/ecare/faces/Index.jsp লগ-ইন করে এ্যাকটিভ করুন ইন্টারনেট/ওয়েলকাম টিউন/কল ব্লক/মিসড কল এলার্ট/মিউজিক রেডিও এর মধ্যে যে কোন একটি সার্ভিস আর উপভোগ করুন দারুণ এই অফার।
জিপি এ্যাপ ব্যবহারকারী গ্রাহকগণ ৮ইমার্চের মধ্যে যে কোন ইন্টারনেট প্যাকেজ এ্যাকটিভ করেও অফারটি উপভোগ করতে পারেন।

শর্তাবলী:

  • গ্রাহক *566*2# নম্বরে এ ডায়াল করে বোনাস ব্যালেন্স দেখতে পাবে।
  • বোনাস এসএমএস শুধুমাত্র জিপি-জিপি নম্বরে ব্যবহার করা যাবে।
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে একটি নম্বর থেকে কেবল একবারই অফারটি নেয়া যাবে
  • বোনাস এসএমএস ব্যবহার করার মেয়াদ তিনদিন

No comments: