আশেপাশের সবকিছুর সাথে সংযুক্ত থাকতে কে না চায় আর তার জন্য
ফেসবুক হল এক আদর্শ জায়গা। বাংলালিংক ফেসবুক ডাটা প্যাক সঙ্গে নিয়ে এখন
আপনি ফেসবুকে থাকুন এবং পরিবার পরিজনের সাথে কাটান আপনার সারাদিন! ফেসবুকের
পূর্ণ সংস্করণ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে আমরা সংকল্পবদ্ধ (
m.facebook.com, ফেসবুক প্যাক, ফেসবুক ম্যাসেঞ্জার দ্বারা এক্সেস করা যাবে)
- ১০০এমবি ডাটা উপভোগ করুন মাত্র ১০ টাকায়। (ভ্যাট প্রযোজ্য) । এই পাকটির
মেয়াদ, এক্টিভেশনের দিন + ২ দিন পর্যন্ত কার্যকর থাকবে । সাবস্ক্রাইব করতে
ডায়াল করুন *২২২*১*১৫# এবং কতটুকু ইন্টারনেট ব্যবহার হয়েছে চেক করতে
ডায়াল করুন *২২২*৩*১৫#।
- বাংলালিংক প্রি-পেইড এবং কল এন্ড কন্ট্রোল গ্রাহকরা ফেসবুক প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন।
- সাবস্ক্রিপশন ও আনসাবস্ক্রিপশন করার পরে, আপনি কনফার্মেশন এসএমএস পাবেন।
- মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগ করতে পারবেন (ফেসবুক ডোমেনের ভিতরে হোস্ট
করা ভিডিও পোস্ট, ছবি, অডিও পোস্ট ইত্যাদি উপভোগ করতে পারবেন)।
- ফেসবুক প্যাক সাবস্ক্রাইব করার পর আপনি নিম্নলিখিত মাধ্যম ব্যবহার করতে পারেন-
– ডিফল্ট মোবাইল ব্রাউজারের মাধ্যমে m.facebook.com ব্যবহার করা যাবে।
– জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যাবে।
– জাভা ক্লায়েন্ট, আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক
মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধু ও পরিবারের সাথে সংযুক্ত থাকতে
পারবেন ।
- দয়া করে মনে রাখবেন নিম্নলিখিত মাধ্যম ফেসবুক প্যাকের আওতাভুক্ত নয়-
– অপেরা মিনি বা ইউসি (ব্ল্যাকবেরি ব্রাউজার) এর মত প্রক্সি ব্রাউজার দ্বারা m.facebook.com সংযোগ করা।
– ফেসবুকের ডেস্কটপ ভার্সনে যাওয়া, যা হল www.facebook.com
– আইপ্যাড থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করা
– “ইন্সটাগ্রাম” ও “ক্যামেরা অ্যাপ” অ্যাপ্লিকেশন ব্যবহার করা নন কভারড
মাধ্যমে ব্রাউজিং –এর জন্য pay as you go অনুসারে চার্জ করা হবে
- ভলিউম ব্যবহারকালীন সময়ে আপনি ৫০%, ৮০% এবং ১০০% ভলিউম ব্যবহার হয়ে গেলে নোটিফিকেশন পাবেন।
- মেয়াদকালীন সময়ে বরাদ্দকৃত ভলিউম সম্পূর্ণ ব্যবহার করা হলে, ফেসবুকের ভিতরে অতিরিক্ত ব্যবহার ০.০১টাকা/১০কেবি অনুসারে চার্জ করা হবে।
- অন্য কোন সাইট ব্যবহার করলে আপনাকে pay as you go হারে চার্জ করা হবে।
- এই প্যাক ব্যবহার করার সময় স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ পায় এমন
অ্যাপ্লিকেশনগুলো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বন্ধ করা বাঞ্ছনীয়।
- আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুন *২২২*২*১৫#।
- সকল চার্জসমূহের সঙ্গে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।
No comments:
Post a Comment