হ্যান্ডসেটে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহকরা
গ্রামীণফোনের যেকোন ইন্টারনেট প্যাকেজ (যেমন P1, P2, P5) ব্যবহার করতে
পারেন। অ্যাক্টভেশন, ডিঅ্যাক্টিভেশন ও 5000 নম্বরে এসএমএস পাঠিয়ে
ব্যবহারের পরিমাণ জানার জন্য কোন এসএমএস চার্জ প্রযোজ্য হবে না।
ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ব্রাউজিং-এর জন্য গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ
গ্রামীণফোনের যেকোন ইন্টারনেট প্যাকেজের মাধ্যমে আপনি
সহজেই ইন্টারনেটে সংযুক্ত থাকতে পারেন। বিভিন্ন গ্রাহকের চাহিদার ওপর
ভিত্তি করে গ্রামীণফোনের বিভিন্ন প্যাকেজ আছে। প্রয়োজন অনুযায়ী যেকোন
একটি বেছে নিন:
-
প্যাকেজ ২ (P2) (৫ জিবি ব্যবহারের পর এফইউপি চালু হবে) ৩০ দিনের সময়সীমা সহ বেশি পরিমান ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যে ইন্টারনেট প্যাকেজ ২, ব্যবহার করুন প্রতি মাসে মাত্র ৮৫০ টাকায় (+ VAT)। প্যাকেজ ২-এ (P2) সাবস্ক্রাইব করার জন্য P2 টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*2*1# নির্দেশনা অনুসরণ করুন। এই প্যাকেজটি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।প্রিপেইড: আপনি P2 প্যাকেজে সাবস্ক্রাইব করার পর অটো-রিনিউয়াল ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। কিন্তু সফল অ্যাক্টিভেশনের জন্য অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা (৮৫০ টাকা + VAT) থাকতে হবে। যথেষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকলে P2 প্যাকেজটি বন্ধ হয়ে যাবে (প্রিপেইডের ক্ষেত্রে)। ব্যালেন্স রিচার্জ করার পর আপনি আবারো P2 অ্যাক্টিভেট করতে পারেন। আপনি যদি এই অটো-রিনিউয়াল না চান, তবে OFF টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে। সার্ভিসটি আবারো চালু করার জন্য ON টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে।পোস্টপেইড: আপনি P2 প্যাকেজে সাবস্ক্রাইব করার পর অটো-রিনিউয়াল ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। কিন্তু আপনি সার্ভিসটি পছন্দমতো চালু বা বন্ধ করতে পারবেন না। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কেউ P2 সাবস্ক্রিপশন বাতিল করেন, তবে মেয়াদের বাকী দিনগুলোর জন্য আপ-ফ্রন্ট চার্জিং প্রযোজ্য হবে। অতএব, কোনো গ্রাহক যদি P2 সাবস্ক্রিপশন বাতিল করতে চেয়ে অনুরোধ পাঠায়, তবে সিস্টেম প্রথমে ক্রেডিট লিমিট চেক করে দেখবে এবং সে অনুযায়ী বাকী দিনগুলোর জন্য চার্জ করবে। আর যদি পর্যাপ্ত ক্রেডিট লিমিট না থাকে, তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন বাতিল করার অনুরোধটি গ্রহণ করা হবে না।* ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য (৫ গিগাবাইটের পরে ) Fair Usage Policy অনুযায়ী, ৫ গিগাবাইট পরিমান ডাটা ব্যবহার করার পরে পরবর্তী নির্ধারিত সময়সীমার জন্যে স্পীড হবে ২৪ kbps। পরবর্তী বিল cycle এ অথবা নতুন করে P2 প্যাকেজ activate করলে আবার পূর্বের স্বাভাবিক স্পীড ফিরে আসবে। ব্যবহারের পরিমাণ নির্ধারিত ৫ জিবি পার হয়ে গেলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
-
প্যাকেজ ৩ (P3) (২ জিবি ব্যবহারের পর এফইউপি চালু হবে)৩০ দিনের সময়সীমাসহ রাতের বেলা বেশি পরিমাণে ব্যবহার করুন প্রতি মাসে মাত্র ২৫০ টাকায় (+ VAT)। এই প্যাকেজে সাবস্ক্রাইব করার জন্য P3 টাইপ করুন আর পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*3*1#. প্যাকেজটি প্রিপেইড ও পোস্টপেইড - দু ধরনের গ্রাহকই উপভোগ করতে পারবেন। এই প্যাকেজে আপনি ৩০ দিন মেয়াদসহ রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারেন। দিনের অন্যান্য সময়ে, অর্থাৎ সকাল ১০:০১ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ব্যবহারের ওপর ০.০১ টাকা / ১০কিলোবাইট (+ VAT) রেট প্রযোজ্য হবে। ৩০ দিন মেয়াদ শেষ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকলে P3 প্যাকেজটি স্বয়ংক্রিয়ভাবে আবারো চালু হয়ে যাবে (অটো রিনিউয়াল)। যথেষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকলে P3 প্যাকেজ বন্ধ হয়ে যাবে (প্রিপেইডের ক্ষেত্রে প্রযোজ্য) এবং ব্যালেন্স রিচার্জ করার পর আপনাকে আবারো P3 অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি অটো রিনিউ করতে না চান, তাহলে OFF টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে।নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কোন পোস্ট-পেইড গ্রাহক তার P3 সাবস্ক্রিপশন বাতিল করেন, তবে মেয়াদের বাকী দিনগুলোর জন্য আপ-ফ্রন্ট চার্জিং প্রযোজ্য হবে। অতএব, কোনো পোস্ট-পেইড গ্রাহক যদি P3 সাবস্ক্রিপশন বাতিল করতে চেয়ে অনুরোধ পাঠায়, তবে সিস্টেম প্রথমে ক্রেডিট লিমিট চেক করে দেখবে এবং সে অনুযায়ী বাকী দিনগুলোর জন্য চার্জ করবে। আর যদি পর্যাপ্ত ক্রেডিট লিমিট না থাকে, তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন বাতিল করার অনুরোধটি গ্রহণ করা হবে না।* ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য (২ গিগাবাইটের পরে ) Fair Usage Policy অনুযায়ী, ২ গিগাবাইট পরিমান ডাটা ব্যবহার করার পরে পরবর্তী নির্ধারিত সময়সীমার জন্যে স্পীড হবে ২৪ kbps। পরবর্তী বিল cycle এ অথবা নতুন করে P3 প্যাকেজ activate করলে আবার পূর্বের স্বাভাবিক স্পীড ফিরে আসবে। ব্যবহারের পরিমাণ নির্ধারিত ৫ জিবি পার হয়ে গেলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
-
প্রতিদিন ১৫০ এমবি প্যাকেজ (P4) শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্যাকেজে গ্রাহকরা প্রতিদিন রাত ১২টা থেকে পরদিন রাত ১১:৫৯ পর্যন্ত (১ দিন) ১৫০ মেগাবাইট পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবেন এবং দৈনিক চার্জ ৬০ টাকা (+ VAT)। ১৫০ এমবি শেষ হয়ে গেলে ০.০১ টাকা / ১০ কিলোবাইট রেটে প্রযোজ্য হবে। পরদিন রাত ১২টা থেকে P4 প্যাকেজ বন্ধ হয়ে যাবে এবং আপনাকে ইন্টারনেট ব্যবহারের জন্য আবারো যেকোন একটি প্যাকেজ অ্যাক্টিভেট করতে হবে। প্যাকেজ ৪-এ সাবস্ক্রাইব করার জন্য P4 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*4*1#, ব্যবহারের পরিমাণ নির্ধারিত ১৫০ এমবি-এর ৫০% এবং ৮০% পার হয়ে গেলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
-
৩ জিবি প্যাকেজ (P5)-এর মাধ্যমে আপনি প্রতি মাসে মাত্র ৭০০ টাকার (+VAT) বিনিময়ে ৩ জিবি পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে পারেন। প্যাকেজটির সময়সীমা অ্যাক্টিভেশনের সময় থেকে ৩০ দিন। ৩ জিবি ব্যবহারের পর থেকে পরবর্তী প্রতি ১০ কিলোবাইটের জন্য খরচ হবে ০.০১ টাকা (+VAT)। ৩০ দিনের সময়সীমা পার হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকলে P5 প্যাকেজটি স্বয়ংক্রিয়ভাবে আবারো চালু হয়ে যাবে (অটো রিনিউয়াল)। P5 প্যাকেজ অ্যাক্টিভেট করা সব গ্রাহকের জন্যই অটো রিনিউয়াল সুবিধাটি ডিফল্ট হিসেবে থাকবে। আপনি যদি অটো রিনিউ করতে না চান, তাহলে OFF টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে। অটো রিনিউয়ালের সময় যথেষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকলে P5 প্যাকেজটি বন্ধ হয়ে যাবে। ব্যালেন্স রিচার্জ করার পর আপনি আবারো P5 অ্যাক্টিভেট করতে পারেন। । P5-এ সাবস্ক্রাইব করার জন্য P5 টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*5*1# এবং নির্দেশনা অনুসরণ করুন। এই প্যাকেজ প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকের জন্য প্রযোজ্য। ব্যবহারের পরিমাণ নির্ধারিত ৩ জিবি-এর ৫০% এবং ৮০% পার হয়ে গেলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ব্যবহারের পরিমাণ জানার জন্য VIEW টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*60# । প্রিপেইড গ্রাহকরা সময়সীমা শেষ হওয়ার আগেই আবারো P5 অ্যাক্টিভেট করতে পারেন। অব্যবহৃত অবশিষ্ট ডাটা নতুন P5-এর ডাটার সাথে যোগ হয়ে যাবে।
-
১ জিবি প্যাকেজ (P6)-এর মাধ্যমে আপনি প্রতি মাসে মাত্র ৩০০ টাকার (+ VAT) বিনিময়ে ১ জিবি পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে পারেন। প্যাকেজটির সময়সীমা অ্যাক্টিভেশনের সময় থেকে ৩০ দিন। ১ জিবি ব্যবহারের পর থেকে পরবর্তী প্রতি ১০ কিলোবাইটের জন্য খরচ হবে ০.০১ টাকা (+ VAT)। ৩০ দিনের সময়সীমা পার হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকলে P6 প্যাকেজটি স্বয়ংক্রিয়ভাবে আবারো চালু হয়ে যাবে (অটো রিনিউইয়াল)। P6 প্যাকেজ অ্যাক্টিভেট করা সব গ্রাহকের জন্যই অটো রিনিউয়াল সুবিধাটি ডিফল্ট হিসেবে থাকবে। আপনি যদি অটো রিনিউ করতে না চান, তাহলে OFF টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে। অটো রিনিউয়ালের সময় যথেষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকলে P6 প্যাকেজটি বন্ধ হয়ে যাবে। ব্যালেন্স রিচার্জ করার পর আপনি আবারো P6 অ্যাক্টিভেট করতে পারেন। । P6-এ সাবস্ক্রাইব করার জন্য P6 টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*6*1# এবং নির্দেশনা অনুসরণ করুন। এই প্যাকেজ প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকের জন্য প্রযোজ্য। ব্যবহারের পরিমাণ নির্ধারিত ১ জিবি-এর ৫০% এবং ৮০% পার হয়ে গেলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ব্যবহারের পরিমাণ জানার জন্য VIEW টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*60# । প্রিপেইড গ্রাহকরা সময়সীমা শেষ হওয়ার আগেই আবারো P6 অ্যাক্টিভেট করতে পারেন। অব্যবহৃত অবশিষ্ট ডাটা নতুন P6-এর ডাটার সাথে যোগ হয়ে যাবে।
গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারের নিয়ম নীতি
- গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারের নিয়ম নীতি পি ডি এফ টি পড়তে এখানে ক্লিক করুন
- গ্রামীণফোন ইন্টারনেটের ফেয়ার ইউসেজ পলিসি পি ডি এফ টি পড়তে এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment