Tuesday, May 6, 2014

বান্ডেল অফার!



গ্রামীণফোন তোমাকে সবসময়ই তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে চায়। ছাড়িয়ে দিতে চায় তোমার মাত্রাকে। বহুদূরের এই যাত্রায় গ্রামীণফোন সবসময়ই তোমার সাথে ছিল, আছে এবং থাকবে। আর তাই, গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য নিয়ে এলো ৫টি আলাদা আলাদা বান্ডেল। যেখানে রয়েছে টকটাইম, এসএমএস, এমএমএস আর ইন্টারনেট ডাটা সমৃদ্ধ ৫টি ভিন্ন প্যাকেজ, যা ৭ ফেব্রুয়ারি, ২০১৩ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
এখন তুমি চাইলেই তোমার পছন্দের বান্ডেলটি বেছে নিন, তোমার মত করে।

GP Bundle offer list

শর্তাবলী

  • সকল গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণ (এক্সপ্লোর, একতা ও পাবলিক ফোন) এই বান্ডেল উপভোগ করতে পারবে।
  • বান্ডেল পেতে প্রদত্ত শর্ট কোড এ ডায়াল করতে হবে।
  • প্যাক ১ এর টকটাইম শুধুমাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে প্রযোজ্য (F&F, Super F&F & Community অর্ন্তভুক্ত)। প্যাক (২-৫) এর টকটাইম যেকোন অপারেটরে ব্যবহার করা যাবে (F&F, Super F&F & Community অর্ন্তভুক্ত)।
  • একই প্যাক দিনে সর্বোচ্চ ২ বার কেনা যাবে।
  • এসএমএস এবং এমএমএস শুধুমাত্র জিপি-জিপি নম্বরে প্রযোজ্য হবে।
  • বান্ডেল এর মেয়াদ থাকাকালীন অন্যকোন বান্ডেল অ্যাক্টিভ করলে, নতুনটির মেয়াদকাল গ্রহণযোগ্য হবে এবং নতুন ভলিউম পূর্বের ভলিউম এর সাথে যোগ হয়ে যাবে।
  • একই প্যাক দিনে সর্বোচ্চ ২ বার কেনা যাবে।
  • মাই জোন ব্যবহারকারীরা এই বান্ডেলের সুবিধা উপভোগ করতে পারবে। তবে বান্ডেল মিনিট শেষে মাই জোন এর ডিসকাউন্ট পুনরায় উপভোগ করা যাবে।
  • সকল চার্জের উপর ১৫% ভ্যাট এবং ফ্রি মিনিটে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।

ইন্টারনেট অফার:

  • যদি কোন প্রিপেইড মিনি বান্ডেল গ্রাহক আমাদের বর্তমান কোন ইন্টারনেট প্যাকেজ কিনেন, ডাটা ভলিউম মাইগ্রেটকৃত প্যাকেজের সাথে যুক্ত করে দেয়া হবে।
  • প্রিপেইড গ্রাহকগণ বান্ডেলের সাথে ইন্টারনেট অফার উপভোগ করার জন্য New Pay-as-you-go (P0) প্যাকেজটি অ্যাক্টিভেট করতে হবে। প্যাকেজ অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *500*0#
  • প্রিপেইডের ক্ষেত্রে গ্রাহকের ডাটা ভলিউম তার ব্যবহৃত বর্তমান প্যাকেজের ভলিউমের সাথে সমন্বয় করে দেয়া হবে।
  • পোস্টপেইডের ক্ষেত্রে, গ্রাহক বর্তমানে যে ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করছে তার সাথে মিনি বান্ডেলের ডাটা ভলিউম সমন্বয় করা হবে না। ডাটা ভলিউমটি কেবলমাত্র বর্তমান প্যাকেজের মেয়াদ উত্তীর্ণ হলে ব্যবহার করা যাবে শুধুমাত্র র্নিদিষ্ট সময়সীমার মধ্যে।
  • প্রিপেইড গ্রাহকগণ মিনি বান্ডেলের মেয়াদ উত্তীর্ণের পূর্বেই ডাটা ভলিউম ব্যবহার করে ফেলে তবে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য New Pay-as-you-go প্যাকাজের রেটে (টাকা ০.০১/১ কিলোবাইট সর্বোচ্চ ৩০০ টাকা) চার্জ করা হবে বান্ডেলের মেয়াদ উত্তির্ণের পূর্ব পর্যন্ত ও যতদিন সে অন্য কোন জিপি ইন্টারনেট ব্যবহার শুরু না করে।
  • বর্তমানে জিপি ইন্টারনেট ব্যবহারী গ্রাহক যদি কোন মিনি বান্ডেল ক্রয় করে এবং তার মেয়াদ যদি বর্তমান ব্যবহারকৃত জিপি ইন্টারনেট প্যাকেজ হতে বেশি হয় তবে তার সেই প্যাকেজের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সেই মিনি বান্ডেলের মেয়াদ অনুযায়ী বাড়ানো হবে।
  • যদি কোন নন-ইন্টারনেট ইউজার (পোস্টপেইড গ্রাহক) কোন মিনি বান্ডেল অফার ব্যবহার শুরু করে সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হলে ইন্টারনেট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ও পরবর্তিতে অতিরিক্ত ব্যবহারের জন্য টাকা ০.০১/১০ কিলোবাইট করে চার্জ করা হবে যদি ডাটা ভলিউম মেয়াদ উত্তীর্ণের পূর্বে শেষ হয়ে যায়।
  • ডাটা ডিসবারসমেন্টের সময় যদি কোন গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় তবে ডাটা ডিসবারস করা হবে না।
  • বর্তমান P2, P3 ও স্মার্ট প্ল্যান গ্রাহক তাদের একাউন্টে মিনি বান্ডেল ইন্টারনেট ভলিউম পাবে না।
  • ইন্টারনেট ব্যবহার বন্ধ করতে হলে মেয়াদ উত্তীর্ণের পূর্বে STOP লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠিয়ে দিতে হবে (ফ্রি)।

No comments: