অফারের বিস্তারিত
- একটি সিঙ্গেল প্যাকে দুটি সিম পাওয়া যাবে, এই প্যাকটি কেনার সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সঠিকভাবে পূরণকৃত saf ফর্ম প্রদর্শন করুন
- এই সিম দুটি শুরু থেকেই একটি অপরটির এফএনএফ নাম্বার হিসেবে সংযুক্ত থাকবে
- এই দুটি নাম্বারের মধ্যে কলের ক্ষেত্রে গ্রাহক সব সময় এই স্পেশাল কলরেট উপভোগ করবেন
- এই সিম দুটির অন্যান্য সকল কলরেট ও বৈশিষ্ট্য বর্তমান এক রেট দারুণ প্যাকেজ অনুযায়ী হবে
- নতুন বাংলালিংক সিমের সকল বোনাস ও অন্যান্য সুবিধা এই দুটি সিমেও প্রযোজ্য
- প্যাকেজ পরিবর্তন করে অন্য কোন প্যাকেজে গেলেও এই দুটি নাম্বারের মধ্যে কলে এই স্পেশাল রেট অপরিবর্তিত থাকবে
প্যাকে সিমের সংখ্যা | ২ |
সিম প্যাকের মূল্য | ২৭৬ টাকা |
পার্টনার কলরেট | ২৫ পয়সা/মিনিট |
অন্যান্য কলরেট | ৮৪ পয়সা/মিনিট, যে কোন নাম্বারে দিন-রাত ২৪ ঘণ্টা |
পালস্ | ১০ সেকেন্ড |
অন্যান্য বৈশিষ্ট্যসমূহ | এক রেট দারুণ অনুযায়ী |
No comments:
Post a Comment