Sunday, May 18, 2014

১ জিবি ইন্টারনেট ফ্রি!

১ জিবি ইন্টারনেট ফ্রি!


বন্ধ সংযোগে গ্রামীণফোন এর মূল্যবান গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি আকর্ষণীয় অফার। এই অফার, সকল জিপি প্রি-পেইড (সহজ, বন্ধু, আপন, আমন্ত্রণ, স্মাইল, স্পন্দন, বিজনেস সল্যুশন (১,২,৩, সফল) প্রি-পেইড, একতা প্রি-পেইড (১,২), নিশ্চিন্ত, ভিপি প্রি-পেইড, জিপিপিপি প্রি-পেইড, ডিজুস, প্রি-পেইড ইন্টারনেট সিম) গ্রাহকগণ যাদের ৯ই এপ্রিল বা তার আগ পর্যন্ত সংযোগ বন্ধ ছিল তাঁরা উপভোগ করতে পারবেন -
  • ১১ টাকা (যথাযথ) রিচার্জে ১ GB 3G ইন্টারনেট
  • ৬০পয়সা / মিনিট যেকোনো লোকাল নেটওয়ার্কে (২৪ ঘণ্টা)
  • ২৫ টাকায় ৭৫ MB 3G ইন্টারনেট

শর্তাবলী:

  • কোনো নোটিশ পাওয়ার আগ পর্যন্ত এই অফারটি ১৫ মে ২০১৪ থেকে চলবে
  • অফারটি প্রযোজ্য কিনা দেখতে গ্রাহককে “Check” লিখে 9999 এ SMS করতে হবে
  • অফার চলাকালে গ্রাহক ৬০ পয়সা / মিনিট এ যেকোনো লোকাল কল উপভোগ করতে পারবেন এবং ১১ টাকা রিচার্জে পাবেন ৩ মাসের জন্য ১ GB 3G ইন্টারনেট ফ্রি
  • এছাড়াও ক্যাম্পেইন শুরুর দিন থেকে যোগ্য গ্রাহক ৩ মাসের জন্য সর্বোচ্চ ১০ বারের জন্য ২৫ টাকায় ৭৫ MB 3G ইন্টারনেট উপভোগ করতে পারবেন
  • আইএসডি, পোর্ট, আইভিআর এর মতো সার্ভিসগুলো লোকাল ভয়েস কল হিসেবে গণ্য হবে না
  • ১ GB 3G ইন্টারনেট পেতে কাস্টমারকে শুধুমাত্র ১১ টাকাই রিচার্জ করতে হবে। ১ GB 3G ইন্টারনেট ৩ মাসে দেয়া হবে। চার্ন ব্যাক ডেট থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ২৫০ MB ইন্টারনেট বিতরণ করা হবে। চার্ন ব্যাক ডেট থেকে ৩১ দিন পর ২য় দফা এবং ৬১ দিন পর ৩য় দফা ইন্টারনেট বিতরণ করা হবে
  • অবশিষ্ট 3G ইন্টারনেট ভলিউম চেক করতে *500*60# এবং ব্যবহৃত ভলিউম জানতে *500*61# ডায়াল করতে হবে
  • ফ্রি ইন্টারনেট এ সর্বোচ্চ ৫১২ Kbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। এখানে স্পিড টায়ার দ্বারা যার যার সর্বোচ্চ স্পিড টায়ার বোঝানো হয়েছে। সম্ভাব্য গড় স্পিড ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটেড ওয়েবসাইট এবং বিটিএস থেকে দুরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। শুধুমাত্র 3G নেটওয়ার্কের আওতাভুক্ত এলাকাতেই ইন্টারনেট স্পিড প্রযোজ্য
  • ইন্টারনেট ভলিউম শেষ করার পর বাড়তি ব্যবহারের জন্য ০.০১ টাকা / ১০ KB প্রযোজ্য
  • ইন্টারনেটের মেয়াদ বিতরণের দিন থেকে ৭ দিন পর্যন্ত থাকবে
  • অন্যান্য ট্যারিফ ও সার্ভিস চার্জ অপরিবর্তিত থাকবে
  • ১৫% ভ্যাট প্রযোজ্য

No comments: