• ১০০এমবি ডাটা উপভোগ করুন মাত্র ১০ টাকায়। (ভ্যাট প্রযোজ্য) । এই পাকটির মেয়াদ, এক্টিভেশনের দিন + ২ দিন পর্যন্ত কার্যকর থাকবে । সাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*১*১৫# এবং কতটুকু ইন্টারনেট ব্যবহার হয়েছে চেক করতে ডায়াল করুন *২২২*৩*১৫#।
  • বাংলালিংক প্রি-পেইড এবং কল এন্ড কন্ট্রোল গ্রাহকরা ফেসবুক প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন।
  • সাবস্ক্রিপশন ও আনসাবস্ক্রিপশন করার পরে, আপনি কনফার্মেশন এসএমএস পাবেন।
  • মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগ করতে পারবেন (ফেসবুক ডোমেনের ভিতরে হোস্ট করা ভিডিও পোস্ট, ছবি, অডিও পোস্ট ইত্যাদি উপভোগ করতে পারবেন)।
  • ফেসবুক প্যাক সাবস্ক্রাইব করার পর আপনি নিম্নলিখিত মাধ্যম ব্যবহার করতে পারেন-
    – ডিফল্ট মোবাইল ব্রাউজারের মাধ্যমে m.facebook.com ব্যবহার করা যাবে।
    – জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যাবে।
    – জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধু ও পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারবেন ।
  • দয়া করে মনে রাখবেন নিম্নলিখিত মাধ্যম ফেসবুক প্যাকের আওতাভুক্ত নয়-
    – অপেরা মিনি বা ইউসি (ব্ল্যাকবেরি ব্রাউজার) এর মত প্রক্সি ব্রাউজার দ্বারা m.facebook.com সংযোগ করা।
    – ফেসবুকের ডেস্কটপ ভার্সনে যাওয়া, যা হল www.facebook.com
    – আইপ্যাড থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করা
    – “ইন্সটাগ্রাম” ও “ক্যামেরা অ্যাপ” অ্যাপ্লিকেশন ব্যবহার করা নন কভারড মাধ্যমে ব্রাউজিং –এর জন্য pay as you go অনুসারে চার্জ করা হবে
  • ভলিউম ব্যবহারকালীন সময়ে আপনি ৫০%, ৮০% এবং ১০০% ভলিউম ব্যবহার হয়ে গেলে নোটিফিকেশন পাবেন।
  • মেয়াদকালীন সময়ে বরাদ্দকৃত ভলিউম সম্পূর্ণ ব্যবহার করা হলে, ফেসবুকের ভিতরে অতিরিক্ত ব্যবহার ০.০১টাকা/১০কেবি অনুসারে চার্জ করা হবে।
  • অন্য কোন সাইট ব্যবহার করলে আপনাকে pay as you go হারে চার্জ করা হবে।
  • এই প্যাক ব্যবহার করার সময় স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ পায় এমন অ্যাপ্লিকেশনগুলো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বন্ধ করা বাঞ্ছনীয়।
  • আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*২*১৫#।
  • সকল চার্জসমূহের সঙ্গে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।