Wednesday, September 24, 2014

ক্লিয়ার কাট সাপ্তাহিক অফার

ক্লিয়ার কাট সাপ্তাহিক অফার
আমাদের সকল সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ সুবিধার কথা চিন্তা করে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গ্রামীণফোন নিয়ে এলো Clear Cut সাপ্তাহিক অফার। অফারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলতে থাকবে।
অফারের বিস্তারিত নিম্নরূপঃ
সাপ্তাহিক প্যাক: যেকোনো লোকাল মোবাইল নম্বরে
১। অফারটি নিতে হলে, উপযুক্ত গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়) Start M8 লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে অথবা, ডায়াল করুন *১১১*১০*১০#। রিকোয়েস্ট ভ্যালিডেট হবার পর পরবর্তীতে ৬৫ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) চার্জ করা হবে এবং ১০০ মিনিটি জিপি-যেকোনো লোকাল নম্বর টকটাইম প্রদান করা হবে।
২। ফ্রি মিনিটের মেয়াদকাল ৭ দিন এবং ২৪ ঘন্টা ব্যবহার উপযোগী।
৩। অফারটি থেকে অপট-আউট হতে চাইলে গ্রাহকগণ Stop M8 লিখে এসএমএস করুন 9999 নম্বরে অথবা ডায়াল করুন *111*10*92#
৪। মেয়াদকাল শেষ হবার পর, যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থেকে থাকে, তবে তা বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে, যদি কোনো গ্রাহক মেয়াদকালের মধ্যে পুনরায় ফ্রি মিনিট ক্রয় করেন, সেক্ষেত্রে অবশিষ্ট মিনিট যুক্ত হয়ে যাবে এবং সর্বোচ্চ মেয়াদ প্রদান করা হবে।
৫। অবশিষ্ট ব্যালেন্স জানতে, প্রিপেইড গ্রাহকগণকে ডায়াল করতে হবে *566*7#
৬। পোস্টপেইড গ্রাহকগণ অবশিষ্ট ব্যালেন্স জানতে M8 লিখে এসএমএস করবেন 4777 নম্বরে

এই অফারটি পাওয়া যাবেঃ
  • সকল জিপি প্রিপেইড সংযোগে (আপন, স্পন্দন এবং আমন্ত্রণ ব্যতীত) এবং সকল জিপি পোস্টপেইড সংযোগে
  • বর্তমান আপন, স্পন্দন এবং আমন্ত্রণ গ্রাহকগণ এই অফার পেতে আগে নিশ্চিন্ত বা বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে হবে
  • নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল করুন *111*44*4# (ফ্রি)
  • বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল করুন  *111*44*1# (ফ্রি)
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

Wednesday, June 25, 2014

গ্রামীণ ২০০ মিনিট মাত্র ৭০ টাকায়!


আমাদের সকল সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ সুবিধার কথা চিন্তা করে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ৫ই জুন, ২০১৪ থেকে গ্রামীণফোন লিমিটেড, ৩ টি আকর্ষণীয় টকটাইম অফার চালু করতে যাচ্ছে। অফারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলতে থাকবে। অফারের বিস্তারিত নিম্নরূপঃ

সাপ্তাহিক প্যাক: জিপি-জিপি নম্বরে

  • অফারটি নিতে হলে, উপযুক্ত গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়) Start M9 লিখে এসএমএস করবেন ৯৯৯৯ নম্বরে অথবা, ডায়াল করবেন *১১১*১০*১১#। রিকোয়েস্ট ভ্যালিডেট হবার পর ৭০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) চার্জ করা হবে এবং ২০০ মিনিটি জিপি-জিপি টকটাইম প্রদান করা হবে।
  • ফ্রি মিনিটের মেয়াদকাল ৭ দিন এবং ২৪ ঘন্টা ব্যবহার উপযোগী।
  • অফারটি থকেে অপট-আউট হতে চাইলে গ্রাহকগণ Stop M9 লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে অথবা, *১১১*১০*৯১# ডায়াল করে
  • মেয়াদকাল শেষ হবার পর, যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থেকে থাকে, তবে তা বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে, যদি কোনো গ্রাহক মেয়াদকালের মধ্যে পুণরায় ফ্রি মিনিট ক্রয় করেন, সেক্ষেত্রে অবশিষ্ট মিনিট যুক্ত হয়ে যাবে এবং সর্বোচ্চ মেয়াদ প্রদান করা হবে।
  • অবশষ্টি ব্যালেন্স জানতে প্রিপেইড গ্রাহকগণকে ডায়াল করতে হবে *৫৬৬*২২#
  • পোস্টপইেড গ্রাহকগণ অবশষ্টি ব্যালেন্স জানতে M9 লিখে এসএমএস করুন ৪৭৭৭ নম্বরে

সাপ্তাহিক প্যাক: যেকোনো লোকাল মোবাইল নম্বরে

  • অফারটি নিতে হলে, উপযুক্ত গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়) Start M8 লিখে এসএমএস করবেন ৯৯৯৯ নম্বরে অথবা, ডায়াল করুন *১১১*১০*১০#। রিকোয়েস্ট ভ্যালিডেট হবার পর পরবর্তীতে ৬৫ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) চার্জ করা হবে এবং ১০০ মিনিটি জিপি-যেকোনো লোকাল নম্বর টকটাইম প্রদান করা হবে।
  • ফ্রি মিনিটের মেয়াদকাল ৭ দিন এবং ২৪ ঘন্টা ব্যবহার উপযোগী।
  • অফারটি থকেে অপট-আউট হতে চাইলে গ্রাহকগণ STOP M8 লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে অথবা, *১১১*১০*৯২# ডায়াল করে।
  • মেয়াদকাল শেষ হবার পর, যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থেকে থাকে, তবে তা বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে, যদি কোনো গ্রাহক মেয়াদকালের মধ্যে পুণরায় ফ্রি মিনিট ক্রয় করেন, সেক্ষেত্রে অবশিষ্ট মিনিট যুক্ত হয়ে যাবে এবং সর্বোচ্চ মেয়াদ প্রদান করা হবে।
  • অবশিষ্ট ব্যালেন্স জানতে, প্রিপেইড গ্রাহকগণকে ডায়াল করতে হবে *৫৬৬*৭#
  • পোস্টপেইড গ্রাহকগণ অবশষ্টি ব্যালন্সে জানতে M8 লিখে এসএমএস করবনে ৪৭৭৭ নম্বরে

দৈনিক প্যাক: জিপি-জিপি নম্বরে

  • অফারটি নিতে হলে, উপযুক্ত গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়) Start M7 লিখে এসএমএস করবেন ৯৯৯৯ নম্বরে অথবা, ডায়াল করবেন *১১১*১০*৯# । রিকোয়েস্ট ভ্যালিডেট হবার পর পরবর্তীতে ১০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) চার্জ করা হবে এবং ২০ মিনিটি জিপি-জিপি টকটাইম প্রদান করা হবে।
  • ফ্রি মিনিটের মেয়াদকাল ১ দিন এবং ২৪ ঘন্টা ব্যবহার উপযোগী।
  • অফারটি থকেে অপট-আউট হতে চাইলে গ্রাহকগণ STOP M7 লিখে অথবা, *১১১*১০*৯৩# ডায়াল করে
  • মেয়াদকাল শেষ হবার পর, যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থেকে থাকে, তবে তা বাজেয়াপ্ত হয়ে যাবে।
  • যদি কোনো গ্রাহক ১১টা ৫৯ মিনিটে অপ্ট ইন করেন, তিনি শুধুমাত্র ১ মিনিট ব্যবহার উপযোগী মিনিট পাবেন। উদাহরণস্বরূপ, ক্যালেন্ডারের দিন অনুযায়ী তার মিনিট রিফ্রেশড হবে রাত ১২টায়।
  • অবশিষ্ট ব্যালেন্স জানতে, প্রিপেইড গ্রাহকগণকে ডায়াল করতে হবে *৫৬৬*২২#
  • পোস্টপইেড গ্রাহকগণ অবশিষ্ট ব্যালেন্স জানতে M7 লিখে এসএমএস করবনে ৪৭৭৭ নম্বরে

এই অফারটি পাওয়া যাবেঃ

  • সকল জিপি প্রিপেইড সংযোগে (আপন, স্পন্দন এবং আমন্ত্রণ ব্যতীত) এবং সকল জিপি পোস্টপেইড সংযোগে
  • বর্তমান আপন, স্পন্দন এবং আমন্ত্রণ গ্রাহকগণ এই অফার পেতে আগে নিশ্চিন্ত বা বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে হবে
  • নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল করুন *111*44*4# (ফ্রি)
  • বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল করুন *111*44*1# (ফ্রি)
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

রিচার্জ করে পেপসি/ সেভেন-আপ ফ্রি নিন!


৪৯৯ টাকার স্ক্র্যাচকার্ড রিচার্জ করুন আর পেপসি/ সেভেন-আপ ফ্রি নিন!!

অফারের বিস্তারিত:

  • গ্রাহকগণ ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড ক্রয় করবেন এবং স্ক্র্যাচ প্যানেল অংশটুকু স্ক্র্যাচ করবেন এবং ১৫ ডিজিটের গোপন হিডেন রিচার্জ নম্বর (HRN) পাবেন।এরপর গ্রাহক *555*<১৫ ডিজিট HRN># ডায়াল করবেন (গ্রাহকগণ অন্যান্য রেগুলার স্ক্র্যাচ কার্ডে যেমনভাবে করেন) এবং তারপরই MSISDN-এর মাধ্যমে ব্যালেন্সে ৪৯৯ টাকা যোগ হবে
  • এরপর নিকটস্থ পেপসি পিওএস স্টেশনে ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি নিয়ে যাবেন এবং রিটেইলারকে তা প্রদর্শন করবেন
  • পেপসি রিটেইলার ব্যবহৃত স্ক্র্যাচকার্ডটি জমা রাখবেন এবং গ্রাহককে গিফ্ট দিবেন
অফার চালু করার জন্য নিচে অফারের ডিটেইল মোডালিটি/ডিসক্লেইমার:
  • সকল জিপি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগণ এই ক্যাম্পেইনের জন্য উপযুক্ত
  • শুধুমাত্র ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গ্রাহকগণ এই ক্যাম্পেইন সুবিধা পাবেন
  • এই ক্যাম্পেইন চলাকালে, জিপি গ্রাহকগণ ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড ক্রয় করে রিচার্জ করবেন এবং ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি নিয়ে নিকটস্থ পেপসি আউটলেটে যাবেন। ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিয়ে ২ টি ২ লিটার পেপসি/ সেভেন-আপ ফ্রি পাবেন
  • ক্যাম্পেইন পিরিয়ডে, গ্রাহকগণ প্রতিবার ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড রিচার্জ করে ফ্রি পেপসি/ সেভেন-আপ অফার পাবেন
  • নির্দিষ্ট জিপি আউটলেট থেকে গ্রাহক স্ক্র্যাচ কার্ড কিনবেন এবং নির্ধারিত পেপসি শপ থেকে ফ্রি পেপসি/ সেভেন-আপ পাবেন
  • ক্যাম্পেইন চলাকালে ফ্রি পেপসি পেতে গ্রাহককে পেপসি আউলেট-এ ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিতে হবে
  • স্টক থাকা পর্যন্ত ক্যাম্পেইন চলবে

Sunday, June 8, 2014

ডিরেক্ট টু হোম : সংযোগ ছাড়াই দেখা যাবে টিভি চ্যানেল


ক্যাবল (তার) ছাড়াই বাড়িতে বসে সরাসরি টেলিভিশন দেখার প্রযুক্তির মাধ্যমে দেখা যাবে দেশি ও বিদেশি সব টেলিভিশন চ্যানেল। ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) প্রযুক্তির মাধ্যমে বাড়িতে বসেই গ্রাহকযন্ত্রের মাধ্যমে দেশি ও বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখা যাবে।
এ ব্যাপারে বেক্সিমকোর প্রধান কার্যালয়ে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের সাথে সম্প্রতি রাশিয়ার জিএস কোম্পানির চুক্তি হয়েছে।
বেক্সিমকো কমিউনিকেশনস জানিয়েছে, এবছরের শেষের দিকে তারা ডিটিএইচ প্রযুক্তির বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। প্রতি বছর চার লাখ নতুন গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। যাত্রা শুরুর প্রথম বছরে তিন লাখ গ্রাহক এই সুবিধা গ্রহণ করতে পারবেন।  প্রতি বছর চার লাখ নতুন গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর প্রাথমিক লক্ষ্য নিয়েই কাজ করছে বেক্সিমকো কমিউনিকেশনস লি:। এ প্রকল্প বাস্তবায়নে বেক্সিমকোর সঙ্গে অংশীদারিত্ব করছে রাশিয়ার জিএস গ্রুপ নামে বৃহৎ শিল্প ও বিনিয়োগ প্রতিষ্ঠান।
(ডিটিএইচ) সুবিধা পেতে গ্রাহককে সম্প্রচার কোম্পানি একটি ডিশ ও রিসিভার সেট প্রদান করবে যা, ওই ডিশের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে রিসিভিং সেটের সাহায্যে বিভিন্ন চ্যানেল টেলিভিশন সেটে দেখা যাবে। এভাবে গ্রাহক তার কাঙ্ক্ষিত চ্যানেলগুলো দেখতে পারবেন।
এই প্রযুক্তির সুবিধা হচ্ছে, গ্রাহক পছন্দ করা চ্যানেলগুলো বাছাই করতে পারবেন। কেবল (তার) সংযোগের মাধ্যমে পাওয়া ছবির চেয়ে এর মান হবে অনেক উন্নত। কেবলের মাধ্যমে টিভি দেখার সময় সিগন্যাল ব্রেক হয়। ডিটিএইচ প্রযুক্তিতে সিগন্যাল ব্রেক হবে না। উন্নতমানের সেবা পাওয়া যাবে। গ্রাহক তার পছন্দ মতো চ্যানেল কিনে মাসিক খরচ কমিয়ে আনতে পারবেন।

Saturday, June 7, 2014

১ জিবি ইন্টারনেট ফ্রি!



বন্ধ সংযোগে গ্রামীণফোন এর মূল্যবান গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি আকর্ষণীয় অফার। এই অফার, সকল জিপি প্রি-পেইড (সহজ, বন্ধু, আপন, আমন্ত্রণ, স্মাইল, স্পন্দন, বিজনেস সল্যুশন (১,২,৩, সফল) প্রি-পেইড, একতা প্রি-পেইড (১,২), নিশ্চিন্ত, ভিপি প্রি-পেইড, জিপিপিপি প্রি-পেইড, ডিজুস, প্রি-পেইড ইন্টারনেট সিম) গ্রাহকগণ যাদের ৯ই এপ্রিল বা তার আগ পর্যন্ত সংযোগ বন্ধ ছিল তাঁরা উপভোগ করতে পারবেন -
  • ১১ টাকা (যথাযথ) রিচার্জে ১ GB 3G ইন্টারনেট
  • ৬০পয়সা / মিনিট যেকোনো লোকাল নেটওয়ার্কে (২৪ ঘণ্টা)
  • ২৫ টাকায় ৭৫ MB 3G ইন্টারনেট

শর্তাবলী:

  • কোনো নোটিশ পাওয়ার আগ পর্যন্ত এই অফারটি ১৫ মে ২০১৪ থেকে চলবে
  • অফারটি প্রযোজ্য কিনা দেখতে গ্রাহককে “Check” লিখে 9999 এ SMS করতে হবে
  • অফার চলাকালে গ্রাহক ৬০ পয়সা / মিনিট এ যেকোনো লোকাল কল উপভোগ করতে পারবেন এবং ১১ টাকা রিচার্জে পাবেন ৩ মাসের জন্য ১ GB 3G ইন্টারনেট ফ্রি
  • এছাড়াও ক্যাম্পেইন শুরুর দিন থেকে যোগ্য গ্রাহক ৩ মাসের জন্য সর্বোচ্চ ১০ বারের জন্য ২৫ টাকায় ৭৫ MB 3G ইন্টারনেট উপভোগ করতে পারবেন
  • আইএসডি, পোর্ট, আইভিআর এর মতো সার্ভিসগুলো লোকাল ভয়েস কল হিসেবে গণ্য হবে না
  • ১ GB 3G ইন্টারনেট পেতে কাস্টমারকে শুধুমাত্র ১১ টাকাই রিচার্জ করতে হবে। ১ GB 3G ইন্টারনেট ৩ মাসে দেয়া হবে। ফিরে আসার সময় (চার্ন ব্যাক তারিখ) থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ২৫০ MB ইন্টারনেট বিতরণ করা হবে, ৩১ দিন পর ২য় দফা ২৫০ MB এবং ৬১ দিন পর ৩য় দফায় বাকী ইন্টারনেট ডাটা বিতরণ করা হবে
  • অবশিষ্ট 3G ইন্টারনেট ভলিউম চেক করতে *500*60# এবং ব্যবহৃত ভলিউম জানতে *500*61# ডায়াল করতে হবে
  • ফ্রি ইন্টারনেট এ সর্বোচ্চ ৫১২ Kbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। এখানে স্পিড টায়ার দ্বারা যার যার সর্বোচ্চ স্পিড টায়ার বোঝানো হয়েছে। সম্ভাব্য গড় স্পিড ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটেড ওয়েবসাইট এবং বিটিএস থেকে দুরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। শুধুমাত্র 3G নেটওয়ার্কের আওতাভুক্ত এলাকাতেই ইন্টারনেট স্পিড প্রযোজ্য
  • ইন্টারনেট ভলিউম শেষ করার পর বাড়তি ব্যবহারের জন্য ০.০১ টাকা / ১০ KB প্রযোজ্য
  • ইন্টারনেটের মেয়াদ বিতরণের দিন থেকে ৭ দিন পর্যন্ত থাকবে
  • অন্যান্য ট্যারিফ ও সার্ভিস চার্জ অপরিবর্তিত থাকবে
  • ১৫% ভ্যাট প্রযোজ্য

Friday, June 6, 2014

২০০ মিনিট মাত্র ৭০ টাকায়!


আমাদের সকল সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ সুবিধার কথা চিন্তা করে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ৫ই জুন, ২০১৪ থেকে গ্রামীণফোন লিমিটেড, ৩ টি আকর্ষণীয় টকটাইম অফার চালু করতে যাচ্ছে। অফারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলতে থাকবে। অফারের বিস্তারিত নিম্নরূপঃ

সাপ্তাহিক প্যাক: জিপি-জিপি নম্বরে

  • অফারটি নিতে হলে, উপযুক্ত গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়) Start M9 লিখে এসএমএস করবেন ৯৯৯৯ নম্বরে অথবা, ডায়াল করবেন *১১১*১০*১১#। রিকোয়েস্ট ভ্যালিডেট হবার পর ৭০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) চার্জ করা হবে এবং ২০০ মিনিটি জিপি-জিপি টকটাইম প্রদান করা হবে।
  • ফ্রি মিনিটের মেয়াদকাল ৭ দিন এবং ২৪ ঘন্টা ব্যবহার উপযোগী।
  • অফারটি থকেে অপট-আউট হতে চাইলে গ্রাহকগণ Stop M9 লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে অথবা, *১১১*১০*৯১# ডায়াল করে
  • মেয়াদকাল শেষ হবার পর, যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থেকে থাকে, তবে তা বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে, যদি কোনো গ্রাহক মেয়াদকালের মধ্যে পুণরায় ফ্রি মিনিট ক্রয় করেন, সেক্ষেত্রে অবশিষ্ট মিনিট যুক্ত হয়ে যাবে এবং সর্বোচ্চ মেয়াদ প্রদান করা হবে।
  • অবশষ্টি ব্যালেন্স জানতে প্রিপেইড গ্রাহকগণকে ডায়াল করতে হবে *৫৬৬*২২#
  • পোস্টপইেড গ্রাহকগণ অবশষ্টি ব্যালেন্স জানতে M9 লিখে এসএমএস করুন ৪৭৭৭ নম্বরে

সাপ্তাহিক প্যাক: যেকোনো লোকাল মোবাইল নম্বরে

  • অফারটি নিতে হলে, উপযুক্ত গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়) Start M8 লিখে এসএমএস করবেন ৯৯৯৯ নম্বরে অথবা, ডায়াল করুন *১১১*১০*১০#। রিকোয়েস্ট ভ্যালিডেট হবার পর পরবর্তীতে ৬৫ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) চার্জ করা হবে এবং ১০০ মিনিটি জিপি-যেকোনো লোকাল নম্বর টকটাইম প্রদান করা হবে।
  • ফ্রি মিনিটের মেয়াদকাল ৭ দিন এবং ২৪ ঘন্টা ব্যবহার উপযোগী।
  • অফারটি থকেে অপট-আউট হতে চাইলে গ্রাহকগণ STOP M8 লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে অথবা, *১১১*১০*৯২# ডায়াল করে।
  • মেয়াদকাল শেষ হবার পর, যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থেকে থাকে, তবে তা বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে, যদি কোনো গ্রাহক মেয়াদকালের মধ্যে পুণরায় ফ্রি মিনিট ক্রয় করেন, সেক্ষেত্রে অবশিষ্ট মিনিট যুক্ত হয়ে যাবে এবং সর্বোচ্চ মেয়াদ প্রদান করা হবে।
  • অবশিষ্ট ব্যালেন্স জানতে, প্রিপেইড গ্রাহকগণকে ডায়াল করতে হবে *৫৬৬*৭#
  • পোস্টপেইড গ্রাহকগণ অবশষ্টি ব্যালন্সে জানতে M8 লিখে এসএমএস করবনে ৪৭৭৭ নম্বরে

দৈনিক প্যাক: জিপি-জিপি নম্বরে

  • অফারটি নিতে হলে, উপযুক্ত গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়) Start M7 লিখে এসএমএস করবেন ৯৯৯৯ নম্বরে অথবা, ডায়াল করবেন *১১১*১০*৯# । রিকোয়েস্ট ভ্যালিডেট হবার পর পরবর্তীতে ১০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) চার্জ করা হবে এবং ২০ মিনিটি জিপি-জিপি টকটাইম প্রদান করা হবে।
  • ফ্রি মিনিটের মেয়াদকাল ১ দিন এবং ২৪ ঘন্টা ব্যবহার উপযোগী।
  • অফারটি থকেে অপট-আউট হতে চাইলে গ্রাহকগণ STOP M7 লিখে অথবা, *১১১*১০*৯৩# ডায়াল করে
  • মেয়াদকাল শেষ হবার পর, যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থেকে থাকে, তবে তা বাজেয়াপ্ত হয়ে যাবে।
  • যদি কোনো গ্রাহক ১১টা ৫৯ মিনিটে অপ্ট ইন করেন, তিনি শুধুমাত্র ১ মিনিট ব্যবহার উপযোগী মিনিট পাবেন। উদাহরণস্বরূপ, ক্যালেন্ডারের দিন অনুযায়ী তার মিনিট রিফ্রেশড হবে রাত ১২টায়।
  • অবশিষ্ট ব্যালেন্স জানতে, প্রিপেইড গ্রাহকগণকে ডায়াল করতে হবে *৫৬৬*২২#
  • পোস্টপইেড গ্রাহকগণ অবশিষ্ট ব্যালেন্স জানতে M7 লিখে এসএমএস করবনে ৪৭৭৭ নম্বরে

এই অফারটি পাওয়া যাবেঃ

  • সকল জিপি প্রিপেইড সংযোগে (আপন, স্পন্দন এবং আমন্ত্রণ ব্যতীত) এবং সকল জিপি পোস্টপেইড সংযোগে
  • বর্তমান আপন, স্পন্দন এবং আমন্ত্রণ গ্রাহকগণ এই অফার পেতে আগে নিশ্চিন্ত বা বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে হবে
  • নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল করুন *111*44*4# (ফ্রি)
  • বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল করুন *111*44*1# (ফ্রি)
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

Friday, May 23, 2014

রিচার্জে বোনাস

bonus_on_recharge_april


বাংলালিংক এ এখন বোনাস-ই বোনাস! প্রতি ৫৮ টাকা রিচার্জে পাচ্ছেন ১০০০++ টাকা সমমূল্য বোনাস এবং প্রিয়জনদের জন্য এপেক্স শোরুম এ ৮% ডিস্কাউন্ট!
অফারের বিস্তারিত
  • এই অফারটি সকল বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের (ই-ভাউচার ব্যতীত) জন্য প্রযোজ্য
  • এই বোনাসটি উপভোগ করতে গ্রাহককে অফার চলাকালীন একবারে ৫৮টাকা রিচার্জ করতে হবে। রিচার্জের টাকা মূল অ্যাকাউন্টে জমা হবে
  • বোনাসের মেয়াদ বোনাস পাওয়ার দিন সহ দুই দিন এবং রিচার্জের সাথে সাথে বোনাস গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে
  • বোনাস মিনিট যে কোন বাংলালিংক (এফএনএফ ব্যতীত) নাম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং বোনাস এসএমএস আর এমএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
  • বোনাসের মূল্য প্রতি মিনিট ১টাকা, প্রতি এসএমএস ০.৫টাকা এবং প্রতি এমএমএস ৫টাকা হারে বিবেচ্য
  • বোনাস ব্যবহারের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে
  • মেয়াদ থাকাকালীন অবস্থায় একাধিক বোনাসের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে
  • যে কোন বাংলালিংক নাম্বারে (এফএনএফ ব্যতীত) ৬৬ পয়সা/মিনিট এর কম রেট উপভোগকারী গ্রাহকরা এই অফার উপভোগ করতে চাইলে নিজ নিজ অফার থেকে আন-সাবস্ক্রাইব করতে হবে
  • বোনাসের ব্যালেন্স ও মেয়াদ জানতে গ্রাহককে *১২৪*৩১# ডায়াল করতে হবে
  • এই অফার সীমিত সময়ে জন্য
  • বিস্তারিত জানতে কল করুন ৭৭৬৬৫ নাম্বারে

কথা বলুন রবি-রবি ৫ পয়সা/১০ সেকেন্ডে

কথা বলুন রবি-রবি ৫ পয়সা/১০ সেকেন্ডে এবং রবি-অন্য অপারেটর ১০ পয়সা/১০ সেকেন্ডে!

Ghachang Flat Rate - Inner
 
প্রধান সুবিধাঃ প্রতিদিন কথা বলুন বেশি বেশি আর উপভোগ করুন দৈনিক ব্যাবহারের উপর সেরা ঘ্যাচাং ফ্ল্যাট কল রেট।


অফারটি যাদের জন্য প্রযোজ্যঃ এসএমই সহ সকল রবি গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন (উদ্যোক্তা, ইজিলোড ও উইনব্যাক ব্যাতীত)।

যা করতে হবেঃ এই অফারটি নিতে গ্রাহকদের ৩৩টাকা রিচার্জ করতে হবে।


অন্যান্য সুবিধাসমূহঃ  
১. বর্তমানে শুধু রবি’ই দিচ্ছে দৈনিক ব্যাবহারের উপর ঘ্যাচাং কল রেট
২. অফারটি উপভোগ করার জন্য গ্রাহকগণের কোন জটিল প্যাকেজ পরিবর্তন বা রেজিস্ট্রেশান এর দরকার নেই।
ঘ্যাচাং কল রেটসমূহঃ
ক. ১০ পয়সা / ১০ সেকেন্ড -  প্রতিদিন ৫টাকা ব্যাবহার করার পর (ভ্যাটসহ), রবি-রবি অথবা রবি- অন্য লোকাল ভয়েস কল এর জন্য -
গ্রাহকগণ পাচ্ছেন এই ঘ্যাচাং কল রেট
- রবি-রবি নাম্বারে ১০ পয়সা / ১০ সেকেন্ড
- রবি-অন্য অপারেটরে ১০ পয়সা / ১০ সেকেন্ড
খ. ৫ পয়সা / ১০ সেকেন্ড - প্রতিদিন ১৫টাকা ব্যাবহার করার পর (ভ্যাটসহ), রবি-রবি অথবা রবি- অন্য লোকাল ভয়েস কল এর জন্য -
গ্রাহকগণ পাচ্ছেন এই ঘ্যাচাং কল রেট
- রবি-রবি নাম্বারে ৫ পয়সা / ১০ সেকেন্ড
- রবি-অন্য অপারেটরে ১০ পয়সা / ১০ সেকেন্ড

গ. সকল কল রেট এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

মেয়াদ এবং অন্যান্য সুবিধাসমূহ
- ঘ্যাচাং কল রেট এর মেয়াদ থাকবে প্রতি ক্যালেন্ডার দিনের ২৩:৫৯:৫৯ পর্যন্ত
- প্রতিদিন ০-৪.৯৯টাকা ব্যাবহারে গ্রাহকগণ তাদের নিজস্ব প্যাকেজের কল রেট উপভোগ করবেন
- যদি এফএনএফ, প্রিয় অথবা নিয়মিত কল রেট ঘ্যাচাং রেট থেকে কম হয়, তবে গ্রাহকগণ সর্বদা কম রেট টি’ই উপভোগ করবেন
- প্রতিদিনের ব্যাবহার দেখার জন্য গ্রাহক ডায়াল করবেন *৪৪৪*৩৩# (ফ্রী)
- ৩৩ টাকা রিচার্জ করার পর, অফারটির মেয়াদ থাকবে সেদিন থেকে ১৫ দিন পর্যন্ত।

১০০% বোনাস প্রতিদিন!



অফারের বিস্তারিত

  • প্রথমে অফারটিতে ফ্রি রেজিস্ট্রেশন করতে ডায়াল করুন *999*1# পুরো ক্যাম্পেইন মেয়াদের জন্য গ্রাহককে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
  • এই অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড গ্রাহক ( ইন্টারনেট সিম ও ফ্লেক্সিলোড কানেকশন ব্যতীত) এর জন্য প্রযোজ্য।
  • অফার নিতে রেজিস্ট্রেশন করার পরে গ্রাহককে প্রথমে তার প্রতিদিনের নির্দিষ্ট টার্গেট পূরণ করতে হবে। টার্গেট পূরণ করার সাথে সাথেই পরবর্তী প্রতি ১ টাকা ভয়েস কল ব্যবহারে পাওয়া যাবে ১০০% জিপি-জিপি বোনাস টকটাইম।
  • ভয়েস কল মানে যেকোনো অপারেটরে (যেমন, জিপি-জিপি, জিপি-অন্য অপারেটর, জিপি-ল্যান্ড ফোন/জিপি-এনডব্লিউডি) করা লোকাল কল। ইন্টারন্যাশনাল ভয়েস কল, আইভিআর কল (যেমন: ১২১, ৪০০০) পে ফর মি, ভয়েস এসএমএস, ভয়েস ইমেইল, MY Zone, অন্য কোনো ক্যাম্পেইন/চলমান ক্যাম্পেইনে পাওয়া বোনাস/সুবিধা কিংবা অন্য কোনো বান্ডেল সুবিধা কিনতে ব্যবহার করা কল এর অন্তর্ভুক্ত নয়।
  • দৈনিক টার্গেট জানতে গ্রাহককে GP OFFER থেকে আসা এসএমএস চেক করতে হবে।
  • একবার রেজিস্ট্রেশন করলেই অফার চলাকালীন গ্রাহক দৈনিক টার্গেট পূরণ করা সাপেক্ষে বোনাস পাবেন।
  • অফারে প্রাপ্ত বোনাসের টাকা শুধুমাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে প্রযোজ্য (৬০ পয়সা বা এর বেশি কল স্লটে) এবং বোনাসের মেয়াদ বোনাস প্রাপ্তির দিন পর্যন্ত (অর্থাৎ রাত ১১.৫৯পর্যন্ত) প্রযোজ্য হবে। এই মুহূর্তে অন্য কোনো ক্যাম্পেইনের বোনাস টকটাইম (একই বোনাস অ্যাকাউন্টে) উপভোগ করা গ্রাহক এই ক্যাম্পেইন নিলে তাদের বোনাসের মেয়াদও ঐদিন রাত ১১.৫৯ পর্যন্ত প্রযোজ্য হবে।
  • যেকোনো একটি কলে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে।
  • প্রাপ্ত বোনাস জানতে ফ্রি ডায়াল করুন *566*8#
  • বর্তমান ব্যবহার জানতে ফ্রি ডায়াল করুন *577*17#
  • অফারটি যেসকল গ্রাহক ১৫ই ফেব্রুয়ারী ২০১৩ এর মাঝে তাদের সংযোগটি চালু করেছেন তাদের জন্য প্রযোজ্য।
  • কোনো “নিশ্চিন্ত” গ্রাহক এই অফারটি চালু করলে ক্যাম্পেইন চলাকালীন তার দৈনিক ক্যাশ ব্যাক এর অফারটি আর প্রযোজ্য হবে না।
  • অফারটি প্রতিদিন রাত ১.০০ টা থেকে রাত ১১.৫৯ টা পর্যন্ত করা লোকাল ভয়েস কল এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো ‘আমন্ত্রণ’ গ্রাহক তার স্টার্টআপ অফারের সাথে ইনস্ট্যান্ট বোনাস অফার উপভোগ করেন এবং এই ক্যাম্পেইনে রেজিস্টার করেন তাহলে ‘আমন্ত্রণ’ প্রোডাক্ট এর ইনস্ট্যান্ট বোনাস অফারটি প্রযোজ্য হবে না।
  • যে সমস্ত কল একদিন শুরু হয়ে অন্যদিন শেষ হবে সেই কলগুলোর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে না। (যেমন, কোনো একটি কল যদি রাত ১১.৫৯ এ শুরু হয়ে রাত ১২.০১ এ শেষ হয়)।
  • যে সকল কলের চার্জ বোনাস অ্যাকাউন্ট শেষ হয়ে যাওয়ার পর মূল অ্যাকাউন্ট থেকে চার্জ হবে, সে ক্ষেত্রে মূল অ্যাকাউন্ট ব্যবহারের উপর কোনো বোনাস প্রযোজ্য হবে না।
  • অফারটি থেকে আন-রেজিস্টার করতে ফ্রি SMS করুন Stop লিখে 8425 নম্বরে (পরবর্তী ৭২ঘন্টার মধ্যে কার্যকর হবে)।
  • একবার আনরেজিস্টার্ড হয়ে গেলে গ্রাহক এই অফারের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন না।
  • শুক্র ও শনিবারের নিয়মিত টার্গেট পূরণ করার সাথে সাথেই আপনি পাচ্ছেন একদিনের মেয়াদ সহকারে অতিরিক্ত ৫০টি জিপি-জিপি SMS এবং ৫০ MB ইন্টারনেট।
  • বোনাস SMS এর ব্যালেন্স এবং মেয়াদ জানতে ফ্রি ডায়াল করুন *566*2#, বোনাস ইন্টারনেটের ব্যালেন্স এবং মেয়াদ জানতে ফ্রি ডায়াল করুন *566*10#
  • সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।

Sunday, May 18, 2014

১০০% বোনাস প্রতিদিন!


অফারের বিস্তারিত

  • প্রথমে অফারটিতে ফ্রি রেজিস্ট্রেশন করতে ডায়াল করুন *999*1# পুরো ক্যাম্পেইন মেয়াদের জন্য গ্রাহককে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
  • এই অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড গ্রাহক ( ইন্টারনেট সিম ও ফ্লেক্সিলোড কানেকশন ব্যতীত) এর জন্য প্রযোজ্য।
  • অফার নিতে রেজিস্ট্রেশন করার পরে গ্রাহককে প্রথমে তার প্রতিদিনের নির্দিষ্ট টার্গেট পূরণ করতে হবে। টার্গেট পূরণ করার সাথে সাথেই পরবর্তী প্রতি ১ টাকা ভয়েস কল ব্যবহারে পাওয়া যাবে ১০০% জিপি-জিপি বোনাস টকটাইম।
  • ভয়েস কল মানে যেকোনো অপারেটরে (যেমন, জিপি-জিপি, জিপি-অন্য অপারেটর, জিপি-ল্যান্ড ফোন/জিপি-এনডব্লিউডি) করা লোকাল কল। ইন্টারন্যাশনাল ভয়েস কল, আইভিআর কল (যেমন: ১২১, ৪০০০) পে ফর মি, ভয়েস এসএমএস, ভয়েস ইমেইল, MY Zone, অন্য কোনো ক্যাম্পেইন/চলমান ক্যাম্পেইনে পাওয়া বোনাস/সুবিধা কিংবা অন্য কোনো বান্ডেল সুবিধা কিনতে ব্যবহার করা কল এর অন্তর্ভুক্ত নয়।
  • দৈনিক টার্গেট জানতে গ্রাহককে GP OFFER থেকে আসা এসএমএস চেক করতে হবে।
  • একবার রেজিস্ট্রেশন করলেই অফার চলাকালীন গ্রাহক দৈনিক টার্গেট পূরণ করা সাপেক্ষে বোনাস পাবেন।
  • অফারে প্রাপ্ত বোনাসের টাকা শুধুমাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে প্রযোজ্য (৬০ পয়সা বা এর বেশি কল স্লটে) এবং বোনাসের মেয়াদ বোনাস প্রাপ্তির দিন পর্যন্ত (অর্থাৎ রাত ১১.৫৯পর্যন্ত) প্রযোজ্য হবে। এই মুহূর্তে অন্য কোনো ক্যাম্পেইনের বোনাস টকটাইম (একই বোনাস অ্যাকাউন্টে) উপভোগ করা গ্রাহক এই ক্যাম্পেইন নিলে তাদের বোনাসের মেয়াদও ঐদিন রাত ১১.৫৯ পর্যন্ত প্রযোজ্য হবে।
  • যেকোনো একটি কলে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে।
  • প্রাপ্ত বোনাস জানতে ফ্রি ডায়াল করুন *566*8#
  • বর্তমান ব্যবহার জানতে ফ্রি ডায়াল করুন *577*17#
  • অফারটি যেসকল গ্রাহক ১৫ই ফেব্রুয়ারী ২০১৩ এর মাঝে তাদের সংযোগটি চালু করেছেন তাদের জন্য প্রযোজ্য।
  • কোনো “নিশ্চিন্ত” গ্রাহক এই অফারটি চালু করলে ক্যাম্পেইন চলাকালীন তার দৈনিক ক্যাশ ব্যাক এর অফারটি আর প্রযোজ্য হবে না।
  • অফারটি প্রতিদিন রাত ১.০০ টা থেকে রাত ১১.৫৯ টা পর্যন্ত করা লোকাল ভয়েস কল এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো ‘আমন্ত্রণ’ গ্রাহক তার স্টার্টআপ অফারের সাথে ইনস্ট্যান্ট বোনাস অফার উপভোগ করেন এবং এই ক্যাম্পেইনে রেজিস্টার করেন তাহলে ‘আমন্ত্রণ’ প্রোডাক্ট এর ইনস্ট্যান্ট বোনাস অফারটি প্রযোজ্য হবে না।
  • যে সমস্ত কল একদিন শুরু হয়ে অন্যদিন শেষ হবে সেই কলগুলোর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে না। (যেমন, কোনো একটি কল যদি রাত ১১.৫৯ এ শুরু হয়ে রাত ১২.০১ এ শেষ হয়)।
  • যে সকল কলের চার্জ বোনাস অ্যাকাউন্ট শেষ হয়ে যাওয়ার পর মূল অ্যাকাউন্ট থেকে চার্জ হবে, সে ক্ষেত্রে মূল অ্যাকাউন্ট ব্যবহারের উপর কোনো বোনাস প্রযোজ্য হবে না।
  • অফারটি থেকে আন-রেজিস্টার করতে ফ্রি SMS করুন Stop লিখে 8425 নম্বরে (পরবর্তী ৭২ঘন্টার মধ্যে কার্যকর হবে)।
  • একবার আনরেজিস্টার্ড হয়ে গেলে গ্রাহক এই অফারের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন না।
  • শুক্র ও শনিবারের নিয়মিত টার্গেট পূরণ করার সাথে সাথেই আপনি পাচ্ছেন একদিনের মেয়াদ সহকারে অতিরিক্ত ৫০টি জিপি-জিপি SMS এবং ৫০ MB ইন্টারনেট।
  • বোনাস SMS এর ব্যালেন্স এবং মেয়াদ জানতে ফ্রি ডায়াল করুন *566*2#, বোনাস ইন্টারনেটের ব্যালেন্স এবং মেয়াদ জানতে ফ্রি ডায়াল করুন *566*10#
  • সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।

১ জিবি ইন্টারনেট ফ্রি!

১ জিবি ইন্টারনেট ফ্রি!


বন্ধ সংযোগে গ্রামীণফোন এর মূল্যবান গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি আকর্ষণীয় অফার। এই অফার, সকল জিপি প্রি-পেইড (সহজ, বন্ধু, আপন, আমন্ত্রণ, স্মাইল, স্পন্দন, বিজনেস সল্যুশন (১,২,৩, সফল) প্রি-পেইড, একতা প্রি-পেইড (১,২), নিশ্চিন্ত, ভিপি প্রি-পেইড, জিপিপিপি প্রি-পেইড, ডিজুস, প্রি-পেইড ইন্টারনেট সিম) গ্রাহকগণ যাদের ৯ই এপ্রিল বা তার আগ পর্যন্ত সংযোগ বন্ধ ছিল তাঁরা উপভোগ করতে পারবেন -
  • ১১ টাকা (যথাযথ) রিচার্জে ১ GB 3G ইন্টারনেট
  • ৬০পয়সা / মিনিট যেকোনো লোকাল নেটওয়ার্কে (২৪ ঘণ্টা)
  • ২৫ টাকায় ৭৫ MB 3G ইন্টারনেট

শর্তাবলী:

  • কোনো নোটিশ পাওয়ার আগ পর্যন্ত এই অফারটি ১৫ মে ২০১৪ থেকে চলবে
  • অফারটি প্রযোজ্য কিনা দেখতে গ্রাহককে “Check” লিখে 9999 এ SMS করতে হবে
  • অফার চলাকালে গ্রাহক ৬০ পয়সা / মিনিট এ যেকোনো লোকাল কল উপভোগ করতে পারবেন এবং ১১ টাকা রিচার্জে পাবেন ৩ মাসের জন্য ১ GB 3G ইন্টারনেট ফ্রি
  • এছাড়াও ক্যাম্পেইন শুরুর দিন থেকে যোগ্য গ্রাহক ৩ মাসের জন্য সর্বোচ্চ ১০ বারের জন্য ২৫ টাকায় ৭৫ MB 3G ইন্টারনেট উপভোগ করতে পারবেন
  • আইএসডি, পোর্ট, আইভিআর এর মতো সার্ভিসগুলো লোকাল ভয়েস কল হিসেবে গণ্য হবে না
  • ১ GB 3G ইন্টারনেট পেতে কাস্টমারকে শুধুমাত্র ১১ টাকাই রিচার্জ করতে হবে। ১ GB 3G ইন্টারনেট ৩ মাসে দেয়া হবে। চার্ন ব্যাক ডেট থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ২৫০ MB ইন্টারনেট বিতরণ করা হবে। চার্ন ব্যাক ডেট থেকে ৩১ দিন পর ২য় দফা এবং ৬১ দিন পর ৩য় দফা ইন্টারনেট বিতরণ করা হবে
  • অবশিষ্ট 3G ইন্টারনেট ভলিউম চেক করতে *500*60# এবং ব্যবহৃত ভলিউম জানতে *500*61# ডায়াল করতে হবে
  • ফ্রি ইন্টারনেট এ সর্বোচ্চ ৫১২ Kbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। এখানে স্পিড টায়ার দ্বারা যার যার সর্বোচ্চ স্পিড টায়ার বোঝানো হয়েছে। সম্ভাব্য গড় স্পিড ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটেড ওয়েবসাইট এবং বিটিএস থেকে দুরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। শুধুমাত্র 3G নেটওয়ার্কের আওতাভুক্ত এলাকাতেই ইন্টারনেট স্পিড প্রযোজ্য
  • ইন্টারনেট ভলিউম শেষ করার পর বাড়তি ব্যবহারের জন্য ০.০১ টাকা / ১০ KB প্রযোজ্য
  • ইন্টারনেটের মেয়াদ বিতরণের দিন থেকে ৭ দিন পর্যন্ত থাকবে
  • অন্যান্য ট্যারিফ ও সার্ভিস চার্জ অপরিবর্তিত থাকবে
  • ১৫% ভ্যাট প্রযোজ্য

শুক্রবারের চমত্কার অফার!


গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী যেকোন গ্রাহক অফারের যেকোন হ্যান্ডসেট কিনলেই পাচ্ছেন নির্দিষ্ট অংকের রিচার্জ স্ক্র্যাচ কার্ড একদম ফ্রি!
  • Symphony Xplorer W150 (১৪,৯৯০ টাকা) ৫০০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড
  • Symphony Xplorer ZIII (১৯,৯৯০ টাকা) ১০০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড
  • Symphony Xplorer W140 (১২,৯৯০ টাকা) ৩০০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড
  • Symphony Xplorer W69 (৬,৮০০ টাকা) ১০০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড
  • Walton Primo GH2 (৯,১৯০ টাকা ) ৫০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড ও একটি আকর্ষণীয় মগ ফ্রি
  • Samsung Galaxy Grand 2 (২৮,৫০০ টাকা) ৫০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড
  • Samsung Galaxy Core (১৮,৫০০ টাকা) ৫০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড
  • Samsung Galaxy Grand Neo (২১,৯০০ টাকা) ৫০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড
  • Samsung Galaxy S Duos 2 (১৩,৯৯০ টাকা) ৫০ টাকার রিচার্জ স্ক্র্যাচ কার্ড

Details

  • অফারটি পাওয়া যাবে প্রতি শুক্রবার শুধুমাত্র গ্রামীণফোন সেন্টারে
  • বিজনেস সলিউশনস পোস্টপেইড কাস্টমারগণ অফারের ফ্রি ইন্টারনেট ও মোবাইল টিভি’র জন্য বিবেচিত হবেন না
  • গ্রাহকদের অফারটি উপভোগ করতে নতুন কেনা হ্যান্ডসেট থেকে 4724 ডায়াল করে (ফ্রি) ট্যাগ-ইন করতে হবে
  • সঠিক ট্যাগ-ইন এর ৭২ ঘন্টার মধ্যে প্রথম ধাপের 1GB 3G (৩০ দিন মেয়াদের) দেয়া হবে
  • একই গ্রাহক একাধিক ট্যাগিং করে থাকলে প্রথম সঠিক ট্যাগিং করা নম্বরটিতেই ক্যাম্পেইনের সুবিধাদি পাওয়া যাবে
  • প্রিপেইড কাস্টমারগণ *500*60# ডায়াল করে অবশিষ্ট 3G ডাটা ও *500*61# ডায়াল করে ব্যবহৃত ডাটা ভলিউমের পরিমাণ জানতে পারবেন
  • পোস্টপেইড গ্রাহকদের অবশিষ্ট ও ব্যবহৃত ডাটা ভলিউমের পরিমাণ জানতে মেসেজ অপশনে View Data লিখে 4777 নম্বরে (ফ্রি) SMS পাঠাতে হবে
  • বোনাস বিতরণের সময় কোন কাস্টমার Barred থাকলে তিনি বোনাসের জন্য বিবেচিত হবেন না
  • মেয়াদ শেষের আগে ইন্টারনেটের ফ্রি অফারটি বন্ধ করতে চাইলে মেসেজ অপশনে Stop লিখে 5000 (ফ্রি) SMS পাঠাতে হবে
  • বর্তমানে Edge, 3G Heavy Browsing ও Smartplan ব্যবহারকারী কাস্টমারগণ ফ্রি ইন্টারনেট অফারের জন্য বিবেচিত হবেন না
  • 3G প্যাক ব্যবহারকারী কোন প্রিপেইড/ পোস্টপেইড জিপি কাস্টমার 3G ডাটা অফারটি পেয়ে থাকলে ইতোমধ্যে ব্যবহৃত 3G প্যাকটি মেয়াদ শেষের দিন অটো-রিনিউ হয়ে যাবে ও সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে
  • মেয়াদ শেষের আগে ফ্রি ডাটা ব্যবহার করে ফেললে মেয়াদ পর্যন্ত গ্রাহকদের জন্য ০.০১/১০ কিলোবাইট হারে চার্জ প্রযোজ্য হবে যদি তিনি এই সময়ের মধ্যে নতুন কোন ইন্টারনেট প্যাকেজ সাবস্ক্রাইব না করে থাকেন
  • ফ্রি 1GB 3G ডাটা পাওয়ার ২৪ ঘন্টা পর মাত্র ১৫০ টাকায় 1GB 3G ডাটার জন্য গ্রাহকদের মেসেজ অপশনে Y লিখে 4724 (ফ্রি) SMS পাঠাতে হবে
  • সঠিক ট্যাগ-ইন এর ৭ দিনের মধ্যে কাস্টমারগণ ৩০ দিনের জন্য ফ্রি মোবাইল টিভি সাবস্ক্রিপশন পাবেন। মোবাইল টিভি সার্ভিসের ক্ষেত্রে অটো-রিনিউয়াল প্রযোজ্য
  • মোবাইল টিভি সার্ভিসটি বন্ধ করতে মেসেজ অপশনে Stop 600 লিখে 2345 (ফ্রি) SMS পাঠাতে হবে
  • অফারটি ১টি ডিভাইসের ১টি MSISDN-এর ক্ষেত্রে প্রযোজ্য। ডাটা অফারের ক্ষেত্রে কোন অটো-রিনিউয়াল প্রযোজ্য নয়
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

Saturday, May 10, 2014

বাংলালিংক প্লে: আকর্ষণীয় নতুন অফার!

play_new_offer_may


fast crowd-এর জন্য fastest 3g

৭৫ এমবি 3G ডেটা প্যাক

  • ৫ দিন মেয়াদের এই প্যাকটির মূল্য শুধু প্লে সাবস্ক্রাইবারদের জন্য ২৫ টাকা এবং অন্য সাবস্ক্রাইবারদের জন্য ৩০ টাকা
  • ব্যবহারকৃত ডেটার পরিমাণ জানতে প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল সাবস্ক্রাইবার ডায়াল করুন *২২২*৩*১৭# এবং পোস্টপেইড সাবস্ক্রাইবার 3G টাইপ করে ১২১ নাম্বারে এসএমএস করুন
  • ডি-অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *২২২*২*১৭#
  • ১৫% ভ্যাট প্রযোজ্য

৩০০ এসএমএস মাত্র ৫ টাকায়

  • সাবস্ক্রাইবার ১৫০ এসএমএস রাত ১২টা থেকে বিকেল ৪:৫৯ পর্যন্ত এবং বাকি ১৫০ এসএমএস বিকেল ৫টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত উপভোগ করতে পারবেন। এই এসএমএস প্যাকটির মেয়াদ ২ দিন
  • এই বান্ডেলের এসএমএস শুধু বাংলালিংক নাম্বারে পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য
  • যে কোন সময়সীমার জন্য (রাত ১২টা থেকে বিকেল ৪:৫৯ এবং বিকেল ৫টা থেকে রাত ১১:৫৯) বরাদ্দ এসএমএস শেষ হয়ে যাওয়ার পর রেগুলার এসএমএস চার্জ প্রযোজ্য হবে
  • এসএমএস বান্ডেলটি ডি-অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *২২২*৫#
  • অবশিষ্ট এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৮#

মিউজিক স্টেশন (৩০ দিন ফ্রি সাবস্ক্রিপশন), প্রিয় টিউন (৩০ দিন ফ্রি সাবস্ক্রিপশন) এবং মোবাইল টিভি (৭ দিন ফ্রি সাবস্ক্রিপশন)

  • মিউজিক স্টেশন/প্রিয় টিউন/মোবাইল টিভি সার্ভিসে রেজিস্ট্রার্ড নন শুধু এমন বাংলালিংক প্লে সাবস্ক্রাইবারদের জন্য এই অফারটি প্রযোজ্য
  • ফ্রি সাবস্ক্রিপশন পেতে হলে প্লে সাবস্ক্রাইবারদের START টাইপ করে ৯০৯০ নাম্বারে ফ্রি এসএমএস পাঠাতে হবে
  • START টাইপ করে ৯০৯০ নাম্বারে ফ্রি এসএমএস পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে প্লে সাবস্ক্রাইবার সার্ভিসগুলো উপভোগ করতে পারবেন
  • মিউজিক স্টেশন সার্ভিসটি ডি-অ্যাক্টিভেট করতে STOP টাইপ করে ৫৮৫৮ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। প্রিয় টিউন সার্ভিসটি ডি-অ্যাক্টিভেট করতে STOP টাইপ করে ৪০০০ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। মোবাইল টিভি সার্ভিসটি ডি-অ্যাক্টিভেট করতে STOP ACW টাইপ করে ৭০৫৫ নাম্বারে এসএমএস পাঠাতে হবে
  • ফ্রি সাবস্ক্রিপশন মেয়াদ শেষ হওয়ার পর যদি কোন সাবস্ক্রাইবার পুনরায় সার্ভিসগুলো উপভোগ করেন, সেক্ষেত্রে সার্ভিসগুলোর রেগুলার সার্ভিস চার্জ প্রযোজ্য হবে

প্লে জোন


প্লে জোন অফার কেবল প্লে প্যাকেজে প্রযোজ্য। অন্য প্রিপেইড প্যাকেজের সাবস্ক্রাইবাররা এই অফারটি পেতে প্রথমে প্লে-তে মাইগ্রেট করতে P লিখে ফ্রি এসএমএস করুন ৯৯৯৯ নাম্বারে। প্লে জোন ট্যারিফ:
কলের ধরন সময় ট্যারিফ
বাংলালিংক প্লে টু প্লে রাত ১২টা-বিকাল ৫টা ০.৫ পয়সা/১ সেকেন্ড
বিকাল ৫টা-রাত ১২টা ১পয়সা/১সেকেন্ড
অন্য সব নাম্বারে ২৪ ঘণ্টা ২ পয়সা/১ সেকেন্ড

অফারের বিস্তারিত

  • কাঙ্ক্ষিত নাম্বারটি প্লে সাবস্ক্রাইবার কিনা, তা জানতে *১৮৮*১*০১৯XYZXYYZZ# ডায়াল করো
  • ভয়েস কল ব্যতীত অন্য সকল ট্যারিফ প্লে প্যাকেজ অনুযায়ী হবে
  • অন্য স্পেশাল কলরেট অফার উপভোগ করতে প্লে জোন থেকে আন-সাবস্ক্রাইব করতে হবে। প্লে জোন থেকে আন-সাবস্ক্রাইব করতে STOP টাইপ করে ৯৯৯৯ নাম্বারে ফ্রি এসএমএস করতে হবে
  • আন-সাবস্ক্রাইব করার পর পুনরায় রেগুলার প্লে প্যাকেজের ট্যারিফ প্রযোজ্য হবে
  • ভ্যাট প্রযোজ্য
  • এই অফার সীমিত সময়ের জন্য
play_zone

Wednesday, May 7, 2014

বাংলালিংক ব্যাক-আপ সিম

backup_sim
বাংলালিংক গ্রাহকরা এখন তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন!
  • গ্রাহকগণ বাংলালিংক কাস্টমার কেয়ার, বাংলালিংক পয়েন্ট এবং বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন
  • ব্যাক-আপ সিম সংগ্রহ করার পর গ্রাহককে বর্তমান নাম্বার থেকে *১৭৭# (ফ্রি) ডায়াল করে গোপন PIN নাম্বার জেনারেট করতে হবে
  • ব্যাক-আপ সিম চালু করতে যে কোন বাংলালিংক নাম্বার থেকে *১৭৭# (ফ্রি) ডায়াল করে মোবাইল নাম্বার, PIN নাম্বার এবং সবশেষে ব্যাক-আপ সিমের গায়ে লেখা সিম সিরিয়াল নাম্বারের শেষ ৩টি ডিজিট টাইপ করতে হবে
  • ব্যাক-আপ সিম চালু হওয়ার পর সয়ংক্রিয়ভাবে পুরনো সিমটি বন্ধ হয়ে যাবে এবং গ্রাহক তার ব্যাক-আপ সিম কোন প্রকার বিলম্ব অথবা ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন
  • ব্যাক-আপ সিম শুধু ইস্যুকৃত নাম্বারের বিপরীতে চালু করা যাবে
  • ব্যাক-আপ সিম তুলতে বর্তমান সিম রিপ্লেসমেন্ট নিশ্চিতকরণ প্রক্রিয়া এবং ফি প্রযোজ্য হবে

ব্যাক-আপ সিম সক্রিয় করার পদ্ধতি

backuo-sim

Tuesday, May 6, 2014

বান্ডেল অফার!



গ্রামীণফোন তোমাকে সবসময়ই তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে চায়। ছাড়িয়ে দিতে চায় তোমার মাত্রাকে। বহুদূরের এই যাত্রায় গ্রামীণফোন সবসময়ই তোমার সাথে ছিল, আছে এবং থাকবে। আর তাই, গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য নিয়ে এলো ৫টি আলাদা আলাদা বান্ডেল। যেখানে রয়েছে টকটাইম, এসএমএস, এমএমএস আর ইন্টারনেট ডাটা সমৃদ্ধ ৫টি ভিন্ন প্যাকেজ, যা ৭ ফেব্রুয়ারি, ২০১৩ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
এখন তুমি চাইলেই তোমার পছন্দের বান্ডেলটি বেছে নিন, তোমার মত করে।

GP Bundle offer list

শর্তাবলী

  • সকল গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণ (এক্সপ্লোর, একতা ও পাবলিক ফোন) এই বান্ডেল উপভোগ করতে পারবে।
  • বান্ডেল পেতে প্রদত্ত শর্ট কোড এ ডায়াল করতে হবে।
  • প্যাক ১ এর টকটাইম শুধুমাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে প্রযোজ্য (F&F, Super F&F & Community অর্ন্তভুক্ত)। প্যাক (২-৫) এর টকটাইম যেকোন অপারেটরে ব্যবহার করা যাবে (F&F, Super F&F & Community অর্ন্তভুক্ত)।
  • একই প্যাক দিনে সর্বোচ্চ ২ বার কেনা যাবে।
  • এসএমএস এবং এমএমএস শুধুমাত্র জিপি-জিপি নম্বরে প্রযোজ্য হবে।
  • বান্ডেল এর মেয়াদ থাকাকালীন অন্যকোন বান্ডেল অ্যাক্টিভ করলে, নতুনটির মেয়াদকাল গ্রহণযোগ্য হবে এবং নতুন ভলিউম পূর্বের ভলিউম এর সাথে যোগ হয়ে যাবে।
  • একই প্যাক দিনে সর্বোচ্চ ২ বার কেনা যাবে।
  • মাই জোন ব্যবহারকারীরা এই বান্ডেলের সুবিধা উপভোগ করতে পারবে। তবে বান্ডেল মিনিট শেষে মাই জোন এর ডিসকাউন্ট পুনরায় উপভোগ করা যাবে।
  • সকল চার্জের উপর ১৫% ভ্যাট এবং ফ্রি মিনিটে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।

ইন্টারনেট অফার:

  • যদি কোন প্রিপেইড মিনি বান্ডেল গ্রাহক আমাদের বর্তমান কোন ইন্টারনেট প্যাকেজ কিনেন, ডাটা ভলিউম মাইগ্রেটকৃত প্যাকেজের সাথে যুক্ত করে দেয়া হবে।
  • প্রিপেইড গ্রাহকগণ বান্ডেলের সাথে ইন্টারনেট অফার উপভোগ করার জন্য New Pay-as-you-go (P0) প্যাকেজটি অ্যাক্টিভেট করতে হবে। প্যাকেজ অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *500*0#
  • প্রিপেইডের ক্ষেত্রে গ্রাহকের ডাটা ভলিউম তার ব্যবহৃত বর্তমান প্যাকেজের ভলিউমের সাথে সমন্বয় করে দেয়া হবে।
  • পোস্টপেইডের ক্ষেত্রে, গ্রাহক বর্তমানে যে ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করছে তার সাথে মিনি বান্ডেলের ডাটা ভলিউম সমন্বয় করা হবে না। ডাটা ভলিউমটি কেবলমাত্র বর্তমান প্যাকেজের মেয়াদ উত্তীর্ণ হলে ব্যবহার করা যাবে শুধুমাত্র র্নিদিষ্ট সময়সীমার মধ্যে।
  • প্রিপেইড গ্রাহকগণ মিনি বান্ডেলের মেয়াদ উত্তীর্ণের পূর্বেই ডাটা ভলিউম ব্যবহার করে ফেলে তবে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য New Pay-as-you-go প্যাকাজের রেটে (টাকা ০.০১/১ কিলোবাইট সর্বোচ্চ ৩০০ টাকা) চার্জ করা হবে বান্ডেলের মেয়াদ উত্তির্ণের পূর্ব পর্যন্ত ও যতদিন সে অন্য কোন জিপি ইন্টারনেট ব্যবহার শুরু না করে।
  • বর্তমানে জিপি ইন্টারনেট ব্যবহারী গ্রাহক যদি কোন মিনি বান্ডেল ক্রয় করে এবং তার মেয়াদ যদি বর্তমান ব্যবহারকৃত জিপি ইন্টারনেট প্যাকেজ হতে বেশি হয় তবে তার সেই প্যাকেজের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সেই মিনি বান্ডেলের মেয়াদ অনুযায়ী বাড়ানো হবে।
  • যদি কোন নন-ইন্টারনেট ইউজার (পোস্টপেইড গ্রাহক) কোন মিনি বান্ডেল অফার ব্যবহার শুরু করে সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হলে ইন্টারনেট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ও পরবর্তিতে অতিরিক্ত ব্যবহারের জন্য টাকা ০.০১/১০ কিলোবাইট করে চার্জ করা হবে যদি ডাটা ভলিউম মেয়াদ উত্তীর্ণের পূর্বে শেষ হয়ে যায়।
  • ডাটা ডিসবারসমেন্টের সময় যদি কোন গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় তবে ডাটা ডিসবারস করা হবে না।
  • বর্তমান P2, P3 ও স্মার্ট প্ল্যান গ্রাহক তাদের একাউন্টে মিনি বান্ডেল ইন্টারনেট ভলিউম পাবে না।
  • ইন্টারনেট ব্যবহার বন্ধ করতে হলে মেয়াদ উত্তীর্ণের পূর্বে STOP লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠিয়ে দিতে হবে (ফ্রি)।

বই, বই এবং বই আর কত বই দরকার ..................!!!!!!!


অসংখ্য বাংলা বইয়ের মেগা কালেকশন ............... জাস্ট ক্লিক এন্ড ডাউনলোড
বিশ্বাস না হলে দেখুন ...।
ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে লিংকটা সেইভ রাখুন ...
http://tanbircox.blogspot.com/2013/05/all-bangla-books-tanbircox.html

Monday, May 5, 2014

জেট সেট ফ্লাই!


গ্রামীণফোন স্টার গ্রাহকরা জেট এয়ারওয়েজ থেকে টিকেট ক্রয়ে পাবেন ১৫% পর্যন্ত ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট প্রযোজ্য হবে টিকেটের ভিত্তি মুল্যের উপর এবং উত্তর আমেরিকা, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার নির্বাচিত কিছু গন্তব্যে। সকল ইকনমি ও বিজনেস ক্লাসের ফিরতি টিকেট ক্রয়ে এই ডিসকাউন্ট পাওয়া যাবে।

অফার:

  • নিউইয়র্ক, টরোন্টু, ব্রাসেলস, লন্ডন, কাঠমুন্ডু, মুম্বাই, দিল্লী, কলকাতা ভ্রমণে ১০% ডিসকাউন্ট।
অফার পাওয়া যাবে:
ঢাকা: ১০১ আর এম সেন্টার, পঞ্চম তলা, গুলশান এভেনু, গুলশান-২, ধাকা-১২১২। ফোনঃ +৮৮০২৯৮৬২০০২, ৯৮৬০৫৪২, ৯৮৬২৫৬০, ৯৮৬১৫৮০, ৯৮৮৩৫০৪
চট্টগ্রাম: আরগ চেম্বার, ৬৮ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোনঃ +৮৮০৩১৭১২১২০, +৮৮০৩১২৫২০৬৬৯
সিলেট: রশীদ এম্পরিয়াম, রুম-০৭, দরগাহ রোড, সিলেট। +৮৮০৮২১৭১৯০০২, +৮৮০৮২১৭১৯০৪০
অফারটি চলবে ৩১শে জুলাই
  • প্যারিস ভ্রমণে ১৫% ডিসকাউন্ট
২০১৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে টিকেট কিনতে হবে এবং ভ্রমণ শুরু করতে হবে ৩০শে নভেম্বর এর মধ্যে।

গ্রামীণ স্মার্ট লোড

দূর থেকে প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দিতে গ্রামীণফোন নিয়ে এলো অনন্য সেবা- স্মার্ট লোড। যেকোন অবস্থাতেই কাছের মানুষ যেন কাছে থাকতে পারে, তাই গ্রামীণফোন নিয়ে এসেছে স্মার্ট লোড (Smart Load) সেবা। এই সেবায়, এখন থেকে আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনার প্রিয়জনের প্রিপেইড মোবাইলে যেকোন পরিমাণ টাকা রিচার্জ করে দিতে পারবেন যেকোন সময়, খুব সহজে!

পদ্ধতি :

  • স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে প্রিয়জনের প্রিপেইড মোবাইকরে দিন এভাবে: *555* স্ক্র্যাচ কার্ডের PIN নম্বর*যাকে পালে রিচার্জ ঠাবেন তার মোবাইল নম্বর# ডায়াল করুন।
  • এরপর আপনার মোবাইলে একটি USSD নোটিফিকেশন আসবে, যাতে রিচার্জ বিষয়ে আপনি নিশ্চিত হবেন।
  • যিনি ব্যালেন্স পাবেন, তার মোবাইলে কোন নোটিফিকেশন আসবে না।
  • যদি প্রেরণকারী কোন পিন পুনরায় ব্যবহারের চেষ্টা করেন তাহলে তিনি একটি নোটিফিকেশন পাবেন যাতে লেখা থাকবে “Sorry this scratch card already has been used”

শর্তাবলী:

  • যার মোবাইলে রিচার্জ করা হবে, ব্যালেন্সের মেয়াদও তার মোবাইলেই প্রযোজ্য হবে
  • স্ক্র্যাচ কার্ডের মেয়াদ অনুযায়ী ব্যালেন্সের মেয়াদ প্রযোজ্য হবে
  • এই সেবার জন্য কোন আলাদা চার্জ প্রযোজ্য নয়
  • এই সেবা শুধু প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য

Sunday, May 4, 2014

গ্রামীণফোন বন্ধু প্যাকেজ!


 

অফারের বিস্তারিত


  • এই সুবিধা সকল বর্তমান ও নতুন গ্রাহকের জন্য প্রযোজ্য
  • বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে B লিখে পাঠিয়ে দিন 4444 নম্বরে অথবা ডায়াল করুন *111*44*1# (ফ্রি)
  • সুপার F&F সেট করতে SF লিখে স্পেস দিয়ে কাক্ষিত জিপি নম্বরটি লিখে পাঠাতে হবে 2888 নম্বরে (২ টাকা/ এসএমএস)
  • F&F সেট করতে কাক্ষিত নম্বরটি লিখে পাঠাতে হবে 2888 নম্বরে (২ টাকা/ এসএমএস)
  • প্রতিটি F&F নম্বর ১৫ দিন পরপর পরিবর্তন করা যাবে
  • জিপি-জিপি, জিপি-অন্য অপারেটরের নম্বর ও সুপার F&F সহ সর্বোচ্চ ১৫টি নম্বর সেট করা যাবে
  • মাইজোন চালু থাকলে মাইজোন রেট প্রযোজ্য হবে
  • সুপার F&F -এর কলরেট ৫ পয়সা প্রতি ১০ সেকেন্ড, F&F -এর ১১ পয়সা প্রতি ১০ সেকেন্ড এবং জিপি-জিপি অথবা জিপি-অন্য লোকাল অপারেটরে কলরেট ২৫ পয়সা প্রতি ১০ সেকেন্ড
  • বন্ধু প্যাকেজের অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকবে

৫ টাকায় ২০০ এসএমএস অফার:

  • অফার পেতে START SMS লিখে 9999 নম্বরে এসএমএস করতে হবে অথবা ডায়াল *111*10*6# (ফ্রি)
  • বান্ডল এসএমএস অফারের জন্য মাত্র ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে (+১৫% ভ্যাট)
  • বান্ডল এসএমএস অফারের মেয়াদ ৩ দিন
  • বান্ডল এসএমএস -এর ব্যালেন্স জানতে ডায়াল *566*2# (ফ্রি)
  • মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যোগ্য গ্রাহকগণ একাধিকবার এ সুবিধা নিতে পারবেন
  • নিশ্চিতকরণ এসএমএস পাবার পর থেকেই এ সুবিধা পাওয়া যাবে
  • প্রতি নতুনবার নেওয়া এ সুবিধার ঝগঝ গুলো জমা হতে থাকবে এবং উপভোগ করা যাবে
  • এ অফার শেষে পুনরায় নিয়মিত এসএমএস চার্জ প্রযোজ্য হবে
  • বান্ডল অফারের এসএমএস শুধুমাত্র জিপি-জিপি নম্বরে ব্যবহার করা যাবে (এসএমএস পোর্ট বা ইন্টারন্যাশনাল এসএমএস -এ প্রযোজ্য নয়)

ইন্টারনেট অফার:

  • বন্ধু গ্রাহকগণ ২৫ টাকায় ৭৫ এমবি 3G প্যাক এবং ৫ টাকায় ৯ এমবি 2G প্যাক উপভোগ করতে পারবেন
  • ৭৫ এমবি 3G অ্যাক্টিভেট করতে; ডায়াল *500*59# অথবা 512 75 MB লিখে এসএমএস করুন 5000 নম্বরে
  • ৯ এমবি 2G অ্যাক্টিভেট করতে; ডায়াল *500*10*1# অথবা 9 MB লিখে এসএমএস করুন 5000 নম্বরে
  • ইন্টারনেট অফার বন্ধ করতে STOP লিখে এসএমএস করুন 5000 নম্বরে (ফ্রি)

ওয়েলকাম টিউন এবং মিউজিক রেডিও অফার:

  • গ্রাহকগণ বন্ধু প্যাকেজটি অ্যাক্টিভেট করার ৭২ ঘণ্টার মধ্যে ওয়েলকাম টিউন এবং মিউজিক রেডিও সার্ভিসটি উপভোগ করতে পারবেন।
  • অফারটি পেতে কোন এসএমএস করতে হবে না।
  • ওয়েলকাম টিউনের ক্ষেত্রে ১ মাসের সাবস্ক্রিপশন সহ ১টি টিউন (জিপি টিউন) এবং মিউজিক রেডিও’র ক্ষেত্রে ১ মাসের সাবস্ক্রিপশন সহ ১০০ মিনিট ব্রাউজিং গ্রাহকগণ উপভোগ করতে পারবেন।
  • সার্ভিসটি নবায়নের ক্ষেত্রে ১ মাস পর, ওয়েলকাম টিউনের নিয়মিত চার্জ (৩০ টাকা মাসিক/ ৭.৫ টাকা সাপ্তাহিক/ ১ টাকা দৈনিক) এবং মিউজিক রেডিও নিয়মিত চার্জ (২০ টাকা মাসিক/ ১০ টাকা পাক্ষিক/ ৫ টাকা সাপ্তাহিক/ ০.৬৫ টাকা দৈনিক) প্রযোজ্য হবে।
  • যেকোনো সময় ওয়েলকাম টিউন ও মিউজিক রেডিও সার্ভিসটি বন্ধ করতে STOP লিখে পাঠিয়ে দিন 4000 এবং 4040 নম্বরে। এসএমএস চার্জ প্রযোজ্য নয়।
হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার-এর বিবরণ ও কার্যকারিতা:
মেসেঞ্জার কনসেপ্ট: তাৎক্ষণিকভাবে কারো সাথে যোগাযোগের ব্যাপারে আপনি নিশ্চিতভাবেই আগ্রহী। মেসেঞ্জার একটি দ্রুত, ফ্রি এবং নির্ভরযোগ্য উপায়, যা আপনাকে সবার সাথে সার্বক্ষণিক যুক্ত রাখে। এটা একধরনের মেসেজ আদান-প্রদান বা, টেক্সটিং; যার জন্যে আলাদাভাবে কোনো খরচের প্রয়োজন নেই। কেননা, এটি আপনার ডাটা প্ল্যানের ওপর নির্ভর করে।

শর্তাবলী:

  • হোয়াটসঅ্যাপ্ অ্যাপ্লিকেশন সব ধরনের স্মার্ট ফোনের ক্ষেত্রে ফ্রি।
  • ফেসবুক মেসেঞ্জার সব ধরনের অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর ক্ষেত্রে ফ্রি।
  • ফ্রি হোয়াটসঅ্যাপ+ফেসবুক মেসেঞ্জার ফ্রি উপভোগ করতে, গ্রাহককে একটি নির্দিষ্ট ডাটা প্ল্যান বেছে নিতে হবে।
  • স্মার্টফোনের মাধ্যমে 'মেসেঞ্জার সার্ভিস' ব্যবহার করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ-এর ডাটা চার্জ এবং ফেসবুক মেসেঞ্জার সম্পূর্ণ ফ্রি। তবে স্মার্টফোন-এর ক্ষেত্রে ডাটা খরচ ও চার্জ সবসময়ই প্রযোজ্য।
  • বন্ধু প্যাকেজ-এর গ্রাহকগণ এই অফার উপভোগ করতে চাইলে, তাদেরকে অ্যাপ্লিকেশন স্টোর (যেমনঃ গুগল প্লে, উইন্ডোজ স্টোর) থেকে হোয়াটসআপ এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
  • কাস্টমার ফেসবুক মেসেঞ্জার-এর ফাইল শেয়ারিং সুবিধার মাধ্যমে শুধুমাত্র ছবি আদান-প্রদান করতে পারবেন।
  • ভয়েস আদান-প্রদান এবং অন্যান্য ফাইল আদান প্রদানের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
  • ভলিউম ভিত্তিক ডাটা প্যাকের ক্ষেত্রে, হোয়াটসআপ সার্ভিস এবং ফেসবুক মেসেঞ্জার মেসেজিং সার্ভিস ব্যাবহারে কোনো ভলিউম কাটা যাবেনা।
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্

Saturday, May 3, 2014

এখন থেকে যেকোন টেলিটক টুজি সিম থ্রিজিতে মাইগ্রেট করুন একদম ফ্রি।

"টেলিটকে এবার থ্রিজি মাইগ্রেশন একদম ফ্রি!"
এ মাইগ্রেট করতে যেকোন প্যাকেজের টুজি সিম থেকে 3G লিখে ৬৬৬ এ পাঠান (ফ্রি)।
টেলিটক থ্রিজি- বাঁধ ভেঙে দাও

Friday, May 2, 2014

জয় উত্‍সব: সর্বনিম্ন কল রেট সহ ৬-টি সুপার সুবিধা!


Joy Utshab April - Mobile - B

রবি বাংলাদেশের একমাত্র অপারেটর যে মাত্র ২১ টাকা রিচার্জের বিনিময়ে, সর্বনিম্ন কল-রেট, বোনাস এসএমএস ও এমএমএস সহ মোট ৬-টি সুপার বেনেফিট দিচ্ছে!

সংযোগ চালুকরণ বোনাস
ক. ৫০০ এমবি বোনাস ইন্টারনেট, চেক করার জন্য *৮৪৪৪*৮৮# ডায়াল করুন; মেয়াদ ৩০ দিন। [সংযোগ চালুকরণের দ্বিতীয় মাস থেকে পঞ্চম মাস পর্যন্ত আপনি প্রতিদিন ফ্রী ২০এমবি ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারেন, যদি আপনি প্রতিদিন *৮৪৪৪*৪# ডায়াল করে ৪ এমবি ডাটা বান্ডল (@২ টাকা + ভ্যাট) ক্রয় করেন। প্রধান ও বোনাস ডাটা এর মেয়াদ ২৪ ঘন্টা।]
খ. আপনার জয় উত্‍সব প্রিপেইড সংযোগ প্রথমবার অথবা পুনরায় চলুকরণের সময় যে কোন উদ্দেশ্যে ব্যবহারের জন্যে ১১ টাকা সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যালান্স চেক করার জন্য *২২২# ডায়াল করুন; মেয়াদ ৬০ দিন।
গ. ১২১ এসএমএস যে কোনও লোকাল নম্বরে, ব্যালান্স চেক করুন *২২২*১২# ডায়াল করে। মেয়াদ ১০ দিন।
ঘ. ১২১ এমএমএস, ব্যালান্স চেক করুন *২২২*১৩# ডায়াল করে। মেয়াদ ১০ দিন।

২১ টাকা রিচার্জে ৬-টি সুপার সুবিধা 
ক. সুপার রেট:
- ২৪ ঘন্টায়ই রবি প্রিয় নম্বরে ০.৫ পয়সা/১ সেকেন্ড; মেয়াদ ১০ দিন।
- ২৪ ঘন্টায়ই যে কোন লোকাল নম্বরে ১ পয়সা/১ সেকেন্ড; মেয়াদ ১০ দিন।
- ২৪ ঘন্টায়ই যে কোন লোকাল নম্বরে এসএমএস চার্জ ২১ পয়সা; মেয়াদ ১০ দিন।

খ. রিচার্জ বোনাস:
- ২১ রবি-রবি মিনিট। চেক করতে ডায়াল করুন *২২২*৩#; ব্যবহার সময়: ০০:০০:০০ ঘন্টা থেকে ১৬:৫৯:৫৯ ঘন্টা; এবং মেয়াদ ২ দিন।
- যে কোন অপারেটরের জন্যে ২১টি এসএমএস। চেক করতে ডায়াল করুন *২২২*১২#; মেয়াদ ২ দিন।
- যে কোন অপারেটরের জন্যে ২১টি এমএমএস। চেক করতে ডায়াল করুন *২২২*১৩#; মেয়াদ ২ দিন।

গ. অফারটি কেবল জয় উত্‍সব ডিফল্ট প্যাক ও জয় উত্‍সব অফনেট প্যাক জন্যে প্রযোজ্য।

ঘ. ২১ টাকা রিচার্জের পর গ্রাহক তার মূল এ্যাকাউন্টে ২১ টাকা পাবেন, যা যে কোন কাজে ব্যবহার করা যাবে।

ঙ. ২১ টাকা রিচার্জের আগেই গ্রাহককে তার প্রিয় নম্বর (সুপার এফএনএফ নম্বর) যোগ করতে হবে।

চ. অন্য কোন প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহককে সুপার রেট পেতে হলে আবার ২১ টাকা রিচার্জ করতে হবে।

জয় উত্‍সব প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

রবি বাংলাদেশের একমাত্র অপারেটর যে মাত্র ২১ টাকা রিচার্জের বিনিময়ে,

রবি বাংলাদেশের একমাত্র অপারেটর যে মাত্র ২১ টাকা রিচার্জের বিনিময়ে, সর্বনিম্ন কল-রেট, বোনাস এসএমএস ও এমএমএস সহ মোট ৬-টি সুপার বেনেফিট দিচ্ছে!
নতুন সংযোগ জয় উত্সব নিয়ে এইবার দেখিয়ে দাও। বিস্তারিত জানুন: http://www.robi.com.bd/bn/current-offers/joy-utshab-super-pack

Thursday, May 1, 2014

বান্ডল প্যাকেজ উপহার

bundle_gifting


পছন্দমতো উপহার দিন যে কোন বান্ডল প্যাকেজ

অফারের বিস্তারিত

  • এই অফারটি সকল বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের (ই-ভাউচার ও পিসিও ব্যতীত) জন্য প্রযোজ্য
  • গ্রাহক একাধিকবার যে কোন বান্ডল উপহার দিতে পারবেন
  • কোন গ্রাহকের যদি ৫ টাকা বান্ডল ক্রয় করা থাকে তাহলে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলালিংক থেকে বাংলালিংক কলের ক্ষেত্রে ৫ টাকা বান্ডল আগে ব্যবহৃত হবে
  • একাধিক বান্ডল উপহারের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে এবং বর্তমান বান্ডল-এর সাথে নতুন বান্ডল-এর ব্যালেন্স যোগ হবে
  • সকল বান্ডল মিনিট দিন-রাত ২৪ ঘণ্টা যে কোন কলের (এফএনএফ এবং আইএসডি ব্যতীত) ক্ষেত্রে প্রযোজ্য
  • যে কোন বাংলালিংক নাম্বারে বান্ডল এসএমএস ও এমএমএস এবং বান্ডল ইন্টারনেট দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
  • 3G স্পীড পেতে গ্রাহককে 3G কভারেজ এলাকায় থাকতে হবে
  • কোন গ্রাহক যদি পূর্বে ক্রয়কৃত ইন্টারনেট প্যাকের সাথে অন্য কোন বান্ডল উপহার পেয়ে থাকেন তাহলে ডেটা ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট প্যাক আগে ব্যবহৃত হবে
  • কোন গ্রাহক যদি পূর্বে এসএমএস প্যাক ক্রয় করে থাকেন তাহলে এসএমএস ব্যবহারের ক্ষেত্রে ক্রয়কৃত এসএমএস প্যাক আগে ব্যবহৃত হবে
  • ৫০০ টাকা বান্ডল-এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৫০০#
  • অন্য সব বান্ডল-এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৭#
  • সকল বান্ডল-এর ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য
  • ভ্যাট প্রযোজ্য

গো ব্রডব্যান্ড!



Go Broadband সার্ভিসটি অগ্নি সিস্টেমস লিঃ, এডিএন টেলিকম লিঃ ও গ্রামীণফোন লিঃ-এর একটি সমন্বিত উদ্যোগ।
GP Go Braodband - consistent speed assured
  • কেনার আগে নিকটস্থ গ্রামীণফোন সেন্টার থেকে আপনার এলাকায় কাভারেজ আছে কী না জেনে নিন
  • ১০দিনের সীমিত ‘মানি ব্যাক গ্যারান্টি’ প্রযোজ্য
  • বর্তমানে পাওয়া যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত গ্রামীণফোন সেন্টার ও এডিএন টেলিকম লিঃ অনুমোদিত পরিবেশকদের কাছে
  • প্রথম মাসের প্যাকেজ মূল্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে বিবেচিত হবে
  • ভলিউম ভিত্তিক প্যাকের ক্ষেত্রে নির্ধারিত ভলিউম শেষ হয়ে যাওয়ার পর ১৫ পয়সা/ MB হারে চার্জ প্রযোজ্য। বিল শক এড়াতে বাড়তি ইউসেজ রেটে সর্বোচ্চ 2GB পর্যন্ত ব্যবহার করা যেতে পারে
  • *আনলিমিটেড প্যাক-এর ক্ষেত্রে 20GB ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য এবং এই অবস্থায় 128 kbps স্পীড পাওয়া যাবে
  • সকল প্যাকেজের মেয়াদ ৩০দিন ও প্রতি মাসের ১৫ তারিখ থেকে বিল সাইকেল শুরু। প্রথম মাসে আনুপাতিক হারে বিল প্রযোজ্য হবে
  • ভলিউম ভিত্তিক প্যাক-এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম মাসের অব্যবহৃত ভলিউম পরবর্তী মাসের ভলিউমের সাথে যুক্ত হবে
  • প্রতিটি প্রোডাক্টই পোস্টপেইড এবং আপনার ই-মেইল অ্যাড্রেসে ই-বিল পাঠানো হবে
  • নির্দেশিত স্পীডে সর্বোচ্চ ডাউনলোড স্পীড বোঝানো হয়েছে যদিও তা নিশ্চিত নয়
  • স্পীড নির্ভর করবে আপনার পিসি/ল্যাপটপের ক্যাপাসিটি, আপনার অবস্থান, আপনি কোন সাইট ভিজিট করছেন ইত্যাদি বিষয়ের উপর
  • সাটল-এর ক্ষেত্রে ১২ মাসের সীমিত ওয়্যারেন্টি প্রযোজ্য
  • সকল প্যাকেজে ১৫% ভ্যাট প্রযোজ্য
  • বিল পরিশোধ করা যাবে নির্ধারিত গ্রামীণফোন সেন্টার, ওয়ান ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের শাখায়
  • বিস্তারিত জানতে ভিজিট করুন www.gobroadband.com.bd
  • কাস্টমার সার্ভিসের জন্য কল করুন 01766669999 নম্বরে (সকাল ৭টা-রাত ১২টা)

Thursday, April 24, 2014

জেনে নিন দারুণ মজার ও কাজের কিছু ওয়েবসাইটের নাম


---------------------------------------------------------------
জেনেসিসব্লগস (http://genesisblogs.com/technology/2368) থেকে নেওয়া একটি পোস্ট
আজ আপনাদের এমন কিছু ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেগুলোতে গেলে আপনি শুধু যে ভালো কিছু সময় কাটাতে পারবেন, তা-ই নয়, শিখতেও পারবেন অনেক কিছু।
Openculture.com:
এটি ফ্রিতে আপনাকে সেরা কালচারাল এবং শিক্ষণীয় অনেক তথ্য দেবে। আরো পাবেন বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন কোর্স, ফ্রি অডিও বুক্স, মুভি, ভাষা শিক্ষা সহ আরও অনেক কিছু।
instructables.com
বেশ কাজের ওয়েবসাইটগুলোর মধ্যে এটি অন্যতম, যেখানে আসবাবপত্র তৈরি, পুরোনো কিছু সারিয়ে নেওয়া থেকে শুরু করে ত্রিমাত্রিক শিল্পকর্ম পর্যন্ত সবই করার পদ্ধতি হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়।
Medium.com
এখানে আপনি আপানার অভিজ্ঞতা গুলো শেয়ার করতে পারবেন, চাইলে লিখেও প্রকাশ করতে পারবেন।
Ted.com:
প্রায় সব পেশার সফল ব্যক্তিদের অভিজ্ঞতা গুলো এখানে প্রেজেন্টেশন আকারে দেয়া থাকে। আপনি যে পেশারই হয়ে থাকুন না কেন কিছুটা সময় রোজ এখানে ব্যয় করুন আপনার নিজেকে সমৃদ্ধ করবার জন্য। শিক্ষণীয় এবং অসাধারন সব অভিজ্ঞতার দেখা পাবেন এই সাইট টিতে। আমি নিশ্চিত যে আপনি চমৎকার এই সাইটের ভক্ত বনে যাবেন সহজেই।
Vocabulary.com
ইংলিশে আমাদের দুর্বলতা’র প্রধান কারণ হল শব্দের ভান্ডার অনেকের একেবারেই নড়বড়ে। তাই সঠিক ও ব্যবহারোপযোগী শব্দ খুঁজে পাইনা। শব্দের ভান্ডার কে আরও সমৃদ্ধ করার জন্যে এই সাইট টি আপনাকে অনেক সাহায্য করবে।
Goodreads.com:
যারা পড়তে ভালোবাসেন, তাঁদের জন্যে দারুন কাজের এই সাইটটি। শুধু তাই নয় একাহ্নে আপনি কমিউনিটি তে যোগ দিতে পারবেন, নতুন বন্ধু বানাতে পারবেন এবং তাঁদের সাথে বিভিন্ন বই এর ব্যাপারে আলাপ আলোচনাও করতে পারবেন। তারাই আপনাকে পরামর্শ দেবে কোন বইটি আপনার পরবর্তিতে পড়া উচিত।
Cooklet.com:
রান্না করতে ভালবাসলে মজাদার সব খাবারের রেসিপির জন্যে এই সাইটটি তে ঘুরে আসতে পারেন।
Codeacademy.com:
আপনি ওয়েব ডিজাইনার? বা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন? তাহলে তো দারুন। এই সাইটে চলে যান। লেটেস্ট প্রোগ্রামিং এর বিভিন্ন লেঙ্গূয়েজ সহ শিখতে পারবেন JavaScript, HTML/CSS, Ruby, Python, এবং PHP.
Lizardpoint.com:
Geography’র প্রতি যাদের আগ্রহ, তাঁদের জন্যে এই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই সাইটটি।
Classicshorts.com:
ছোট গল্পের বিপুল কালেকশন নিয়ে হাজির হয়েছে এই সাইটটি। গল্প পড়তে ভালবাসলে আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে খুব অল্প দিনেই।
Memrise.com:
এখানে শিখতে পারবেন ভাষা, ইতিহাস, বিজ্ঞান ও অন্যান্য বিষয় সম্পর্কে।
Justinguitar.com:
আপনি গীটার বাজাতে ভালোবাসেন, ওয়াও, শীগগির ছুটে যান এই সাইটে। দারুন এই সাইট টি আপনাকে ভিডিও সহ শিখাবে কেমন করে দুর্দান্তভাবে গীটার বাজানো যাবে।
Printwhatyoulike.com:
যেকোন সাইটের কোন কিছু আপনার খুব মনে ধরলো, আপনি চাইছেন সেটি প্রিন্ট করে রাখতে, কিন্তু আপনাকে অই সাইটটি অনুমতি দিচ্ছে না। নো প্রবলেম, সোজা চলে যান এই সাইটে, যেকোন সাইটের যা কিছুই আপনি প্রিন্ট করতে চান না কেন, এটি আপানাকে তা করতে সাহায্য করবে।
Page99test.com:
কোন বই ভালো লাগলো, কিন্তু তার সম্পর্কে জানেনা না, তাই অনলাইনে অর্ডার দিতে দ্বিধা বোধ করছেন, তাহলে এই সাইটে গিয়ে সেই বই এর ৯৯টি পেজ আপনি পড়ে দেখতে পারবেন।
Wikipedia.org:
এই ওয়েবসাইটের নাম শোনেননি বা এটি কখনো কাজে লাগেনি এমন মানুষ কমই পাওয়া যাবে। বিশ্বের যাবতীয় বিষয়ের বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। তা ছাড়া এর সবচেয়ে প্রশংসনীয় বিষয়টি হলো, যে কেউ এর তথ্যগুলো এডিট করে একে আরো নিখুঁত এবং তথ্যবহুল করে দিতে পারবে। বাংলাসহ বহু ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।
Artofmanliness.com:
অনেক পুরুষ আছেন, যাদের মধ্যে ব্যক্তিতের অভাব আছে, তাই হয়তোবা অনেকেই তাকে পছন্দ করছেন না। তারা এই সাইটে গিয়ে কিভাবে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়া যাবে, সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।
Reddit.com:
এটি একটি সোশাল নিউস এবং এন্টারটেইন্মনেট সাইট, যেখানে আপনি শেয়ার করতে পারবেন, ভোট দিতে পারবেন বিভিন্ন বিষয়ে এবং অন্যদের সাথে আলাপ আলোচনাও করতে পারবেন।
Dailywritingtips.com:
যাদের লেখা লেখির নেশা আছে, তাদের লেখার দক্ষতা আরও বাড়ানোর জন্যে এটি একটি অসাধারন সাইট।
Smarthistory.khanacademy.org:
বিভিন্ন আর্ট এর ইতিহাস সম্পর্কে জানতে চাইলে জানতে পারবেন এখান থেকে।
Coursera.org:
শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ের সবচেয়ে বড় ওয়েবসাইট এটি। পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তারা সংযুক্ত। এই ওয়েবসাইট অসংখ্য বিষয়ে ফ্রি অনলাইন কোর্স করার ব্যবস্থা রেখেছে। এদের উদ্দেশ্য মানুষকে মানবসম্পদে রূপান্তরিত করে জীবনমানের উন্নতি ঘটানো।
Deviantart.com:
যাদের আর্ট বা আঁকা আঁকির অভ্যাস আছে, তারা এই সাইটে গিয়ে বেশ মজা পাবেন নিশ্চিত। এখানে আপনি নিজের কাজগুলোও দিতে পারবেন, পাশাপাশি অন্যদের অসাধারণ সব কাজ দেখে নিজের জ্ঞান কে করতে পারবেন আরও সমৃদ্ধ।
কাজ করতে করতে বোরড হয়ে গেছেন? আর আমরা তো জানিই যে ইন্টারনেট নেই বা নেটের সাথে যোগাযোগ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আজকাল। ওকে, চলুন ঘুরে আসি কয়েকটি ওয়েবসাইটে। আজ আপনাদের এমন কিছু ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেগুলোতে গেলে আপনি শুধু যে ভালো কিছু সময় কাটাতে পারবেন, তা-ই নয়, শিখতেও পারবেন…
genesisblogs.com

একসঙ্গে ৪০টি মোবাইল ফোন চার্জ!

আপনার পকেটে বা ঘরে যেখানেই হোক না কেন যেসব যন্ত্রে চার্জ দেওয়ার প্রয়োজন হবে তাতে তারহীন উপায়ে স্বয়ংক্রিয় চার্জ হয়ে যাবে। প্রয়োজন হবে একটি নতুন চার্জিং যন্ত্রের। সম্প্রতি উদ্ভাবিত এই যন্ত্রের সাহায্যে একটি-দুটি নয়, একসঙ্গে ৪০টি মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব হবে।
তবে ইলেকট্রনিক সামগ্রী চার্জ দেওয়ার ক্ষেত্রে তারযুক্ত চার্জার ব্যবহারের দিনে কি শেষ হয়ে যাচ্ছে? দক্ষিণ কোরিয়ার গবেষকেদের এই চার্জিং ব্যবস্থার উদ্ভাবন অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। তাঁরা পরীক্ষামূলকভাবে তারহীন চার্জিং ব্যবস্থা উদ্ভাবন করার দাবি করেছেন। গবেষকদের বরাতে আজ বুধবার ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তারহীন এই চার্জিং ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম’—ডিসিআরএস। এই প্রযুক্তি আবিষ্কার করেছেন কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সাইন্স অব টেকনোলজির (কেএআইএসটি) গবেষকেরা।
ডিসিআরএস প্রযুক্তি পাঁচ মিটার দূরত্বের মধ্যে মুঠোফোনসহ যেকোনো ইলেকট্রনিক যন্ত্র তারের সংযোগ ছাড়াই চার্জ দিতে পারে। একসঙ্গে প্রায় ৪০টি মুঠোফোন চার্জ দিতে পারে এই প্রযুক্তি। এটি এতই শক্তিশালী যে, তা টেলিভিশনের শক্তির উত্স হিসেবেও কাজ করতে পারে।
তারহীন চার্জার নিয়ে এর আগেও কাজ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত পদ্ধতিগুলোর মধ্যে ডিসিআরএস সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন কেএআইএসটি এর গবেষকেরা।
বিদ্যমান তারহীন চার্জার ব্যবস্থায় মুঠোফোন একটি চার্জিং প্যাডে রাখতে হয়। এরপর তা চার্জ হয়। কিন্তু ডিসিআরএস প্রযুক্তিতে এ ধরনের প্যাডে মুঠোফোন রাখতে হবে না। ব্যাগে বা পকেটে থাকা অবস্থায়ই তা চার্জ হবে। তবে এক্ষেত্রে দূরত্ব পাঁচ মিটারের মধ্যে থাকতে হবে ।
কেএআইএসটি এর গবেষকেরা বলছেন, ক্যাফে, অফিস বা বাসায় ডিসিআরএস প্রযুক্তি ব্যবহার করা যাবে। প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে উত্পাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তা বেশ ব্যয়বহুল।

Saturday, April 19, 2014

রবি মিসড্ কল এ্যালার্ট সেবার মাধ্যমে রবি গ্রাহক তার সকল মিসড্ কল সম্পর্কে অবহিত হতে পারবেন।

- সাইন-আপ চার্জ: ২ টাকা (এককালীন)
আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশনে যান।
reg অথবা on টাইপ করুন, ...
৮২৭২ নম্বরে এসএমএস পাঠান।

ম্যাক্সিমাস M115C মাত্র ৯৬০ টাকায়!


 

গ্রামীণফোন এবার নিয়ে এলো এক দারুণ অফার! এই অফারের আওতায় যেকোনো গ্রাহক ১৪৯ টাকায় গ্রামীণফোনের প্রিপেইড সংযোগ কিনলেই পাচ্ছেন ম্যাক্সিমাস M115C হ্যান্ডসেটটি মাত্র ৯৯৯ টাকায়! এছাড়াও থাকছে, বর্তমান মাসের ভয়েস কলের উপর পরবর্তী মাসে ৫০% বোনাস, যা ৩ মাসের জন্য প্রযোজ্য হবে। আর নতুন সংযোগের বোনাস অফারতো থাকছেই!

৫০% বোনাস অফার:

  • অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য, পুরাতন সংযোগের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে না
  • বোনাসের জন্য ম্যাক্সিমাস M115C হ্যান্ডসেট এর সাথে একটি নতুন সিম ব্যবহার করতে হবে
  • এই অফার পেতে গ্রাহকদের কোনো রেজিস্ট্রেশন বা Opt-in করতে হবে না
  • ম্যাক্সিমাস M115C হ্যান্ডসেট এর সাথে সর্বোচ্চ ব্যবহ্রত শুধুমাত্র একটি নতুন সিমেই অফারটি প্রযোজ্য হবে
  • এই অফারের আওতায় নতুন গ্রাহকগণ সংযোগ কেনার পর দ্বিতীয় মাস থেকে চতুর্থ মাস পর্যন্ত (মোট ৩ মাস) বর্তমান মাসের লোকাল ভয়েস কল-এর উপর ৫০% বোনাস টকটাইম পাবে
  • বোনাস টকটাইম শুধু মাত্র জিপি-জিপি (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) কলে ব্যবহার করা যাবে (F&F, super F&F ও ৬০ পয়সা/ মিনিট এর কম কল ব্যতীত)
  • গ্রাহকগণ স্টার্ট-আপ অফার এবং অন্যান্য চলতি অফারের সাথে এই অফার উপভোগ করতে পারবেন
  • বোনাস টকটাইম-এর মেয়াদ ৭ দিন
  • প্রথম মাসের ব্যবহারের উপর বোনাস টকটাইম পরবর্তী মাসের ৭ কার্য দিবসের মধ্যে গ্রাহকদের একাউন্টে দেয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় মাসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য
  • বোনাস টকটাইম ‘মাইজোন ডিস্কাউন্ট কল’ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না
  • গ্রাহকগণ *566*9# নম্বরে ডায়াল করে বোনাস টকটাইম-এর ব্যালান্স ও মেয়াদ জানতে পারবে (চার্জ প্রযোজ্য নয়)
  • GPPP, VP, BPO ব্যতীত গ্রামীণফোনের সকল প্রিপেইড সংযোগ এই অফারটির জন্য প্রযোজ্য
  • যেকোন মাসে প্রাপ্ত বোনাস অ্যামাউন্ট ব্যবহারের উপর বোনাস প্রযোজ্য হবেনা
  • এছাড়াও প্রোডাক্ট ভেদে নতুন সংযোগের সুবিধা শর্ত সাপেক্ষে পাওয়া যাবে
  • সকল ট্যারিফের সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য

হ্যান্ডসেট এর ওয়ারের্ন্টি ও বিক্রয়োত্তর সেবা:

হ্যান্ডসেট এর ওয়ার্যাতন্টি ও বিক্রয়োত্তর সেবা পেতে গ্রাহকদের ম্যাক্সিমাস কেয়ার সেন্টার এ যোগাযোগ করতে হবে।

ম্যাক্সিমাস M115C হ্যান্ডসেট ফিচারসমূহ:

  • ১.৮ ইঞ্চি ডিসপ্লে
  • ক্যামেরা
  • এমপি থ্রি, এমপি ফোর
  • ব্লুটুথ, এফ এম, টর্চ লাইট
  • মেমোরি কার্ড স্লট (৮ জিবি)
  • ব্যাটারি (১০০০ mAh)
  • ১ বছরের ওয়ার্যান্টি

Thursday, April 17, 2014

জিপি 3G ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এখন পাওয়া যাচ্ছে ১৫ MB ইন্টারনেট মাত্র ১৫ টাকায় ।

  বিস্তারিত নিম্নরূপ:
এই স্ক্র্যাচ কার্ড থেকে রিচার্জ করলে আপনার ১৫ মেগাবাইট ইন্টারনেট প্যাকেজটি স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাবে
এই ১৫ মেগাবাইট ইন্টারনেট প্যাকেজর মেয়াদ ৩ দিন
মেয়াদের আগে ভলিউম শেষ হয়ে গেলে ০.০১ টাকা/ ১০ কিলোবাইট রেটে ইন্টারনেট ব্যবহার করা যাবে...
আপনার ব্যবহৃত ইন্টারনেট ভলিউম জানতে ডায়াল করুনঃ *500*61#(ফ্রি)
আপনার অবশিষ্ট ইন্টারনেট ভলিউম জানতে ডায়াল করুনঃ *500*60#(ফ্রি)
মেয়াদ শেষে ইন্টারনেট ডি-অ্যাক্টিভেটেড হয়ে যাবে
এই স্ক্র্যাচ কার্ডটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
এই স্ক্র্যাচ কার্ডটি শুধুমাত্র EDGE/3G নেটওয়ার্কের জন্য প্রযোজ্য
এই স্ক্র্য্যচ কার্ডটি ফেরত দেওয়া বা পরিবর্তন করা যাবে না
হ্যান্ডসেট সেটিংস্‌ পেতে ALL লিখে 8080 নম্বরে SMS করুন (SMS চার্জ ফ্রি)
গ্রামীণফোন যেকোন সময়ে অফারটি বন্ধ অথবা পরিবর্তন করার অধিকার রাখে
এই কার্ডের মূল্যে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত হয়েছে

Sunday, April 13, 2014

১৪২১ কে আরও বেশী রঙ্গিন করতে সিটিসেল দিচ্ছে

১৪২১ কে আরও বেশী রঙ্গিন করতে সিটিসেল দিচ্ছে ১৪ মিনিট সিটিসেল নাম্বারে এবং ২১ মিনিট অন্য অপারেটরে বোনাস টকটাইম মাত্র ৩৫টাকা বা তার বেশী রিচার্জ করলেই……। আর তাছাড়া বোনাস ফ্রী SMS তো থাকছেই।
“রঙ্গে মাতুক আপনার বৈশাখ”
১৪২১ কে আরও বেশী রঙ্গিন করতে সিটিসেল দিচ্ছে ১৪ মিনিট সিটিসেল নাম্বারে এবং ২১ মিনিট অন্য অপারেটরে বোনাস টকটাইম মাত্র ৩৫টাকা বা তার বেশী রিচার্জ করলেই……। আর তাছাড়া বোনাস ফ্রী SMS তো থাকছেই।          
               “রঙ্গে মাতুক আপনার বৈশাখ”

এয়ারটেল বৈশাখী অস্থির অফার

Tech Town 24x7's photo.

Thursday, April 10, 2014

GP 0ffer

grameenphone secret code
** ২.৮৮ টাকায় ৭ এমবি নেট পেতে
ডায়াল করুন *৫০০*৮০# এবং এটির মেয়াদ থাকবে ৫ দিন।
** ৩ টাকায় ৩টি এসএমএস ৩ টি এমএমএস ও ১০ এমবি নেট পেতে
মেসেজে গিয়ে লিখুন GIFTA2259E আর পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে।
** ৫ টাকায় ১৫ এমবি পেতে
প্রথমে P1 একটিভ করুন ।তারপর T567321 লিখে ৯৯৯৯ এ SMS দেন । তাহলে আপনি ৫ টাকায় 15MB পাবেন যার মেয়াদ ১৫ দিন ।
** ২ টাকায় ২০ টি এসএমএস ২০ টি এমএমএস ও ২০ টি ভয়েস এসএমএস পেতে
টাইপ start a এবং পাথিয়ে দিন ৯৯৯৯ তে মেয়াদ ১ দিন
** ৫ টাকায় ৫০০ এসএমএস পেতে
ডায়াল করুন *১১১*১০*৬#  অথবা  start sms লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে। মেয়াদ ১ দিন
Tech Town 24x7's photo.

ফেসবুক ডাটা প্যাক

bundle_gifting
পছন্দমতো উপহার দিন যে কোন বান্ডল প্যাকেজ
অফারের বিস্তারিত
  • এই অফারটি সকল বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের (ই-ভাউচার ও পিসিও ব্যতীত) জন্য প্রযোজ্য
  • গ্রাহক একাধিকবার যে কোন বান্ডল উপহার দিতে পারবেন
  • কোন গ্রাহকের যদি ৫ টাকা বান্ডল ক্রয় করা থাকে তাহলে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলালিংক থেকে বাংলালিংক কলের ক্ষেত্রে ৫ টাকা বান্ডল আগে ব্যবহৃত হবে
  • একাধিক বান্ডল উপহারের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে এবং বর্তমান বান্ডল-এর সাথে নতুন বান্ডল-এর ব্যালেন্স যোগ হবে
  • সকল বান্ডল মিনিট দিন-রাত ২৪ ঘণ্টা যে কোন কলের (এফএনএফ এবং আইএসডি ব্যতীত) ক্ষেত্রে প্রযোজ্য
  • যে কোন বাংলালিংক নাম্বারে বান্ডল এসএমএস ও এমএমএস এবং বান্ডল ইন্টারনেট দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
  • 3G স্পীড পেতে গ্রাহককে 3G কভারেজ এলাকায় থাকতে হবে
  • কোন গ্রাহক যদি পূর্বে ক্রয়কৃত ইন্টারনেট প্যাকের সাথে অন্য কোন বান্ডল উপহার পেয়ে থাকেন তাহলে ডেটা ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট প্যাক আগে ব্যবহৃত হবে
  • কোন গ্রাহক যদি পূর্বে এসএমএস প্যাক ক্রয় করে থাকেন তাহলে এসএমএস ব্যবহারের ক্ষেত্রে ক্রয়কৃত এসএমএস প্যাক আগে ব্যবহৃত হবে
  • ৫০০ টাকা বান্ডল-এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৫০০#
  • অন্য সব বান্ডল-এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৭#
  • সকল বান্ডল-এর ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য
  • ভ্যাট প্রযোজ্য

ফেসবুক ডাটা প্যাক


আশেপাশের সবকিছুর সাথে সংযুক্ত থাকতে কে না চায় আর তার জন্য ফেসবুক হল এক আদর্শ জায়গা। বাংলালিংক ফেসবুক ডাটা প্যাক সঙ্গে নিয়ে এখন আপনি ফেসবুকে থাকুন এবং পরিবার পরিজনের সাথে কাটান আপনার সারাদিন! ফেসবুকের পূর্ণ সংস্করণ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে আমরা সংকল্পবদ্ধ (m.facebook.com, ফেসবুক প্যাক, ফেসবুক ম্যাসেঞ্জার দ্বারা এক্সেস করা যাবে)

  • ১০০এমবি ডাটা উপভোগ করুন মাত্র ১০ টাকায়। (ভ্যাট প্রযোজ্য) । এই পাকটির মেয়াদ, এক্টিভেশনের দিন + ২ দিন পর্যন্ত কার্যকর থাকবে । সাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*১*১৫# এবং কতটুকু ইন্টারনেট ব্যবহার হয়েছে চেক করতে ডায়াল করুন *২২২*৩*১৫#।
  • বাংলালিংক প্রি-পেইড এবং কল এন্ড কন্ট্রোল গ্রাহকরা ফেসবুক প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন।
  • সাবস্ক্রিপশন ও আনসাবস্ক্রিপশন করার পরে, আপনি কনফার্মেশন এসএমএস পাবেন।
  • মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগ করতে পারবেন (ফেসবুক ডোমেনের ভিতরে হোস্ট করা ভিডিও পোস্ট, ছবি, অডিও পোস্ট ইত্যাদি উপভোগ করতে পারবেন)।
  • ফেসবুক প্যাক সাবস্ক্রাইব করার পর আপনি নিম্নলিখিত মাধ্যম ব্যবহার করতে পারেন-
    – ডিফল্ট মোবাইল ব্রাউজারের মাধ্যমে m.facebook.com ব্যবহার করা যাবে।
    – জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যাবে।
    – জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধু ও পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারবেন ।
  • দয়া করে মনে রাখবেন নিম্নলিখিত মাধ্যম ফেসবুক প্যাকের আওতাভুক্ত নয়-
    – অপেরা মিনি বা ইউসি (ব্ল্যাকবেরি ব্রাউজার) এর মত প্রক্সি ব্রাউজার দ্বারা m.facebook.com সংযোগ করা।
    – ফেসবুকের ডেস্কটপ ভার্সনে যাওয়া, যা হল www.facebook.com
    – আইপ্যাড থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করা
    – “ইন্সটাগ্রাম” ও “ক্যামেরা অ্যাপ” অ্যাপ্লিকেশন ব্যবহার করা নন কভারড মাধ্যমে ব্রাউজিং –এর জন্য pay as you go অনুসারে চার্জ করা হবে
  • ভলিউম ব্যবহারকালীন সময়ে আপনি ৫০%, ৮০% এবং ১০০% ভলিউম ব্যবহার হয়ে গেলে নোটিফিকেশন পাবেন।
  • মেয়াদকালীন সময়ে বরাদ্দকৃত ভলিউম সম্পূর্ণ ব্যবহার করা হলে, ফেসবুকের ভিতরে অতিরিক্ত ব্যবহার ০.০১টাকা/১০কেবি অনুসারে চার্জ করা হবে।
  • অন্য কোন সাইট ব্যবহার করলে আপনাকে pay as you go হারে চার্জ করা হবে।
  • এই প্যাক ব্যবহার করার সময় স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ পায় এমন অ্যাপ্লিকেশনগুলো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বন্ধ করা বাঞ্ছনীয়।
  • আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*২*১৫#।
  • সকল চার্জসমূহের সঙ্গে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

বাংলালিংক whatsapp

প্রথমবারের মত বাংলাদেশে বাংলালিংক প্লে গ্রাহকদের জন্য কোন ডাটা চার্জ ছাড়াই ফ্রি আনলিমিটেড whatsapp নিয়ে এলো বাংলালিংক। একে অপরের সাথে সংযুক্ত থাকার একটি ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হল whatsapp । এখন ফ্রি আনলিমিটেড whatsapp দিয়ে আপনি পাচ্ছেন এসএমএস সুবিধা, বন্ধুদের সাথে আনলিমিটেড ছবি, ভিডিও এবং অডিও মেসেজ শেয়ারিং।

অফারের বিস্তারিত
  • শুধুমাত্র বাংলালিংক প্লে গ্রাহকগণ কোন খরচ ছাড়াই আনলিমিটেড whatsapp ব্যবহার করতে পারবেন
  • অন্যান্য প্যাকেজের গ্রাহকরা বাংলালিংক প্লে –তে মাইগ্রেট করে কোন খরচ ছাড়াই আনলিমিটেড whatsapp উপভোগ করতে পারবেন
  • বাংলালিংক প্লে থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট করলে সাবস্ক্রাইবারের ডাটা প্যাক অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে
  • ফ্রি whatsapp ব্যবহার করতে APN ‘blweb’ ব্যবহার করুন
  • অফারটি সীমিত সময়ের জন্য
ডাউনলোড করতে দেখুন www.whatsapp.com

নতুন ফেসবুক প্যাক- ১০এমবি@৪টাকা

facebook_pack_10mb
আশেপাশের সবকিছুর সাথে সংযুক্ত থাকতে কে না চায় আর তার জন্য ফেসবুক হল এক আদর্শ জায়গা। বাংলালিংক ফেসবুক ডেটা প্যাক সঙ্গে নিয়ে এখন আপনি ফেসবুকে থাকুন এবং পরিবার পরিজনের সাথে কাটান আপনার সারাদিন! ফেসবুকের পূর্ণ সংস্করণ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে আমরা সংকল্পবদ্ধ (m.facebook.com, ফেসবুক প্যাক, ফেসবুক ম্যাসেঞ্জার দ্বারা এক্সেস করা যাবে)।
  • ১০ এমবি ডেটা উপভোগ করুন মাত্র ৪ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। এই প্যাকটির মেয়াদ অনুরোধের দিন ও তার পরের দিন পর্যন্ত কার্যকর থাকবে। সাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*১*১৬# এবং কতটুকু ইন্টারনেট ব্যবহার হয়েছে চেক করতে ডায়াল করুন *২২২*৩*১৬#
  • বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা ফেসবুক প্যাক ব্যবহার করতে পারবেন।
  • সাবস্ক্রিপশন ও আনসাবস্ক্রিপশন করার পরে, আপনি কনফার্মেশন এসএমএস পাবেন।
  • মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগ করতে পারবেন (ফেসবুক ডোমেনের ভিতরে হোস্ট করা ভিডিও পোস্ট, ছবি, অডিও পোস্ট, ইত্যাদি)
  • ফেসবুক প্যাক সাবস্ক্রাইব করার পর আপনি নিম্নলিখিত মাধ্যম ব্যবহার করতে পারেন-
      - ডিফল্ট মোবাইল ব্রাউজারের মাধ্যমে m.facebook.com ব্যবহার করা যাবে।
      - জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যাবে।
      - জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধু ও পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারবেন।
  • দয়া করে মনে রাখবেন নিম্নলিখিত মাধ্যম ফেসবুক প্যাকের আওতাভুক্ত নয়-
      - অপেরা মিনি বা ইউসি (ব্ল্যাকবেরি ব্রাউজার) এর মত প্রক্সি ব্রাউজার দ্বারা m.facebook.com সংযোগ করা।
      - ফেসবুকের ডেস্কটপ ভার্সনে যাওয়া, যা হল www.facebook.com
      - আইপ্যাড থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করা
      - “ইন্সটাগ্রাম” ও “ক্যামেরা অ্যাপ” অ্যাপ্লিকেশন ব্যবহার করা
      - নন কভারড মাধ্যমে ব্রাউজিং-এর জন্য pay as you go অনুসারে চার্জ করা হবে।
  • ভলিউম ব্যবহারকালীন সময়ে ৫০% ৮০% ও ১০০% ভলিউম ব্যবহার হয়ে গেলে আপনি নোটিফিকেশন পাবেন।
  • মেয়াদকালীন সময়ে বরাদ্দকৃত ভলিউম সম্পূর্ণ ব্যবহার করা হলে, ফেসবুকের ভিতরে অতিরিক্ত ব্যবহার ০.০১টাকা/১০কেবি অনুসারে চার্জ করা হবে।
  • অন্য কোন সাইট ব্যবহার করলে আপনাকে pay as you go হারে চার্জ করা হবে।
  • এই প্যাক ব্যবহার করার সময় স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ পায় এমন অ্যাপ্লিকেশনগুলো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বন্ধ করা বাঞ্ছনীয়।
  • আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*২*১৬#
  • সকল চার্জসমূহের সঙ্গে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

Wednesday, April 9, 2014

বৈশাখী হ্যান্ডসেট ধামাকা!

 

এই বৈশাখে, গ্রামীণফোন আপনাদের জন্য নিয়ে এলো একটি চমৎকার অফার যা আপনাদের বাংলা নববর্ষের আনন্দকে বাড়িয়ে তুলবে। গ্রামীণফোনের যেকোন প্রিপেইড ও পোস্টপেইড (নতুন এবং বর্তমান) গ্রাহকগণ (বিজনেস সলিউশন পোস্টপেইড ব্যতীত) ১৮,৫০০ টাকায় স্যামসাং গ্যালাক্সি কোর; ৯,১৯০ টাকায় ওয়ালটন প্রিমো GH2; ১৯,৯৯০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার ZIII; ১৪,৯৯০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার W150; ১২,৯৯০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার W140 ; ৬,৮০০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার W69 স্মার্টফোন ক্রয় করে এবং ফোনে সংযোগ ট্যাগিং করে এই অফার নিতে পারবেন। একই সাথে, সফল ট্যাগিংয়ের পর গ্রাহকগণ ৩০ দিন মেয়াদে ১ জিবি থ্রিজি ডাটা (512 kbps) বিনামূল্যে পাবেন এবং ১৫০ (+ভ্যাট) টাকায় ১ জিবি ডাটা ৩ মাসের মধ্যে তিনবার ৩০ দিনের মেয়াদে ক্রয় করতে পারবেন। এছাড়াও, সফল ট্যাগিংয়ের পর গ্রাহকগণ ৩০ দিন মেয়াদে মোবাইল টিভি ফ্রি উপভোগ করতে পারবেন।

শর্তাবলী:

  • এই অফার পেতে গ্রাহকগণকে 4724 ডায়াল করে ট্যাগ করতে হবে (ফ্রি)
  • সফল ট্যাগ-ইন এর ৭২ ঘন্টার মধ্যে গ্রাহকগণ প্রথমে ১ জিবি থিজি ডাটা ফ্রি পাবেন
  • একই ইউজারের একাধিক ট্যাগিংয়ের ক্ষেত্রে, প্রথম বৈধ ট্যাগিং বিবেচনা করা হবে এবং ক্যাম্পেইন সুবিধা প্রদান করা হবে
  • প্রিপেইড গ্রাহকগণ *500*60# ডায়াল করে অবশিষ্ট ডাটা ভলিউম এবং *500*61# ডায়াল করে ব্যবহৃত ডাটা ভলিউম চেক করতে পারবেন। পোস্টপেইড গ্রাহকগণ অবশিষ্ট ডাটা এবং মেয়াদ চেক করতে View Data লিখে এসএমএস করতে হবে 4777 নম্বরে (ফ্রি)
  • বোনাস প্রদানকালে, কোন গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেলে বোনাস দেওয়া হবে না
  • ডি-অ্যাক্টিভেট অথবা ইন্টারনেট অফার বন্ধ করতে গ্রাহকগণকে ‘STOP’ লিখে এসএমএস করতে হবে 5000 নম্বরে (ফ্রি)
  • বর্তমান Edge, 3G হেভি ব্রাউজিং এবং স্মার্টপ্ল্যান গ্রাহকগণ ফ্রি ইন্টারনেট পাবেন না
  • যেকোন 3G প্যাক উপভোগ করা অবস্থায় যদি কোন প্রিপেইড/ পোস্টপেইড গ্রাহক ফ্রি 3G ডাটা পান, তবে চলতি প্যাকটি মেয়াদোত্তীর্ণ তারিখে অটো রিনিউ হবে এবং সর্বোচ্চ মেয়াদটি বিবেচনা করা হবে
  • যদি কোন গ্রাহক মেয়াদোত্তীর্ণ তারিখের পূর্বেই সম্পূর্ণ ফ্রি ডাটা ভলিউম ব্যবহার করেন, তবে চলতি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ০.০১ টাকা/ ১০ কিলোবাইট হারে চার্জ প্রযোজ্য হবে যদি না তিনি অন্য কোন ইন্টারনেট প্যাকেজ না ক্রয় করেন
  • ফ্রি থ্রিজি ১ জিবি ডাটা পাওয়ার ২৪ ঘন্টা পর গ্রাহকগণ ‘Y’ লিখে 4724 নম্বরে (ফ্রি) এসএমএস করে ১৫০ টাকায় ছাড়কৃত ১ জিবি থ্রিজি ডাটা ক্রয় করতে পারবেন
  • সফল ট্যাগ-ইন এর ৭ কর্মদিবসের মধ্যে গ্রাহকগণ প্রথমেই ৩০ দিন মেয়াদে ফ্রি মোবাইল টিভি উপভোগ করতে পারবেন; অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য
  • মোবাইল টিভি ডি-অ্যাক্টিভেট করতে ’STOP 600’ লিখে 2345 নম্বরে এসএমএস করতে হবে (ফ্রি)
  • প্রতিটি একক মোবাইল নম্বরের -এর জন্য একটি ডিভাইস এই অফার পাবে। ডাটা অফারে কোন অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
  • ১৫% ভ্যাট প্রযোজ্য
  • স্যামসাং, ওয়ালটন এবং সিম্ফোনি’র স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা পলিসি অনুযায়ী গ্রাহকহণ বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন
তো, আর অপেক্ষা কিসের? জলদি করুন আর শেষ হওয়ার আগেই চমৎকার এই অফার উপভোগ করুন।