Monday, February 3, 2014

বাংলালিংক প্লে

বাংলালিংক প্লে
তরুণ প্রাণদের জন্য বাংলালিংক প্লে। এই প্যাকেজে ১২ টি এফএনএফ ছাড়াও আছে ফ্রি ফেসবুক ব্রাউজিং আর সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নাম্বারে ৪.১৭ পয়সা/১০ সেকেন্ড কথা বলার সুবিধা। প্লে প্যাকেজে রেজিস্ট্রেশন করতে p লিখে ৯৯৯৯ নাম্বারে ফ্রি এসএমএস করুন। সো নো চিন্তা জাস্ট প্লে।

বাংলালিংক প্লে-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ:
  • সকল প্রি-পেইড (ই-ভাউচার ব্যতীত) গ্রাহক এই প্যাকেজটিতে মাইগ্রেট করতে পারবেন।
  • এফএনএফ সেট করতে add <স্পেস> নাম্বার লিখে ৩৩০০ নাম্বারে ফ্রি এসএমএস করুন। স্পেশাল এফএনএফ সেট করতে ডায়াল করুন *১৬৬*৭*নাম্বার#। এফএনএফ  চেক করতে ff লিখে ৩৩০০ নাম্বারে এসএমএস করুন।
  • "রাতের কথা" ছাড়া অন্য স্পেশাল ট্যারিফ এবং নতুন সংযোগে রিচার্জে বোনাস পেতে চাইলে এই প্যাকেজ থেকে মাইগ্রেট করতে হবে।
  • মাইগ্রেট করার ৭ দিন পর গ্রাহক প্যাকেজটি পরিবর্তন করতে পারবেন
  • স্পেশাল এফএনএফ এবং এফএনএফ সেট করার ৭ দিন পর পরিবর্তন করা যাবে
  • ১০ সেকেন্ড পালস্‌ প্রযোজ্য
১০০ এসএমএস মাত্র ৯৯ পয়সায়, ডায়াল: *২২২*৮#
  • এই এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে, যার মেয়াদ ১ দিন
  • এই সুবিধা উপভোগ করতে দৈনিক মাত্র ৯৯ পয়সা চার্জ প্রযোজ্য
  • এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৩#
  • আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*৯#
৫ এমবি ইন্টারনেট, মাত্র ২ টাকায়, ডায়াল: *২২২*১*৭#
  • ইন্টারনেট দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করতে পারবেন, যার মেয়াদ ১ দিন
  • ইন্টারনেট ব্যবহারের পরিমাণ জানতে ডায়াল করুন *২২২*৩#
  • এই সুবিধা উপভোগ করতে দৈনিক মাত্র ২ টাকা চার্জ প্রযোজ্য
  • এই ৫ এমবি ইন্টারনেট প্যাক ব্যবহার শেষ হলে, ১ পয়সা/১০কই চার্জ প্রযোজ্য হবে
  • আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*২*৭#
  • বাংলালিংক প্লে-এর কোন বন্ধুকে ৫ এমবি ইন্টারনেট প্যাক গিফ্‌ট করতে ডায়াল করুন *১৩২*১৫* বন্ধুর বাংলালিংক প্লে নাম্বার#
ফ্রি ফেসবুক ব্রাউজিং
  • আপনার ডাটা এনাবল্ড (এজ/জিপিআরএস) হ্যান্ডসেটের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে 0.facebook.com-এ ফ্রি ফেসবুক ব্রাউজ করতে পারবেন। "প্রক্সি রেন্ডারিং ব্রাউজার" ব্যবহারের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
  • যে কোন ছবি, মাল্টিমিডিয়া কন্টেন্ট অথবা থার্ড পার্টি অ্যাপিস্নকেশন ব্যবহারের ক্ষেত্রে আপনার ইন্টারনেট প্যাকেজের চার্জ প্রযোজ্য।
  • 0.facebook.com থেকে অন্য কোন ওয়েব সাইটে গেলে, আপনার ইন্টারনেট প্যাকেজের চার্জ প্রযোজ্য হবে।

No comments: