
৪৯৯ টাকার স্ক্র্যাচকার্ড রিচার্জ করুন আর পেপসি/ সেভেন-আপ ফ্রি নিন!!
অফারের বিস্তারিত:
- গ্রাহকগণ ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড ক্রয় করবেন এবং স্ক্র্যাচ প্যানেল অংশটুকু স্ক্র্যাচ করবেন এবং ১৫ ডিজিটের গোপন হিডেন রিচার্জ নম্বর (HRN) পাবেন।এরপর গ্রাহক *555*<১৫ ডিজিট HRN># ডায়াল করবেন (গ্রাহকগণ অন্যান্য রেগুলার স্ক্র্যাচ কার্ডে যেমনভাবে করেন) এবং তারপরই MSISDN-এর মাধ্যমে ব্যালেন্সে ৪৯৯ টাকা যোগ হবে
- এরপর নিকটস্থ পেপসি পিওএস স্টেশনে ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি নিয়ে যাবেন এবং রিটেইলারকে তা প্রদর্শন করবেন
- পেপসি রিটেইলার ব্যবহৃত স্ক্র্যাচকার্ডটি জমা রাখবেন এবং গ্রাহককে গিফ্ট দিবেন
- সকল জিপি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগণ এই ক্যাম্পেইনের জন্য উপযুক্ত
- শুধুমাত্র ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গ্রাহকগণ এই ক্যাম্পেইন সুবিধা পাবেন
- এই ক্যাম্পেইন চলাকালে, জিপি গ্রাহকগণ ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড ক্রয় করে রিচার্জ করবেন এবং ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি নিয়ে নিকটস্থ পেপসি আউটলেটে যাবেন। ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিয়ে ২ টি ২ লিটার পেপসি/ সেভেন-আপ ফ্রি পাবেন
- ক্যাম্পেইন পিরিয়ডে, গ্রাহকগণ প্রতিবার ৪৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড রিচার্জ করে ফ্রি পেপসি/ সেভেন-আপ অফার পাবেন
- নির্দিষ্ট জিপি আউটলেট থেকে গ্রাহক স্ক্র্যাচ কার্ড কিনবেন এবং নির্ধারিত পেপসি শপ থেকে ফ্রি পেপসি/ সেভেন-আপ পাবেন
- ক্যাম্পেইন চলাকালে ফ্রি পেপসি পেতে গ্রাহককে পেপসি আউলেট-এ ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিতে হবে
- স্টক থাকা পর্যন্ত ক্যাম্পেইন চলবে
No comments:
Post a Comment