
গ্রামীণফোন এবার নিয়ে এলো দারুণ এক অফার! এই অফারের আওতায় বিভিন্ন ধরনের হ্যান্ডসেট থেকে, যেকোনো গ্রাহক তার পছন্দের হ্যান্ডসেট কিনতে পারবেন - Samsung Trend ১০,৯০০ টাকায়, Samsung Star pro ৮,৯০০ টাকায়, Symphony W66 ৫,৯৯০ টাকায়, NOKIA 208 ৫,৯০০ টাকায় এবং NOKIA Asha 501 মাত্র ৭,১০০ টাকায়। গ্রাহকগণ সঠিকভাবে টাগিং করে পাবেন ফ্রি ৫০০ MB ডাটা (১৫ দিন মেয়াদকালীন)। পরবর্তী ৫০০ MB ডাটা পাবেন মাত্র ১০০ টাকায় যার মেয়াদ ১৫ দিন (গ্রাহকরা এই অফার পাবেন সর্বোচ্চ ১০ বার)।
Customers will receive first 250MB data (512 kbps) at free of cost with 15 days validity after successful tagging. Customers will also be able to purchase 250 MB data at BDT 50 (+VAT) for 10 times within 3 months with the validity of 15 days for each purchase.
- গ্রামীণফোনের প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণ (পাবলিক ফোন,পল্লীফোন, বিপিও, বিজনেস সলিউশন প্রিপেইড ও পিসিও ব্যতীত) এই অফারের যেকোনো হ্যান্ডসেট ক্রয় করে এই ডাটা সুবিধা উপভোগ করতে পারবেন।
- অফারটি পেতে গ্রাহকদের তার নতুন কেনা স্মার্টফোন থেকে ৪৭২৪ -এ ফ্রি ডায়াল করতে হবে অথবা *#৪৭২৪# ডায়াল করতে হবে (চার্জ প্রযোজ্য নয়)।
- সঠিক ট্যাগিং এর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে গ্রাহকদের ৫০০ এমবি ডাটা (১৫ দিন মেয়াদকালীন) ফ্রি পাবেন। পরবর্তী প্রতিবার ৫০০ এমবি ডাটার জন্যে গ্রাহকদের একাউন্ট থেকে ১০০ টাকা করে কেটে নেওয়া হবে (ভ্যাট প্রযোজ্য)।
- ফ্রি ডাটা পাওয়ার ২৪ ঘন্টা পর থেকে গ্রাহকগণ ৫০০ এমবি ডাটা ১০০ টাকায় ক্রয় করতে পারবেন।
- এই অফারের আওতায় গ্রাহকদের ডাটা ক্রয় করতে মেসেজ অপশনে গিয়ে Y লিখে ৪৭২৪ নম্বরে পাঠাতে হবে (ফ্রি)। ডাটা ক্রয়ের পর গ্রাহকগণ নিশ্চিতকরণ SMS পাবেন।
- এই অফারের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ বার (৩ মাসের মধ্যে) এই সুবিধা পাবেন। প্রতিবার ডাটার মেয়াদ ১৫ দিন।
- যদি কোন গ্রাহক একাধিক নম্বর ট্যাগিং করে থাকেন তবে শুধুমাত্র প্রথম সঠিক ট্যাগিং নম্বরটিতেই এই অফারটি পাবেন।
- গ্রাহকগণ এই অফারের আওতায় ৫১২ কেবিপিএস গতির ডাটা সুবিধা পাবেন।
- 3G কভারেজভুক্ত এরিয়ার বাইরে গ্রাহক EDGE এর মাধ্যমে এই ডাটা সুবিধা পাবেন।
- যদি কোন গ্রাহক ৫১২ কেবিপিএস 3G ব্যবহারের সময় ৫০০ এম্বি (৫১২ কেবিপিএস) ডাটা ফ্রি পান তবে তার প্রাপ্ত ডাটা ভলিউম বর্তমান ডাটা ভলিউমের সাথে যুক্ত হবে।
- যদি কোন গ্রাহক বর্তমান 3G জিপি ইন্টারনেট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই অফারের ডাটা ভলিউমের মেয়াদ বর্তমান ডাটা ভলিউম এর মেয়াদ কম হলে সর্বোচ্চ মেয়াদটি গ্রহণযোগ্য হবে। এমতাবস্থায় ডাটা প্যাকটি বর্ধিত মেয়াদ শেষে অটো রিনিউ হবে।
- প্রিপেইড গ্রাহকগণ *৫০০*৬০# ডায়াল করে ব্যালেন্স ডাটা ভলিউম এবং *৫০০*৬১# ডায়াল করে ব্যবহৃত ডাটা ভলিউম চেক করতে পারবেন (ফ্রি)। পোস্টপেইড সংযোগের ক্ষেত্রে ডাটা ভলিউম চেক করতে VIEW লিখে ৪৭৭৭ নম্বরে SMS পাঠাতে হবে (চার্জ প্রযোজ্য নয়)।
- মেয়াদ শেষ করার পূর্বে ইন্টারনেট অফার বন্ধ করতে STOP লিখে ৫০০০ নম্বরে SMS পাঠাতে হবে (চার্জ প্রযোজ্য নয়)।
- যদি কোন গ্রাহকের আগে থেকে EDGE বা 3G হেভি প্যাক অথবা স্মার্টপ্ল্যান অ্যাক্টিভেট থাকে সেক্ষেত্রে প্রথম ফ্রি ৫০০ এমবি (৫১২ কেবিপিএস) তার জন্যে প্রযোজ্য নয়।
- ফ্রি ৫০০ এমবি ডাটা প্রদানের সময় যদি কোন গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকেন তবে তিনি ফ্রি ডাটা পাবেন না।
- পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে ফ্রি ডাটা তার বর্তমান ডাটা ভলিউম এর সাথে যুক্ত হবে। ফি ডাটা গ্রাহকদের বর্তমান ডাটা প্যাকেজ ব্যবহারের পর ব্যবহার করা যাবে কিন্তু সেটি ফ্রি ডাটা প্যাকের মেয়াদের মধ্যে। প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রেও ফ্রি ডাটা তার বর্তমান ডাটা প্যাকের সাথে যুক্ত হবে এবং মেয়াদের মধ্যে ব্যবহার করা যাবে।
- যদি কোন গ্রাহক মেয়াদ শেষ হওয়ার পূর্বে ডাটা ব্যবহার শেষ করেন এবং অন্য কোন ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভেট না করেন তবে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রতি ১০ কিলোবাইট/০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে।
- গ্রাহক যদি কোন ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভেট না করে থাকেন তবে মেয়াদের পূর্বে ডাটা ভলিউম শেষ হলে মেয়াদকালীন পর্যন্ত প্রতি ১০ কিলোবাইট/০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে। মেয়াদ শেষে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে।
- অটো রিনিউয়াল প্রযোজ্য নয়।
- 3G হ্যান্ডসেটের জন্য 3G আর 2G হ্যান্ডসেটের জন্য EDGE ইন্টারনেট স্পীড প্রযোজ্য হবে।
- হ্যান্ডসেটের বিক্রয় পরবর্তী সেবার জন্য সংশ্লিষ্ট কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে।
- শুধুমাত্র নির্দিষ্ট গ্রামীণফোন সেন্টার থেকে কেনা হ্যান্ডসেটের জন্য এই অফার প্রযোজ্য।
- সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।
No comments:
Post a Comment