
গ্রামীণফোন নিয়ে এলো এক আকর্ষণীয় নতুন অফার! গ্রামীণফোন
3G ইন্টারনেট মোডেম এখন পাওয়া যাচ্ছে মাত্র ১,৪৪৯ টাকায় এবং রাউটার (সিম
ব্যতীত) মাত্র ৩,৯৪৫ টাকায়। এই 3G ইন্টারনেট মোডেমের সাহায্যে এখন যেখানে
খুশী সেখানেই 3G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমনকি, পোর্টাবল ইন্টারনেট
হটস্পট হিসেবেও এটি ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, নিজের বাড়ীতে একাধিক
ইন্টারনেট সংযোগ সুবিধা পেতে ব্যবহার পারেন রাউটার!
তাহলে আর অপেক্ষা কিসের?
যত দ্রুত সম্ভব, কিনে ফেলুন আমাদের 3G ইন্টারনেট মোডেম কিংবা, রাউটার। সমৃদ্ধ হোক আপনার ইন্টারনেট অভিজ্ঞতা গ্রামীণফোনের সাথে!
শর্তাবলী:
- সারা দেশের গ্রামীণফোন সেন্টার এবং বিক্রয়কেন্দ্রে জিপি মোডেম ও 3G পকেট রাউটার (SIM ব্যাততি) পাওয়া যাবে মাত্র ১,৪৪৯ টাকায় ও মাত্র ৩,৯৪৫ টাকায়।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে জিপি মোডেমের সাথে যারা নতুন প্রিপেইড বা পোস্টপেইড ইন্টারনেট সিম কিনবেন, তাদেরকে 3G ইন্টারনেট প্যাকেজে ডিসকাউন্ট দেওয়া হবে।
- গ্রাহকগণ ১ মেগাবাইট স্পীড সংবলিত ২জিবি 3G ইন্টারনেট প্যাকেজ পাবেন মাত্র ৩৫০ টাকায় (ভ্যাট ছাড়া, ৩০ দিনের জন্য প্রযোজ্য)। ক্যাম্পেইন চলাকালীন সময়ে চালু করা সংযোগটির এই বিশেষ ইন্টারনেট অফার সুবিধা, পরবর্তী ৩ মাসে সর্বোচ্চ ১০ বার উপভোগ করতে পারবেন।
- ক্রেতাগণ নতুন সিম সক্রিয় করার ৭২ ঘন্টা পর, এই আকর্ষণীয় 3G ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এজন্য সক্রিয় হওয়া নতুন সিম থেকে 'Y' লিখে এসএমএস করতে হবে 4724 নম্বরে (এসএমএস চার্জ ফ্রি)। এসএমএস পাঠানোর ৭২ ঘন্টার মধ্যেই ৩৫০ টাকায় ১ মেগাবাইট স্পীড সংবলিত ২জিবি 3G ইন্টারনেট প্যাকেজটি চালু হয়ে যাবে।
- এই অফার পেতে হলে, ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকগণকে প্রতিবার এসএমএস-এর মাধ্যমে তা ক্রয় করে নিতে হবে।
- যদি কোনো গ্রাহক মেয়াদ শেষ হবার আগেই ২জিবি ডাটা শেষ করে ফেলেন, তবে তিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রতি ১০ কিলোবাইট ডাটা ১ পয়সা মূল্য হারে ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।
- প্রযোজ্য ডাটা সুবিধার জন্য গ্রাহককে অবশ্যই মোডেম/ রাউটার +সিম বান্ডলের মধ্যে থাকতে হবে।
- যদি কোনো গ্রাহক অন্য কোনো ভলিউম প্যাক থেকে এই অফার গ্রহণ করেন, তাহলে ২জিবি ইন্টারনেট তাতে যুক্ত হয়ে যাবে (শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকগণের ক্ষেত্রে)।
- কেবল পর্যাপ্ত ব্যলান্স থাকলেই গ্রাহকগণ (শুধুমাত্র প্রি-পেইড) প্রতিবার তার পছন্দের ইন্টারনেট অফার বেছে নিতে পারবেন।
- হ্রাসকৃত মূল্যে অফারটি (৩ মাসে সর্বোচ্চ ১০ বার) উপভোগ করতে চাইলে ব্যবহৃত প্যাকেজের মেয়াদ শেষ হবার পূর্বেই স্বয়ংক্রিয় ভাবে চালু হবার পদ্ধতিটি লিখে 5000 নম্বরে এসএমএস করে বন্ধ করে রাখুন। অন্যথায় নিয়মিত মূল্যে (৭০০ টাকা) এই প্যাকেজটি পুনরায় স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাবে।
- অবশিষ্ট 3G ডাটার পরিমাণ জানতে *500*60# এবং ব্যবহৃত ডাটার পরিমাণ জানতে 500*61# ডায়াল করতে হবে (প্রি-পেইড এবং পোস্ট পেইড উভয় ক্ষেত্রেই প্রযোজ্য)।
- মেয়াদ শেষ হবার আগেই ইন্টারনেট অফার বন্ধ করতে চাইলে STOP লিখে এসএমএস করতে হবে 5০০০ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)।
- মোডেমের ক্ষেত্রে দুই বছরের বিক্রয়ত্তোর সেবা এবং রাউটার ক্ষেত্রে এক বছরের বিক্রয়ত্তোর সেবা প্রযোজ্য
- প্রতিটি ZTE এবং Huawei এর ক্ষেত্রে গ্রাহকগণ বিক্রয়ত্তোর সেবা পলিসি অনুযায়ী বিক্রয়ত্তোর সেবা পাবেন।
- ক্যা¤েপইনের মেয়াদ ঃ ২ মাস।
No comments:
Post a Comment