Wednesday, April 9, 2014

বৈশাখী হ্যান্ডসেট ধামাকা!

 

এই বৈশাখে, গ্রামীণফোন আপনাদের জন্য নিয়ে এলো একটি চমৎকার অফার যা আপনাদের বাংলা নববর্ষের আনন্দকে বাড়িয়ে তুলবে। গ্রামীণফোনের যেকোন প্রিপেইড ও পোস্টপেইড (নতুন এবং বর্তমান) গ্রাহকগণ (বিজনেস সলিউশন পোস্টপেইড ব্যতীত) ১৮,৫০০ টাকায় স্যামসাং গ্যালাক্সি কোর; ৯,১৯০ টাকায় ওয়ালটন প্রিমো GH2; ১৯,৯৯০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার ZIII; ১৪,৯৯০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার W150; ১২,৯৯০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার W140 ; ৬,৮০০ টাকায় সিম্ফোনি এক্সপ্লোরার W69 স্মার্টফোন ক্রয় করে এবং ফোনে সংযোগ ট্যাগিং করে এই অফার নিতে পারবেন। একই সাথে, সফল ট্যাগিংয়ের পর গ্রাহকগণ ৩০ দিন মেয়াদে ১ জিবি থ্রিজি ডাটা (512 kbps) বিনামূল্যে পাবেন এবং ১৫০ (+ভ্যাট) টাকায় ১ জিবি ডাটা ৩ মাসের মধ্যে তিনবার ৩০ দিনের মেয়াদে ক্রয় করতে পারবেন। এছাড়াও, সফল ট্যাগিংয়ের পর গ্রাহকগণ ৩০ দিন মেয়াদে মোবাইল টিভি ফ্রি উপভোগ করতে পারবেন।

শর্তাবলী:

  • এই অফার পেতে গ্রাহকগণকে 4724 ডায়াল করে ট্যাগ করতে হবে (ফ্রি)
  • সফল ট্যাগ-ইন এর ৭২ ঘন্টার মধ্যে গ্রাহকগণ প্রথমে ১ জিবি থিজি ডাটা ফ্রি পাবেন
  • একই ইউজারের একাধিক ট্যাগিংয়ের ক্ষেত্রে, প্রথম বৈধ ট্যাগিং বিবেচনা করা হবে এবং ক্যাম্পেইন সুবিধা প্রদান করা হবে
  • প্রিপেইড গ্রাহকগণ *500*60# ডায়াল করে অবশিষ্ট ডাটা ভলিউম এবং *500*61# ডায়াল করে ব্যবহৃত ডাটা ভলিউম চেক করতে পারবেন। পোস্টপেইড গ্রাহকগণ অবশিষ্ট ডাটা এবং মেয়াদ চেক করতে View Data লিখে এসএমএস করতে হবে 4777 নম্বরে (ফ্রি)
  • বোনাস প্রদানকালে, কোন গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেলে বোনাস দেওয়া হবে না
  • ডি-অ্যাক্টিভেট অথবা ইন্টারনেট অফার বন্ধ করতে গ্রাহকগণকে ‘STOP’ লিখে এসএমএস করতে হবে 5000 নম্বরে (ফ্রি)
  • বর্তমান Edge, 3G হেভি ব্রাউজিং এবং স্মার্টপ্ল্যান গ্রাহকগণ ফ্রি ইন্টারনেট পাবেন না
  • যেকোন 3G প্যাক উপভোগ করা অবস্থায় যদি কোন প্রিপেইড/ পোস্টপেইড গ্রাহক ফ্রি 3G ডাটা পান, তবে চলতি প্যাকটি মেয়াদোত্তীর্ণ তারিখে অটো রিনিউ হবে এবং সর্বোচ্চ মেয়াদটি বিবেচনা করা হবে
  • যদি কোন গ্রাহক মেয়াদোত্তীর্ণ তারিখের পূর্বেই সম্পূর্ণ ফ্রি ডাটা ভলিউম ব্যবহার করেন, তবে চলতি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ০.০১ টাকা/ ১০ কিলোবাইট হারে চার্জ প্রযোজ্য হবে যদি না তিনি অন্য কোন ইন্টারনেট প্যাকেজ না ক্রয় করেন
  • ফ্রি থ্রিজি ১ জিবি ডাটা পাওয়ার ২৪ ঘন্টা পর গ্রাহকগণ ‘Y’ লিখে 4724 নম্বরে (ফ্রি) এসএমএস করে ১৫০ টাকায় ছাড়কৃত ১ জিবি থ্রিজি ডাটা ক্রয় করতে পারবেন
  • সফল ট্যাগ-ইন এর ৭ কর্মদিবসের মধ্যে গ্রাহকগণ প্রথমেই ৩০ দিন মেয়াদে ফ্রি মোবাইল টিভি উপভোগ করতে পারবেন; অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য
  • মোবাইল টিভি ডি-অ্যাক্টিভেট করতে ’STOP 600’ লিখে 2345 নম্বরে এসএমএস করতে হবে (ফ্রি)
  • প্রতিটি একক মোবাইল নম্বরের -এর জন্য একটি ডিভাইস এই অফার পাবে। ডাটা অফারে কোন অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
  • ১৫% ভ্যাট প্রযোজ্য
  • স্যামসাং, ওয়ালটন এবং সিম্ফোনি’র স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা পলিসি অনুযায়ী গ্রাহকহণ বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন
তো, আর অপেক্ষা কিসের? জলদি করুন আর শেষ হওয়ার আগেই চমৎকার এই অফার উপভোগ করুন।

No comments: