জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারে ট্রেইলারের টোল হবে এক হাজার টাকা, ভারী ট্রাক ৮০০, মাঝারি ট্রাক ৪০০, বড় বাস ৩৬০, ছোট ট্রাক ৩০০, মিনিবাস ২০০, কৃষিকাজে ব্যবহৃত যানবাহন (ট্রাক্টর, পাওয়ার টিলার) ২৪০, মাইক্রোবাস ও পিকআপ ১৬০, ব্যক্তিগত গাড়ি ১০০, অটোরিকশা ৪০, মোটরসাইকেল ২০ এবং রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির ১০ টাকা।
ভিত্তি টোল জেলা সড়কে ১০০, আঞ্চলিক মহাসড়কে ২০০, জাতীয় মহাসড়কে ৩০০ টাকা এবং জাতীয় গুরুত্বপূর্ণ মহাসড়কে ৪০০ টাকা। ‘ভিত্তি টোল’ প্রকারান্তরে মাপকাঠি হিসেবে বিবেচিত হবে। য...েমন গুরুত্বপূর্ণ মহাসড়কের ভিত্তি টোল ৪০০ টাকা- যা মাঝারি ট্রাককে গুনতে হবে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মহাসড়কে বড় বাসের টোল হবে ভিত্তি টোলের ৯০ শতাংশ-৩৬০ টাকা, মিনি ট্রাক ৭৫ শতাংশ তথা ৩০০ টাকা এবং মাইক্রোবাস ৪০ শতাংশ তথা ১৬০ টাকা। একইভাবে ভারী ট্রাককে দিতে হবে ভিত্তি টোলের দ্বিগুণ, অর্থাৎ ৮০০ টাকা। আর ট্রেইলারের ক্ষেত্রে টোল হবে এক হাজার টাকা। আর জাতীয় মহাসড়ক ব্যবহারে টোলের হার হবে উপরে লিখিত পরিমাণের চার ভাগের তিন ভাগ, আঞ্চলিক মহাসড়কের ক্ষেত্রে অর্ধেক ও জেলা সড়কের ক্ষেত্রে চার ভাগের এক ভাগ। তবে সরকার চাইলে যেকোনো সড়ককে জাতীয় গুরুত্বপূর্ণ ঘোষণা করে সর্বোচ্চ হারে টোল আরোপ করতে পারবে।
No comments:
Post a Comment