Wednesday, March 12, 2014

গ্রামীণ মাই জোন


GP My Zone Service

হ্যান্ডসেটের সেল ইনফো ডিসপ্লে চালু করার জন্য:

Cell Info Display activation process

মাই জোনে রেজিস্টার করার জন্য নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করুন:

  • ইউএসএসডি: ডায়াল করুন *666*1#
    My Zone Activation process through USSD
  • এসএমএস: টাইপ করে পাঠিয়ে দিন 666 নম্বরে
    My Zone Activation process through SMS

শর্তাবলী:

  • এই অফার শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
  • গ্রাহকরা হ্যান্ডসেটের সেল ইনফো ডিসপ্লে চালু করার পর মোবাইল স্ক্রিনে ডিসকাউন্ট রেট দেখতে পারবেন।
  • সার্ভিসটি বন্ধ করার জন্য গ্রাহক যেকোন সময় *666*9# ডায়াল করে অথবা 9 টাইপ করে 6666 নম্বরে এসএমএস পাঠিয়ে দিয়ে ডি-রেজিস্টার করতে পারেন।
  • নতুন অফার হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মাই জোন সার্ভিসের কোন সাবস্ক্রিপশন ফি নেই।
  • নতুন অফার হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ইউএসএসডি ডায়ালিং-এর মাধ্যমে রেজিস্টার/ডি-রেজিস্টার করার জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না।
  • এসএমএস-এর মাধ্যমে রেজিস্টার-ডি-রেজিস্টার করার জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না
  • মাই জোনে রেজিস্টার করার পর গ্রাহক, F&F নম্বর, অফ-নেট ট্যারিফ এবং অন্যান্য সার্ভিস অপরিবর্তিত থাকবে।
  • রেজিস্ট্রেশন বাতিল করে দেয়ার পর আবার আগের ট্যারিফ প্রযোজ্য হবে।
  • মাই জোনে সাবস্ক্রিপশন করা গ্রাহকরা অন্য কোন স্পেশাল অফার বা ক্যাম্পেইন উপভোগ করতে পারবেন না।
  • মাই জোনে সাবস্ক্রিপশন করা গ্রাহকরা প্রতি ঘন্টায় ভিন্ন ডিসকাউন্ট রেটে কথা বলতে পারবেন।
  • মাই জোনের আওতায় গ্রাহকরা সর্বনিম্ন ২৫ পয়সা/মিনিট রেট উপভোগ করতে পারবেন।
  • মাই জোন গ্রাহকরা একটি বিশেষ ডিসকাউন্ট রেটে ফোনালাপ শুরু করার পর যতক্ষণ এই আলাপ চলবে, ততক্ষণ এই রেটেই কথা বলবেন; আলাপের মাঝে সময় পাল্টে গেলেও ডিসকাউন্ট রেট কথা চলাকালীন সময়ে অপরিবর্তিত থাকবে।
  • থিজি কাভারেজ-এ থাকা গ্রাহকগণ মাই জোন অফার এ্যাক্টিভেট করতে পারবেন না।
  • Customers in 3G network will not be able to avail the My Zone offer
  • সব ট্যারিফের ক্ষেত্রে ১৫% VAT প্রযোজ্য হবে।

No comments: