Tuesday, September 3, 2013

ফিনল্যান্ড ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনে নিচ্ছে কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর এ জন্য তারা ব্যয় করছে ৭২০ কোটি মার্কিন ডলার। একসময়ের অপ্রতিদ্বন্দী মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকিয়া স্মার্ট ফোন বাজারে আসার পর অ্যাপল এবং স্যামসাং-এর মতো মোবাইল ফোন নির্মাণকারী প্রতিষ্ঠানের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ২০১৪ সালের প্রথম তিনমাসের মধ্যেই মাইক্রোসফটের কাছে নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা বিক্রির চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

No comments: