Tuesday, March 25, 2014

আগামী ৩ এপ্রিল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো’

আগামী ৩ এপ্রিল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো’ এর দ্বিতীয় আসর। তিন দিনের এ মেলায় ১০টি প্যাভিলিয়ন ও আটটি স্টলে প্রদর্শিত হবে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট।
প্রদর্শনীর পাশাপাশি অ্যাপ্লিকেশন জোনে ৫টি স্টলে অ্যাপ্লিকেশন নির্মাতারা তাদের অ্যাপ্লিকেশন প্রদর্শন করবেন বলে জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট গ্যাজেট পরখ করে দেখতে ...ও কিনতে পারবেন। থাকবে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার।
প্রযুক্তি পণ্য ও অ্যাপ্লিকেশন প্রদর্শনের পাশপাশি চারটি সেমিনার ও একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
‘মোবাইল অ্যাপস: অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ’,
‘মোবাইল ওয়ালেট : দ্য স্মার্ট ব্যাংকিং’, ‘মাই ডিভাইস, সিকিউরড ডিভাইস’ ও
‘ট্রান্সফরমেশন অব দ্য গ্যাজেট : হোয়াট দ্য নেক্সট ?’
শীর্ষক সেমিনার হবে।
এছাড়া কিভাবে মোবাইল অ্যাপ ডেভেলপার হওয়া যায় সে বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। গতবারের মতো এবারও মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে।
See more

No comments: