Education



আসুন জেনে নেয়া যাক ইংরেজিতে Verb এর গুরুত্ব।

Verb: বাক্যে যে word দ্বারা Subject বা কর্তার ক্রিয়া বা অবস্থান প্রকাশ পায় তাকে Verb বা ক্রিয়া বলে।

ইংরেজিতে বাক্য গঠনের সময় Verb অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। যা ইংরেজি বাক্যের ভি‍ত্তিস্বরপ। বাংলায় বাক্য গঠন করতে গেলে অনেক সময় Verb বা ক্রিয়া ছাড়া ও বাক্য গঠন করা যায় (আমার ভাই একজন ডাক্তার) এই বাক্যে কোন Verb বা ক্রিয়া নেই। কিন্তু ইংরেজিতে Verb বা ক্রিয়া ছাড়া বাক্য গঠন করা যায় না (My brother is a doctor.)এই বাক্যে Is হল Verb বা ক্রিয়া এবং মজার ব্যপার হল ইংরেজিতে শুধুমাত্র Verb বা ক্রিয়া দ্বারাই বাক্য গঠন করা যায় অন্য কোন word বা শব্দ-এর দরকার হয় না।

উদাহরণ:

Stop = থামুন।

টিকা: প্রায় সকল Verb-ই বিভিন্ন form-রূপান্তরিত হতে পারে।

উদাহরণ:

এখানে "Do" Verb টির ৬টি রূপান্তরিত form-এর বর্ণনা দেয়া গেল।

Do = Present form.

Does = Simple Present form.

Doing = Present participle form.

Did = past form.

Done = Past participle form.
To do = Infinitive form.
সামাজিক বিজ্ঞানের সৃজনশীল রচনামূলক প্রশ্নের প্রতিটিতে ক, খ, গ, ঘ—চারটি অংশ থাকে। ক ও খ নম্বরের ক্ষেত্রে যা চাওয়া হয়েছে, শুধু তার উত্তর দিতে হবে। যেহেতু ক ও খ নম্বরে ছোটখাটো উত্তর চাওয়া হয়, তা সঠিক ও শুদ্ধভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। তাই এ দুটি প্রশ্ন যেন পুরোপুরিভাবে সঠিক হয়, সেদিকে লক্ষ রাখতে হবে এবং সেভাবে পড়াশোনা করতে হবে।
সৃজনশীল রচনামূলক গ ও ঘ নম্বরের ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন হাতে পেয়ে প্রথমে প্রশ্নগুলো পড়ে যেটির উত্তর সবচেয়ে ভালো জানা আছে, সেটি আগে লিখতে হবে। সব প্রশ্নের জন্য মোট সময়কে ভাগ করে প্রতিটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে আগে থেকেই অভ্যাস করা উচিত। আরও একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, ক, খ, গ—প্রতিটি বিভাগ থেকে যাতে দুটি করে প্রশ্নের উত্তর লেখা হয়।
সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য বইয়ের বিষয়বস্তু ছাড়াও নিজের কিছুটা ধারণা থাকতে হবে। খেয়াল রাখতে হবে, যেন কোনো ভুল তথ্য পরিবেশন করা না হয়। যেমন: ইতিহাসে ভুল সাল বা ব্যক্তির ভুল নাম লেখার চেয়ে না লেখাই ভালো। এ ছাড়া সাধারণ কথা বর্ণনা করার সময় যদি কম হয়ে যায়, তবে পুরো বিষয়বস্তুর সঠিক সারগর্ভটুকু লিখলেও নম্বর পাওয়া সম্ভব।
ভূগোলের প্রশ্নে মানচিত্র দিতে হলে তা সুন্দর করে আঁকতে হবে এবং নিচে কিসের মানচিত্র, তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। মনে করে পেনসিল, রাবার, শার্পনার ও স্কেল নিয়ে যেতে হবে; আর সাংকেতিক চিহ্ন সুস্পষ্টভাবে লিখতে হবে।
‘গ’ বিভাগে ভূগোলে এক মহাদেশের বৈশিষ্ট্য অন্য মহাদেশের সঙ্গে যেন না লেখা হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
‘খ’ বিভাগে অর্থনীতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং যৌতুকপ্রথা ও বাংলাদেশের নারী অধ্যায়গুলো থেকে তিনটি প্রশ্ন আসবে, দুটির উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নে বই থেকে পড়ার পাশাপাশি সাম্প্রতিক প্রসঙ্গ ও পারিপার্শ্বিক অবস্থার ধারণা থেকে যা বোঝো, সেগুলো আলোচনা করলেও ভালো।
‘ক’ বিভাগে সমাজবিজ্ঞান, ইতিহাস ও পৌরনীতিতে বইয়ের বাকি অধ্যায়গুলো অন্তর্ভুক্ত।
বহুনির্বাচনী অংশ: সামাজিক বিজ্ঞান বইয়ের সব অধ্যায় সম্পর্কে নিজস্ব ধারণা, পরিবেশ পরিস্থিতি, সার্বিক সাধারণ জ্ঞান ও আনুষঙ্গিক ধারণা থাকা দরকার। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। যেকোনো বিষয়ের মতো সামাজিক বিজ্ঞানেও এ+ পেতে হলে সব বহুনির্বাচনী প্রশ্ন সঠিক করতে হবে। ৪০টি প্রশ্নের মধ্যে ২৪টি প্রশ্ন আসবে, যেগুলোর উত্তর সরাসরি বই থেকে দেওয়া সম্ভব। সঠিক উত্তর দেওয়ার জন্য সব নাম, সাল, সংখ্যা, অন্যান্য বিষয় ভালোমতো মুখস্থ করতে হবে। কিছু প্রশ্ন থাকবে, যেগুলো নিজেদের সাধারণ জ্ঞান ও অনুধাবন থেকে উত্তর দিতে হবে। এ ছাড়া বহুপদী, সমাপ্তিসূচক ও অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকবে। এ জন্য বিষয়বস্তু-সংক্রান্ত সব তথ্য সম্পর্কে জানতে হবে। অনেক সময় চিত্র, ছক ও ছবি দেওয়া হতে পারে। সে জন্য সব ছবি, ছক ও চিত্র সম্পর্কে বিশদ ধারণা থাকতে হবে।

No comments: