Monday, March 10, 2014

রবি জয় উত্‍সব সুপার প্যাক


আপনার প্রিয় নম্বরে ৪.১৭ পয়সা/১০ সেকেন্ড এবং যে কোন লোকাল নম্বরে ১০ পয়সা/১০ সেকেন্ড উপভোগ করুন ২৪ ঘন্টায়ই

 

Joy 21(Bangla)
সুপার সাশ্রয়ী কল রেট : আপনার প্রিয় নম্বরে ৪.১৭ পয়সা/১০ সেকেন্ড এবং ৭০ লক্ষ অন্যান্য অপারেটর নম্বরে ১০ পয়সা/১০ সেকেন্ড।


চালুকরণ বোনাস

ক. আপনার জয় উত্‍সব প্রিপেইড সংযোগ প্রথমবার অথবা পুনরায় চলুকরণের সময় যে কোন উদ্দেশ্যে ব্যবহারের জন্যে ১১ টাকা সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যালান্স চেক করার জন্য *২২২# ডায়াল করুন; মেয়াদ ৬০ দিন।
খ. ১২১ এমবি ইন্টারনেট, ব্যালান্স চেক করুন *৮৪৪৪*৮৮# ডায়াল করে। মেয়াদ ১০ দিন।
গ. ১২১ এসএমএস যে কোনও লোকাল নম্বরে, ব্যালান্স চেক করুন *২২২*১২# ডায়াল করে। মেয়াদ ১০ দিন।
ঘ. ১২১ এমএমএস, ব্যালান্স চেক করুন *২২২*১৩# ডায়াল করে। মেয়াদ ১০ দিন।

২১ টাকা রিচার্জে সুপার সুবিধা 

প্রতিবার ২১ টাকা রিচার্জের সময় নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করুন!
 
ক. সুপার রেট:
- ২৪ ঘন্টায়ই রবি প্রিয় নম্বরে ৪.১৭ পয়সা/১০ সেকেন্ড; মেয়াদ ১০ দিন।
- ২৪ ঘন্টায়ই যে কোন লোকাল নম্বরে ১০ পয়সা/১০ সেকেন্ড; মেয়াদ ১০ দিন।
- ২৪ ঘন্টায়ই যে কোন লোকাল নম্বরে এসএমএস চার্জ ২১ পয়সা; মেয়াদ ১০ দিন।
খ. রিচার্জ বোনাস:
- ২১ রবি-রবি মিনিট। চেক করতে ডায়াল করুন *২২২*৩#; ব্যবহার সময়: ০০:০০:০০ ঘন্টা থেকে ১৬:৫৯:৫৯ ঘন্টা; এবং মেয়াদ ২ দিন।
- যে কোন অপারেটরের জন্যে ২১টি এসএমএস। চেক করতে ডায়াল করুন *২২২*১২#; মেয়াদ ২ দিন।
- যে কোন অপারেটরের জন্যে ২১টি এমএমএস। চেক করতে ডায়াল করুন *২২২*১৩#; মেয়াদ ২ দিন।
- ২১ এমবি ইন্টারনেট। চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#; মেয়াদ ২ দিন।
 
গ. অফারটি কেবল জয় উত্‍সব ডিফল্ট প্যাক ও জয় উত্‍সব অফনেট প্যাক জন্যে প্রযোজ্য।
ঘ. ২১ টাকা রিচার্জের পর গ্রাহক তার মূল এ্যাকাউন্টে ২১ টাকা পাবেন, যা যে কোন কাজে ব্যবহার করা যাবে।
ঙ. ২১ টাকা রিচার্জের আগেই গ্রাহককে তার প্রিয় নম্বর (সুপার এফএনএফ নম্বর) যোগ করতে হবে।
চ. অন্য কোন প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহককে সুপার রেট পেতে হলে আবার ২১ টাকা রিচার্জ করতে হবে।

আপনার কল রেট বেছে নিন

আপনি যখনই চান আপনার কল রেট পরিবর্তন করুন! সকল জয় উত্‍সব গ্রাহক অফ-নেট প্যাক-এ মাইগ্রেট করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আরও সাশ্রয়ী অফ-নেট কল!
 
জয় উত্‍সব ডিফল্ট প্যাক:
ক. যে কোন লোকাল নম্বরে ২৪ ঘন্টায়ই ১৪ পয়সা/১০ সেকেন্ড।
খ. যে কোন লোকাল নম্বরে ৫০ পয়সা/এসএমএস।
গ. নতুন সিম চালু করার পরে গ্রাহক এসব সুবিধা পাবেন।
ঘ. আন্তর্জাতিক কলের ক্ষেত্রে আন্তর্জাতিক চার্জ প্রযোজ্য হবে।
জয় উত্‍সব অফনেট প্যাক:
a. প্রায় ৭ কোটি নম্বরে ২৪ ঘন্টায়ই ১০ পয়সা/১০ সেকেন্ড।
খ. রবি-রবি নম্বরে ২৪ ঘন্টায়ই ২০ পয়সা/১০ সেকেন্ড।
গ. যে কোন লোকাল নম্বরে ৫০ পয়সা/এসএমএস।
 
প্যাকেজ পরিবর্তন:
ক.জয় উত্‍সব ডিফল্ট প্যাক থেকে জয় উত্‍সব অফনেট প্যাকে মাইগ্রেশন করতে *৮৯৯৯*২২# ডায়াল করুন।
খ.জয় উত্‍সব অফনেট প্যাক থেকে জয় উত্‍সব ডিফল্ট প্যাকে মাইগ্রেশন করতে *৮৯৯৯*২৩# ডায়াল করুন।

ভিডিও কল

ক. ২০ পয়সা/ ১০ সেকেন্ডে, যে কোনও লোকাল নম্বরে।
খ. ভিডিও কল করার জন্য গ্রাহককে আগে রবি ৩.৫জি সেবায় নিবন্ধন থাকতে হবে।
গ. ভিডিও কল করার জন্য গ্রাহককে নিশ্চিত থাকতে হবে যে উভয় পক্ষের-ই  ৩.৫জি রেডি হ্যান্ডসেট আছে, এবং উভয় পক্ষ ৩.৫জি নেটওয়ার্কের আওতায় আছেন।

No comments: