Thursday, February 21, 2013

না পরলে চরম মিস .........................

একটা প্লেন ৫ জন যাত্রী নিয়ে ক্র্যাশ করার মুহূর্তে প্লেনে মাত্র ৪ টা প্যারাসুট ছিল।

৫ জনের ১ জন সাকিব আল হাসান
“আমি বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার,
আমাকে দেশের জন্য বাঁচতে হবে”
বলে প্যারাসুট নিয়ে লাফ দিল।

২য় জন শাকিব খান
“আমি নাম্বার ওয়ান শাকিব খান, ইয়া..."
বলে প্যারাসুট নিয়ে লাফ দিল।

৩য় জন সাহারা খাতুন
“ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার
দায়িত্ব । তালা ঠিক মত...”
বলে কথা শেষ করার আগেই
প্যারাসুট নিয়ে লাফ দিল।

বাকি রইল হিমু আর স্কুল পড়ুয়া একটি মেয়ে।
হিমু বলল,
“খুকি, তুমি প্যারাসুট নিয়ে লাফ দাও, আমি তোমার জন্য
আমার এ ভবঘুরে জীবন উৎসর্গ করলাম”।

মেয়েটি বলল,
“উৎসর্গ করতে হবে না,
এখনো ২টা প্যারাসুট-ই বাকি আছে।
সাহারা খাতুন আমার স্কুল ব্যাগ নিয়ে লাফ দিয়েছে।" :

No comments: