Career

 

প্রযুক্তি কম বুঝলেও চাকরি!

মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ব্যবহার করেন? অর্থাত্, আপনি এর মধ্যে প্রযুক্তি বিপ্লবের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার এই প্রযুক্তি-দক্ষতা আপনার কাজের ক্ষেত্রে কীভাবে কাজে লাগাবেন? আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি তো প্রযুক্তি বিষয়ে কিছুই জানেন না, ল্যাপটপ-মোবাইল ব্যবহার করলেই বা কী!
আপনি যদি চাকরিপ্রার্থী হন, তবে প্রযুক্তি-দক্ষতার বিষয়টি এখন অধিক গুরুত্বপূর্ণ।  প্রযুক্তি বিষয়ে খুব বেশি না জেনেও এখন সফলভাবে প্রযুক্তি-সংশ্লিষ্ট চাকরিগুলোতে আবেদন করতে পারেন এবং দ্রুত আপনার দক্ষতা বাড়িয়ে নিতে পারেন।
এ প্রসঙ্গে প্রযুক্তি-গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত হারে চাকরির সুযোগ বাড়ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং এ ক্ষেত্রটি মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে আসছে। তাই প্রযুক্তি-দক্ষতা বিষয়ে কোনো ডিগ্রি বা সরাসরি অভিজ্ঞতা না থাকলেও এ ক্ষেত্রে চাকরির জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা যায়। এ জন্য দ্রুত শিখে নেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে তুলতে হবে।
প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াও কেন নিজেকে এ ধরনের কাজের জন্য যোগ্য ভাববেন:

প্রযুক্তি রহস্যময় কোনো বিষয় নয়
অন্যান্য দক্ষতার মতো প্রযুক্তি-দক্ষতাও চাকরি করতে করতে শিখে নেওয়া যায়। এখন সহজেই অনেক চাকরির প্রশিক্ষণ পাওয়া যায়। এ ছাড়া কোনো প্রকল্প পর্যবেক্ষণ এবং সহকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেও হাতেনাতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকে।

নিজেকে যথেষ্ট বুদ্ধিমান ভাবুন
নিজেকে যথেষ্ট স্মার্ট বা বুদ্ধিমান ভাবুন এবং সেই সঙ্গে কোনো বিষয় দ্রুত আয়ত্ত করার মানসিকতা তৈরি করুন। এতে কোনো এন্ট্রি লেভেল চাকরির জন্য নিজেকে যোগ্য ভাবতে পারবেন। এখন অধিকাংশ প্রযুক্তি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিজনেস ইনটেলিজেন্স বিষয়ক প্রার্থীর খোঁজ করে। এ ধরনের চাকরি প্রযুক্তির ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোর একটি ভালো সুযোগ হতে পারে। এ ছাড়া প্রকল্প ব্যবস্থাপক, প্রোডাক্ট ডেভেলপার বা বিজনেস অ্যানালিস্ট পদগুলোতেও প্রযুক্তি-দক্ষতা শেখার সুযোগ থাকে।

নিজেকে মেলে ধরার সুযোগ
যন্ত্রের মতো সব সময় নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেয়ে প্রযুক্তি নিয়ে কাজ করার অনেক সুবিধা রয়েছে। নতুন নতুন পণ্য তৈরি কিংবা সমাধান তৈরিতে কাজ করে মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলার জন্য প্রযুক্তি-দক্ষতা কাজে লাগানো যায়। কেবল প্রযুক্তি নিয়ে কাজ করে অল্প সময়ে তা সম্ভব হয়।

পেশাদার নেটওয়ার্ক তৈরি
প্রযুক্তিশিল্প এখনো বিকাশের পর্যায়ে রয়েছে। কোনো প্রযুক্তি-সংশ্লিষ্ট কাজে নিজেকে নিয়োজিত করলে একটি শক্তিশালী নেটওয়ার্কিং কমিউনিটি তৈরি হওয়ার সুযোগ থাকে।

প্রয়োজন হবে কঠোর পরিশ্রমের
অনেক প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে একেবারে অনভিজ্ঞদের নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। প্রতিষ্ঠান এ ক্ষেত্রে শুরুতে কর্মীর পেছনে যথেষ্ট বিনিয়োগ করে। এই সুযোগ কাজে লাগাতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রশিক্ষণ পর্বের সব দক্ষতা আয়ত্ত করে নিতে হবে, যা পরবর্তী সময়ে বড় পদের জন্য কাজে লাগবে।

তিন পরামর্শ
প্রযুক্তি ক্ষেত্রে কাজ করার জন্য আগ্রহী হলে গুরুত্বপূর্ণ তিনটি পরামর্শ কাজে লাগতে পারে। প্রথমটি হচ্ছে নিজে নিজে শেখা, দ্বিতীয়টি হচ্ছে শেখার ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার মানসিকতা ও তৃতীয়টি হচ্ছে বেতন নিয়ে মাথা না ঘামানো।

নিজে শিখুন
প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বাড়াতে নিজে নিজে শেখার বিকল্প নেই। এ ক্ষেত্রে আপনি অনলাইনের সহযোগিতা নিতে পারেন। অনলাইনে আপনার প্রয়োজনীয় অনেক কোর্স পাবেন। এখান থেকে প্রাথমিক সব বিষয় জানতে পারবেন। অনলাইনে আপনি যেসব কোর্স সম্পন্ন করবেন প্রয়োজনে আপনার জীবনবৃত্তান্তের সঙ্গে সেগুলো উল্লেখ করে দিতে পারেন। তবে শুধু প্রযুক্তি ক্ষেত্রে চাকরি বলেই নয়, আপনার সঙ্গে মানানসই মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ফাইন্যান্স, মানবসম্পদ প্রভৃতি ক্ষেত্রেও চেষ্টা করতে পারেন।

শেখার ক্ষেত্রে কোনো ছাড় নয়
প্রযুক্তি-দক্ষতা অর্জনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হবে উদ্যম, শেখার ক্ষেত্রে ছাড় না দেওয়ার মানসিকতা। আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য প্রয়োজনে সবকিছু করার মানসিকতা আপনাকে অনেকখানি এগিয়ে দেবে।

বেতন নিয়ে মাথা না ঘামানো
শুরুতেই অর্থ উপায়ের বিষয়টি নিয়ে মাথা ঘামানো শুরু করলে শেখার উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সাধারণত প্রযুক্তি-দক্ষতা তৈরি হতে সময় লাগে। প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা এসে গেলে অর্থের পেছনে ছোটার প্রয়োজন পড়বে না। তবে এর জন্য যথেষ্ট ধৈর্য নিয়ে দক্ষতা আয়ত্ত করতে মাথা থেকে কিছু বিষয় ঝেড়ে ফেলতেই হবে।

প্রযুক্তিশিল্প শাখা-প্রশাখা বিস্তার করে নতুন কর্মীদের বরণ করে নিতে প্রস্তুত হয়ে আছে। আপনার এখন হয়তো প্রয়োজনীয় দক্ষতা নেই, তার পরও কোনো কিছুই আপনাকে আটকে দিতে পারবে না। শুধু আপনার পা বাড়ানোর অপেক্ষা। প্রযুক্তি বিপ্লবের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। কিসের জন্য অপেক্ষা

No comments: