
Go Broadband সার্ভিসটি অগ্নি সিস্টেমস লিঃ, এডিএন টেলিকম লিঃ ও গ্রামীণফোন লিঃ-এর একটি সমন্বিত উদ্যোগ।

- কেনার আগে নিকটস্থ গ্রামীণফোন সেন্টার থেকে আপনার এলাকায় কাভারেজ আছে কী না জেনে নিন
- ১০দিনের সীমিত ‘মানি ব্যাক গ্যারান্টি’ প্রযোজ্য
- বর্তমানে পাওয়া যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত গ্রামীণফোন সেন্টার ও এডিএন টেলিকম লিঃ অনুমোদিত পরিবেশকদের কাছে
- প্রথম মাসের প্যাকেজ মূল্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে বিবেচিত হবে
- ভলিউম ভিত্তিক প্যাকের ক্ষেত্রে নির্ধারিত ভলিউম শেষ হয়ে যাওয়ার পর ১৫ পয়সা/ MB হারে চার্জ প্রযোজ্য। বিল শক এড়াতে বাড়তি ইউসেজ রেটে সর্বোচ্চ 2GB পর্যন্ত ব্যবহার করা যেতে পারে
- *আনলিমিটেড প্যাক-এর ক্ষেত্রে 20GB ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য এবং এই অবস্থায় 128 kbps স্পীড পাওয়া যাবে
- সকল প্যাকেজের মেয়াদ ৩০দিন ও প্রতি মাসের ১৫ তারিখ থেকে বিল সাইকেল শুরু। প্রথম মাসে আনুপাতিক হারে বিল প্রযোজ্য হবে
- ভলিউম ভিত্তিক প্যাক-এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম মাসের অব্যবহৃত ভলিউম পরবর্তী মাসের ভলিউমের সাথে যুক্ত হবে
- প্রতিটি প্রোডাক্টই পোস্টপেইড এবং আপনার ই-মেইল অ্যাড্রেসে ই-বিল পাঠানো হবে
- নির্দেশিত স্পীডে সর্বোচ্চ ডাউনলোড স্পীড বোঝানো হয়েছে যদিও তা নিশ্চিত নয়
- স্পীড নির্ভর করবে আপনার পিসি/ল্যাপটপের ক্যাপাসিটি, আপনার অবস্থান, আপনি কোন সাইট ভিজিট করছেন ইত্যাদি বিষয়ের উপর
- সাটল-এর ক্ষেত্রে ১২ মাসের সীমিত ওয়্যারেন্টি প্রযোজ্য
- সকল প্যাকেজে ১৫% ভ্যাট প্রযোজ্য
- বিল পরিশোধ করা যাবে নির্ধারিত গ্রামীণফোন সেন্টার, ওয়ান ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের শাখায়
- বিস্তারিত জানতে ভিজিট করুন www.gobroadband.com.bd
- কাস্টমার সার্ভিসের জন্য কল করুন 01766669999 নম্বরে (সকাল ৭টা-রাত ১২টা)
No comments:
Post a Comment